কিছু স্থির চিত্র 📸

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

আজ অনেকটা দুঃসাহস নিয়েই পোস্ট করছি। কথাটা বলছি এই জন্য যে আজ আমি আমার তোলা কিছু ছবি পোস্ট করছি। সচারচর এমন ধরণের পোস্ট আমি একদমই করি না। কারণ এই একটা ব্যাপারে নিজেকে ভীষণ অজ্ঞ মনে হয়। আমার কাছে মনে হয় ছবি তোলা বা ফটোগ্রাফি করা একটা আর্ট। ছবি তো সবাই তুলতে পারে কিন্তু ফটোগ্রাফি তো আর সবাইকে দিয়ে হয় না।

আমি এমনিতে বাইরে চলাফেরার সময় অনেক ছবি তুলি। তবে সেগুলো কখনোই পোস্ট করার সাহস পাই না। আজকে পোস্ট ছবি করছি এর পেছনেও একটা মজার কারণ আছে। সত্যি বলছি আজ হঠাৎ স্বপ্ন দেখেছি আমি ক্যামেরা নিয়ে ঘুরছি আর ছবি তুলে বেড়াচ্ছি। কিন্তু মনমত একটাও হচ্ছে না। হিহিহিহি। যাই হোক আর কথা না বাড়িয়ে কিছু ছবি সবার সাথে শেয়ার করে নিচ্ছি।

স্থির চিত্র: ১

received_784840719739579.jpeg
Location

ওপরে যে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলো হলো পাথর কুচি গাছের ফুল। আমার ছাদে বেশ কিছু পাথর কুচি গাছ রয়েছে। যেগুলো আকারে বিশাল হয়ে গেছে। একদিন হঠাৎ দেখি এমন ফুল ধারার ফুল ফুটেছে। আমি রীতিমত অবাক। এর আগে কখনোই আমি পাথর কুচি গাছের ফুল দেখি নি। রং টা বেশ লেগেছিল আমার কাছে।

স্থির চিত্র: ২

received_164254449917381.jpeg
Location

এটা যে পেয়ারা আপনারা সবাই জানেন। কিন্তু এটার বিশেষত্ব হলো এটা আমার লাগানো ছাদ গাছের পেয়ারা। আমি আজ পর্যন্ত এত সুন্দর আর স্বাদের পেয়ারা কখনো খাই নি। এতটাই সুস্বাদু খেতে। যে যে আত্মীয় এই পেয়ারা খেয়ে গেছে তারা সবাই বাড়ি থেকে যাওয়ার সময় একটা করে পেয়ারা সাথে করে নিয়ে যায়। আর নিয়েও যেতে বলে আমাদের। গাছের বয়স প্রায় চার বছর। ছাদের ওপর বড় চারিতে লাগানো। ইদানিং ফলন দেওয়া কমে গেছে কিছুটা।

স্থির চিত্র: ৩

received_923568988763152.jpeg
Location

এই ফুলটা বেলী ফুল বোধ হয়। আমি সঠিক নাম জানি না। আমাদের ছাদে লাগানো গাছের ফুল। একদিন সন্ধ্যায় যখন হাঁটাহাঁটি করছিলাম সে সময় শখ করে ছবিটা তোলা। ফুলগুলো সাদা হওয়ায় সব থেকে বেশি ভালো লাগে আমার। তবে খুব একটা গন্ধ নেই।

স্থির চিত্র: ৪

received_956310305560522.jpeg
Location

একটু হাসি পাচ্ছে বুঝি ছবিটা দেখে! ভাবছেন যে পেঁপের ছবি কেন দিয়েছি! হিহিহিহি। আসলে এই গাছটাও আমাদের ছাদ পর্যন্ত উঠে এসেছে। তাই ফল ধরলে ছবিটা তুলেছিলাম। বাড়ি করার জন্য যে দুই ফুট করে জায়গা ছাড়তে হয় সেখানে লাগানো হয়েছিল এই গাছ টা। আমরা ভাবতেও পারি নি যে এটা এতো বড় হবে আর এত ফলোন দেবে। ভীষণ মিষ্টি এই পেপেগুলো। আমি বুঝি না বাজার থেকে কেনা ফলগুলো কেন এতটা মজার হয় না খেতে।

স্থির চিত্র: ৫

received_6378210155564804.jpeg
Location

এই ছবিটা কবে তুলেছিলাম ঠিক মনে নেই। সম্ভবত কোথাও ঘুরতে গিয়ে তুলেছিলাম। গাছটার নাম জানা নেই। তবে এই ধরনের গাছ অনেক অফিস বা বাড়িতে লাগানো হয় সৌন্দর্য্য বর্ধনের জন্য। এই গাছগুলোতে ফুল ফোটে না বোধ হয়। আমার আবার ফুল ছাড়া গাছ একদম ভালো লাগে না। হিহিহিহি। যাই হোক তবে দেখতে বেশ ভালো লেগেছিল গাছ টা।

স্থির চিত্র: ৬

received_133065693020619.jpeg
Location

এই ছবিটা মূলত ব্যবহার অনুপযোগী একটা বস্তুর ছবি। ছাদে পরিত্যাক্ত অবস্থায় ছিল। এই ধরনের ছবি তোলার উৎসাহ পেয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। সব জিনিসের একটা না একটা সৌন্দর্য্য থাকে। সেটা যেভাবেই থাকুক না কেন। শুধু চোখ দিয়ে দেখে মন থেকে অনুভব করা চাই। আমি দাদার এমন কথা থেকেই অনুপ্রাণিত হয়েছিলাম।

❤️❤️❤️

আমার দুঃসাহসিকতার পর্ব এখানেই শেষ করছি আজ। হাহাহাহাহা। সবগুলো ছবি আমার বেবহৃত মুঠোফোন রিয়ালমি দিয়ে তোলা। আপনাদের যদি কোন একটাও ছবি এতটুকু ভালো লাগে তবেই আমার সার্থকতা।

সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। দাদার কাছ থেকে অনেক ভালো একটা জিনিস শিখেছেন যার ফলে শেষে এতো সুন্দর একটা ফটোগ্রাফি দেখতে পেলাম।তবে আমার কাছে পাথরকুচি ফুলের ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। কখনো পাথরকুচির ফুল দেখেনি গাছই দেখেছি শুধু। আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখে বেশ ভালো লাগলো।

 2 years ago 

আমারও মনে হচ্ছিল অনেকে হয়তো পাথর কুচি গাছের ফুল দেখে নি। তাই ওটাই শুরুতে দিয়েছিলাম। অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

কি বলেন দাদা আমার মতো স্বপ্ন দেখছেন ৷ আমিও মাঝে মধ্যে দেখি যে আমি ক্যামরা নিয়েছি ৷ আর স্বপ্ন ভেঙ্গে গেলে বুঝলাম ধুর কি আজে বাজে স্বপ্ন ৷ তবে খুব. ইচ্ছা আছে ৷ যা হোক আপনার স্বপ্ন পূর্ন হোক এমনই প্রতার্শা ৷ ভালো ছিল ফটোগ্রাফি গুলো ৷

 2 years ago 

হাহাহাহা এই স্বপ্ন পূরণ হবার নয় রে ভাই। অনেক বেশি ভেবে ফেলেছি স্বপ্নে 😅😅। অনেক ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দারুন লাগলো। বিশ্বাস করেন আপনার হাতে পেয়ারা দেখে ইচ্ছে করছিল নিয়েই একটা কামড় দিয়ে বসি।😂আমি খুব পেয়ারা প্রেমী।তার উপর আপনার গাছের পেয়ারার এতো গুন খাওয়ার লোভ তো হবেই।আর এই গাছটির নাম সম্ভবত পাথরকুচি গাছ।যাই হোক খুব সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য অনেক ধন্যবাদ। পেয়ারার জন্য একটু বেশি ধন্যবাদ।,হিহিহিহি।

 2 years ago 

হিহিহিহি যা মজার পেয়ারা আপু 🥰🥰। আপনার হয়ে আমিই কামড় বসিয়ে দেব কেমন 🤗🤗। অনেক ভালো থাকবেন আপু।

 2 years ago 

দুঃসাহস নিয়ে পোষ্ট করলেও দারুণ কিছু ফটোগ্রাফির পোষ্ট করেছেন দাদা। সবকটি ফটোগ্রাফি খুব ভালো হয়েছে, তবে আপনার স্বপ্নটা 😂😂😂। পাথর কুচি গাছের ছবিটা আমার সবচাইতে ভালো লেগেছে। বেলী ফুলটাও সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

আসলে আমি এক পাগল,, আমার স্বপ্ন গুলোও তাই পাগল পাগল। কোন স্টেশন নেই 🤪🤪।

 2 years ago 

দারুণ বলেছেন, হা হা হা।

আমি তো মাঝে মাঝে স্বপ্ন দেখি যে আমার চার চাকার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। এদিকে আবার আমার দুই চাকার গাড়িও নেই। হা হা হা...

তবে আপনি যতই বলেন না কেন যে আপনি ভালো ফটো তুলতে পারেন না, আমার কাছে কিন্তু ফটোগুলো বেশ ভালো লেগেছে।

আপনার শেয়ার করা পাঁচ নাম্বার ফটোগ্রাফির সাথে আমার খুব হাস্যকর একটা অভিজ্ঞতা আছে। একবার আমার ঠাকুর দাদা কোনো এক নার্সারি থেকে নাচপতি গাছ কিনে নিয়ে এসেছিল। আমরা প্রায় ৫-৬ বছর ধরেই গাছে জল দিয়ে বড় করেছিলাম এবং বড় হওয়ার পরেই আপনি ৫ নাম্বার যে ফটোটা শেয়ার করেছেন দেখতে এরকম হয়েছিল। আসলে এটা একটা আগাছার মত, আমাদের লোকটা বোকা বানিয়েছিল আর কি।

 2 years ago 

হাহাহাহাহা,,, বেশ মজা পেলাম ভাই। বেশি জল ঢেলে গাছের জাত বদলে গেছে তাহলে 😅😅। আর আপনার চার চাকার স্বপ্ন পূরণ হলো বলে,,, এখন জাস্ট সময়ের অপেক্ষা।

আর আপনার চার চাকার স্বপ্ন পূরণ হলো বলে,,, এখন জাস্ট সময়ের অপেক্ষা।

আপনার মুখে ফুল চন্দন পড়ুক।😊 আমার কোনদিনও বাইক এর সখ ছিল না। শুধু গাড়ির সখ।

 2 years ago 

পড়বে পড়বে অবশ্যই পড়বে 🙏🙏🥰। সত্যি বলছি আমার নিজেরও গাড়ির সখ আছে একটা, তবে সেটা শুধু মায়ের জন্য। মার চোখের সমস্যা, চলাফেরা প্রবলেম। ঈশ্বর যেন একটা বার আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দেন 🙏🙏

 2 years ago 

আমিও আগে কখনো পাথরকুচির ফুল দেখিনি। তবে সেদিন হঠাৎ করে আমার বাসায় একটি পাথরকুচির গাছে ফুল দেখে এ রকম আমিও রীতিমত অবাক হয়ে গিয়েছিলাম। যাইহোক আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 110332.27
ETH 3861.19
USDT 1.00
SBD 0.61