অবশেষে তাহাকে পাইলাম 💪😊

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলের সৃষ্টিকর্তার পরম কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ, আমিও চলছি প্রকৃতির নিয়মেই। প্রতিদিন আকাশটা মেঘলা হয়ে থাকছে ,মাঝেমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টিও নামছে কিন্তু গরমের ভাবটা একদমই যাচ্ছে না।

এখন পর্যন্ত মোটামুটি ছয় বার ইন্ডিয়ান ভিসা করতে দিয়েছি। কখনোই কোন ঝামেলায় পড়তে হয়নি। একরকম বলা যায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবার ভিসা পেয়ে গিয়েছি। কিন্তু কিছুদিন আগে যখন ভিসাটা করতে দিলাম তখনও বুঝতে পারিনি এবার ভিসাটা পেতে এত দীর্ঘ সময় লেগে যাবে। প্রায় ৫২ দিন পর আমার ফোনে কনফার্মেশন মেসেজটা আসে পাসপোর্ট আনার জন্য। তাই আর দেরি না করে পাসপোর্ট টা আনতে চলে যাই নির্ধারিত সময়ে।

IMG20230814144912.jpg

Location

সত্যি বলতে হাতের কাছে পাসপোর্টটা না থাকার জন্য ভীষণ ঝামেলায় পড়তে হচ্ছে দুই মাস হল। কিছু দরকারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছি না পাসপোর্ট নেই বলে। সাধারণত ১৮ থেকে ২১ দিনের মধ্যেই ভিসা দিয়ে দেয়। আমিও সেটা ভেবেই ভিসাটা করতে দেই। তবে এবার যে এতটা লম্বা সময় লেগে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। একটা সময় তো বিরক্তই হয়ে গিয়েছিলাম। বারবার ভাবছিলাম, আমার ভিসা দরকার নেই, তবু পাসপোর্ট টা ফেরত চাই এবার।

IMG20230814144008.jpg

Location

আমাদের বগুড়াতে দুপুর দুইটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সময়। পূর্ব অভিজ্ঞতা থেকে দেখেছি যে শুরুর দিকে ভীষণ ভিড় হয়, তাই ইচ্ছে করেই একটু দেরি করে রওনা দিলাম। তবে এবার ভিসা সেন্টারের সামনে গিয়ে রীতিমতো অবাক হয়ে যাওয়ার মত কান্ড ঘটলো। একদম শুনশান নীরবতা, একটা মানুষও নেই আশেপাশে। রীতিমত ভয় পেয়ে গিয়েছিলাম যে অফিস বন্ধ হয়ে গেল কিনা! কিন্তু ভেতরে ঢুকে দেখি অফিসাররা নিজেদের মধ্যেই গল্প করছে বসে বসে। ভিসা নিতে একটা মানুষও ভেতরে নেই। যাই হোক আমি আমার পাসপোর্ট টা স্লিপ দেখিয়ে নিয়ে নিলাম।

IMG20230814144858.jpg

Location

সত্যি বলতে মনে ভয় ছিল যে ভিসা টা হয়তো লাগবে না এবার। কিন্তু ভাগ্যক্রমে দেখি লেগে গেছে ভিসা টা, হিহিহিহি। তবে এবার ইন্ডিয়া যাব কি যাব না তার কোন ঠিক নেই। আপাতত নিজের কাজ গুলো ঠিকঠাক মত সারতে পারলেই হলো। পাসপোর্ট টা হাতে পাওয়া খুব দরকার ছিল সবকিছু মিলিয়ে। আজ আর কথা বাড়াচ্ছি না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Sort:  
 last year 

আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগল। যাইহোক ভাইয়া একটু দেরিতে হলেও অবশেষে ভিসাতো পেলেন। অনেক সময় ভাগ্য ভালো হলে এমন হয় যে একেবারে লোকজনের চাপ থাকে না।যাইহোক ভিসা আনতে আপনাকে ঝামেলা পোহাতে হয় নাই জেনে অনেক ভালো লাগল।

 last year 

এটা ঠিক যে ভিসা জমা দেওয়ার সময় যতটা ঝামেলা হয়েছে, আনতে গিয়ে তার এক কানাও হয় নি। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

 last year 

দাদা অবশেষে তাহাকে পাইলাম টাইটেল টা দেখে প্রথমে ভাবলাম যে, হয়তো মনের মানুষকে পেয়েছেন। কিন্তু পোস্টটা পড়ে দেখি ভিন্ন মনের মানুষকে না পেয়ে দেখি ইন্ডিয়ান ভিসা পেয়েছেন।তবে মনের মানুষ পাওয়া আর ইন্ডিয়ান ভিসা পাওয়া বর্তমানে দুটোই অনেক কঠিন হয়ে গেছে। আপনার জন্য শুভকামনা রইল দাদা।

 last year 

মনের মানুষ দিয়ে কি হয় ভাই! সব তো মায়া, হাহাহাহাহা। ভিসা পাওয়া টা আজকাল সত্যিই অনেক কঠিন হয়ে গেছে। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 last year 

সত্যি বলেছেন দাদা সবকিছুই মায়া। খুবই ভালো লাগলো আমার মন্তব্য সুন্দর ফিডব্যাক প্রদানের জন্য।

 last year 

আসলে যে দেশী হোক না কেন বর্তমান সময়ে ভিসা পাওয়াটা যেন অনেক কঠিন একটা কাজ হয়ে গিয়েছে। লম্বা সময় পরেও যে আপনি ভিসা পেয়েছেন এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া।

 last year 

হ্যাঁ ভাই, এখন তো বেশির ভাগ ভিসাই রিজেক্ট হয়ে যাচ্ছে। সেদিক থেকে আমি লাকি বলা যায়। হিহিহিহি। অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ভিসা যখন হাতে পেয়েছেন তাই চট করে একবার ইন্ডিয়ায় ঘুরে আসুন ভাইয়া। তাহলে ভালো লাগবে। আসলে সরকারি দপ্তর গুলোর কাজে কোন গ্যারান্টি নেই। কখন জ্যাম থাকে আর কখন তারা গল্প করে এটা বোঝার ক্ষমতা জনগণের নেই। 😅

 last year 

সত্যি বলতে ইন্ডিয়া আর যেতে ইচ্ছে করেনা আপু। মন টানে না অতোটা। এর আগের ভিসা তে একবারও যাই নি,, এটা তেও যাওয়া হবে কিনা ঠিক নেই। সত্যি বলতে আমাদের এক আত্মীয়ের অসুস্থতার জন্যই ভিসা টা করতে দিয়েছিলাম। তাছাড়া করতেই দিতাম না। অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58729.26
ETH 2640.67
USDT 1.00
SBD 2.47