আমাদের গানের আড্ডা ❤️

in আমার বাংলা ব্লগ4 months ago

নমষ্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ঈশ্বরের আশীর্বাদের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও বেশ চলছি। লাইফ স্টাইলে কিছু পরিবর্তন এসেছে। সেগুলোর সাথে মানিয়ে নেয়ার যথাসম্ভব চেষ্টা করছি।

বেশ কিছুদিন আগে গানের আড্ডার দুইটা পর্ব পোস্ট করেছিলাম। ভাবলাম আজকে আরেকটা পর্ব পোস্ট করা যেতেই পারে। আজকে যে গানটা পোস্ট করছি সেটা বাংলার খুব পরিচিত একটা ফোক গান। গানের কথা আর আমি লিখে বললাম না। আপনারা একটু শুনলেই বুঝে যাবেন যে এটা কতটা জনপ্রিয়।

আগেই বলে রাখছি আমাদের আড্ডার এই গানগুলো রেনডমলি ভিডিও করা। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই গানটা আরো অনেক বড় ছিল। আমি অর্ধেকটা সবার সাথে শেয়ার করে নিলাম। আপনি যদি গান পাগল হয়ে থাকেন তাহলে অবশ্যই কানে হেডফোন দিয়ে গানটি উপভোগ করার চেষ্টা করবেন। আমার বিশ্বাস খুব একটা মন্দ লাগবে না। পরিবেশটা ভীষণ উপভোগ করতে পারবেন।

বর্তমানে আমি আর রাজীব একই বাসায় থাকছি ঢাকায়। হয়তো মাঝে মাঝেই বসা হবে এমন গানের আড্ডায়। আর আমিও চেষ্টা করব আমাদের পাগলামির এই মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার। সত্যি বলতে গান আছে বলেই পৃথিবীতে মানুষগুলো হয়তো এতটা প্রাণবন্ত হয়ে থাকে। আমাদের অনুভূতির সাথে কিভাবে যেন মিশে যায় গানের কথা গুলো। এটা এক আধ্যাতিক ব্যাপার মনে হয় আমার কাছে। যাই হোক পরবর্তিতে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Sort:  
 4 months ago 

গানের আড্ডা দেখে অনেক খুশি হলাম দাদা। আশাকরি তাহলে মাঝে মধ্যে এমন গানের আডডা দেখতে পারবো। সব মিলিয়ে ভীষণ ভালো লাগলো। আপনার গান সব সময়ই ভালো লাগে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

ধন্যবাদ লিমন ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 months ago 

আসলে এরকম গানের আড্ডার মাঝে এক অনামিল আনন্দ এবং মনের সুখ খুঁজে পাওয়া যায়। খুবই ভালো লাগলো ভিডিওগ্রাফিতে আপনার গান শুনে এবং আপনাদের বাদ্যযন্ত্র বাজানোর ভঙ্গি দেখে এবং বাদ্যযন্ত্রের শব্দ শুনে। অত্যন্ত জমজমাট একটি আড্ডা দিয়েছে। চমৎকার একটি গানের আড্ডা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আসলে ভাই এই গান গুলোর সাথে আপনা আপনি একটা ভাব চলে আসে ভেতরে। আর ঐ জিনিসটা আমি খুব ইনজয় করি। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 4 months ago 

ভাইয়া আপনাদের গানের আড্ডার আগের পোস্টগুলো আমি দেখেছিলাম। অনেক রাত ধরে আপনারা গান করেছিলেন। অন্য গুলোর মত এই গানটাও সত্যি অনেক সুন্দর ছিল। সম্পূর্ণ গানটা আমি ভীষণ ভালোভাবেই শুনেছি, আমার কাছে খুব ভালো লেগেছিল। এরকম ভাবে গান গাইলে সেগুলো শুনতে বেশি ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের গানের আড্ডার এই গানটা শেয়ার করার জন্য।

 4 months ago 

আপনি যে গান ভালোবাসেন সেটা আপনার মন্তব্য দেখেই বুঝতে পারি আপু। প্রায় সব গানের পোস্ট গুলোই আপনি ভালো ভাবে খেয়াল করেন। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে আপু। অনেক ধন্যবাদ আপনাকে।

 4 months ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে আড্ডা থেকে গান ভিডিও করে আমাদের মাঝে শেয়ার করেছেন সত্যিই দেখেই মনে হচ্ছে আড্ডাটি একদম জমিয়ে পার করেছেন। আসলে ভাইয়া হাই স্কুল লাইফে আমরা আড্ডা অনেক দিয়েছি একসাথে বন্ধুরা মিলে পিকনিক করেছে এবং সারারাত গান গেয়েছে বেশ ভালোই লাগে‌ এমন আড্ডা দিতে। তবে আপনাদের আড্ডা দেওয়ার গানটি আমার কাছে খুবই ভালো লেগেছে বাহ অসাধারণ গান করেন আপনারা। তবে আগামী হ্যাংআউটে আপনার গলায় একটি গান শুনতে চায়। আশা করি আমার কথাটা রাখবেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমি যাদের সাথে বসি গান করতে সবাই অনেক সুন্দর গান করে। আর মন থেকে গানটাকে উপভোগ করে। এই জন্যই হয়তো এই আড্ডা গুলো এতো প্রানবন্ত হয়ে ওঠে। অনেক ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য।

 4 months ago 

আমি বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে এই গানটা শুনে আসছি। গাইতে পারতাম না তাও চেষ্টা করতাম। তারপর কবে জানি হুট করে গাইতে পারা শিখে গেছিলাম। এখনো মনে হলে হাসি লাগে। যাইহোক দয়ালবাবা কেবলা খাবা গানটা শুনতে পেরে ভালো লাগলো।

 4 months ago (edited)

এই গানটা এভাবেই সবাই শুনে আসছে ভাই ছোট বেলা থেকে। আর এ জন্যই হয়তো ভালো লাগার পরিমান টাও একটু বেশি। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.028
BTC 65435.53
ETH 3559.74
USDT 1.00
SBD 2.48