আরো একবার চলো ফিরে যাই 🎵🎶 || ফসিলস 🤟

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,,

আমার মনটা বড়ই অদ্ভুত। কখন কোন ধরনের গান ভালো লাগে তার কোন ঠিক ঠিকানা নেই। এক এক সময় এক এক রকম চাহিদা। হতে পারে আমাদের মনের পরিস্থিতি গুলোই হয়তো বা এর পেছনে পরোক্ষভাবে দায়ী। পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় একটা ব্যান্ডের নাম হল ফসিলস। যার অন্যতম লিড ভোকাল হলেন রুপম ইসলাম। সত্যি কথা বলতে আমি রূপম ইসলামের অনেক গান শুনেছি কিন্তু ফসিলস ব্যান্ড হিসেবে রূপম ইসলামের গান খুব একটা শুনিনি। বিভিন্ন মুভিতে রূপম ইসলামের গাওয়া গান গুলোই ভালোলাগার কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ইদানিং ইউটিউবে ঢুকলেই ফসিলসের দুই একটা গান না শুনলে যেন একদম শান্তিই পাই না। এর কারণটা এখনো আমার অজানা।

আমার একটা বড় আফসোস যে আমি সব ধরনের গান গাইতে পারি না। মানে আমার ইউকুলেলেতে বাজিয়ে গান গাইতে পারি না। একদম সহজ কর্ডসগুলো শুধুমাত্র পারি একটু একটু। রুপম ইসলামের বা ফসিলস ব্যান্ডের অন্যতম একটা জনপ্রিয় গান "আরো একবার চলো ফিরে যাই"। ব্যান্ডের গান যারা পছন্দ করেন আমার বিশ্বাস তারা সবাই এই গানটা একবার হলেও শুনেছেন। আজকে ফসিলসের এই বিখ্যাত গানের কিছুটা অংশ গিয়ে সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি।

যে কথাটা না বললেই নয়, ফসিলসের গানগুলো শুনতে অনেক সহজ মনে হলেও গাওয়াটা ভীষণ রকম কঠিন। আর আমার মত আনাড়ির কাছে তো অনেকটা দুঃসাহসের মত। তারপরেও ভালোলাগা থেকে চেষ্টা করেছি কিছুটা গাইতে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই চাওয়ায়।

এই গানের সব থেকে টাচিং ব্যাপারটা ছিল গানের কথাগুলো। আবার রিদিম টাও দারুণ। আমার মনে হয় ওরজিনাল গানটা একবার শুনলেও মন ভরবে না। কমপক্ষে দুইবার শুনতেই হয়। এই প্লাটফর্মে আসার পর থেকে গান গাওয়ার সাহসটা রীতিমতো দুঃসাহসে পরিণত হয়েছে। হিহিহিহি। তবে এসব কিছুই ভালো লেগে থাকে করা। এখানে বিন্দুমাত্র মিথ্যে নেই।

সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
ভালো থাকবেন এবং ভালো রাখবেন 🙏।
আর হ্যাঁ সুস্থ্য চিন্তাধারার সাথেই নিজেকে মানিয়ে নিয়ে চলতে চেষ্টা করবেন।

ধন্যবাদ ❤️❤️

Sort:  
 2 years ago 

বাহ....!!
ঠিক বলেছেন দাদা জীবন মন বড়ই অদ্ভুত ৷ কখনো কোন অনুভুতি খেলা করা বলা মুশকিল ৷ যা হোক বেশ সুন্দর একটি গান কভার করেছেন ৷ অনেক সুন্দর আর কিউট লাগছিল ৷ অনেক ধন্যবাদ দাদা ভাই

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাই,,, সময় দিয়ে আমার পাগলামো গুলো সহ্য করার জন্য। হিহিহিহি। ভালো থাকবেন।

 2 years ago 

রুমের লাইট অফ করে গানটি শুনলাম।দারুন লাগলো কিন্তু। খুব ভাল গান করেন ভাইয়া বলতেই হয়।আরো সুন্দর সুন্দর গান গাইবেন এই অপেক্ষায় রইলাম। ধন্যবাদ অবিরাম।🤗

 2 years ago 

হাহাহাহাহা,,, মাঝে মধ্যে পাগলামো করে গাই আপু। আপনাদের উৎসাহ আমার সব থেকে বড় অনুপ্রেরণা। দোয়া করবেন আমার জন্য,, আর অনেক ভালো থাকবেন আপু।

আসলে কিরকম গান শুনবো সেটা তো মুড এর উপর ডিপেন্ড করে। এটা সবার ক্ষেত্রেই একই রকম অর্থাৎ একেক রকম মুড এ এক এক রকম গান ভালো লাগে।

আমার একটা বড় আফসোস যে আমি সব ধরনের গান গাইতে পারি না।

আদেও কি সবাই সেটা পারে...?

যদিও আমি রুপম ইসলামের খুব বড় ফ্যান নই, তবে তার দুই একটা গান আমি শুনেছি এবং যেটা আজ আপনি গাইলেন সেটাও অনেকবার শুনেছি, বেশ ভালো লাগে। সত্যি কথা বলতে আপনি তো এর আগেও প্রচুর গান এখানে গেয়েছেন। আমি বেশ কিছু পোস্টে আপনার গান শুনেছি, খুব ভালো গান করেন আপনি এবং আজকেও যথেষ্ট সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন। আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমার তো মনে হয় রুপম ইসলামের এই গানটা যেই একবার শুনেছে তার কাছেই ভালো লেগেছে। সেরকম ধারারই গান এটা। অনেক ধন্যবাদ ভাই আপনার এত চমৎকার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই প্লাটফর্মে আসার পর থেকে গান গাওয়ার অভিজ্ঞতাটা আমারও বেশ ভালো হয়েছে। যদিও খুব একটা পারি না তারপরও কেমন জানি অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আপনার কন্ঠে গানটি প্রথমবার শুনলাম বেশ ভালো লেগেছে। সাথে গিটারটা তো দারুণ বাজিয়েছেন।

 2 years ago 

আপু আপনার গলায় ফোক দূর্দান্ত হয়। বলা যায় গড গিফটটেড। আমি তো আপনার অনেক বড় ফ্যান সত্যি। খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 109886.57
ETH 3850.67
USDT 1.00
SBD 0.60