আজ অক্ষয় তৃতীয়া এবং পবিত্র ঈদুল ফিতর ❤️
নমস্কার,,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই অক্ষয় তৃতীয়া এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আজ দুই ধর্মাবলম্বীদের জন্যই বিশেষ একটি দিন। সবাই নিজ নিজ ভাবে যে যার উৎসব পালন করছেন। আমি নিজেও এর বাইরে নেই। সকাল থেকে খুব একটা বাইরে যাওয়া হয়নি রৌদ্রের জন্য। তবে বিকালের দিকে বন্ধুদের সাথে বেরিয়েছিলাম। অনেকদিন পর সকল বন্ধুবান্ধব মিলে আড্ডা দিলাম। স্কুল-কলেজের এই বন্ধুদের সাথে আড্ডা দেয়ার যে ভালোলাগা সেটা কখনোই লিখে প্রকাশ করা সম্ভব নয়।
অনেকে অবশ্য অক্ষয় তৃতীয়া সম্পর্কে জানেন না। ছোট করে কয়েকটা কথা বলে নেই তাই। আজ আজ বৈশাখ মাসের শুক্লো পক্ষের তৃতীয়া তিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করে যে এই দিনে যে কোন শুভ কাজ আরম্ভ করলে সেটা অক্ষয় হয়ে থাকে এবং ফলপ্রসূ হয়ে থাকে। অনেকেই আজকের এই দিনে বাড়িতে পুজোর আয়োজন করে থাকেন। আবার অনেকে সোনা বা রুপোর গহনা কিনে থাকেন। প্রকৃতপক্ষে আজকের এই দিনে পৃথিবীতে জন্ম গ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। আবার এই দিনেই বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। আজকের এই দিনে সত্য যুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ যাত্রার জন্য রথ নির্মাণ কাজ শুরু হয়। সেজন্যই আজকের এই তিথিকে এত বিশেষ ভাবে মানা হয়। আরো অনেক কাহিনী হয়তো আছে যেগুলো আমার জানা নেই।
সৃষ্টিকর্তার পরম করুণা আছে আমাদের উপর সেটা মানতেই হবে। কয়েকদিনের তীব্র তাপদাহ গতকাল বিকাল থেকে যেন কয়েকটা দিনের জন্য ছুটি নিয়ে নিয়েছে। অক্ষয় তৃতীয়া এবং পবিত্র ঈদুল ফিতরে মানুষজনের যেন কোন ভোগান্তি না হয় সেজন্যই হয়তো ঈশ্বর এত সুন্দর আবহাওয়া দিয়েছেন। সবাই ভীষণ মজা করে দিন টা উদযাপন করতে পেরেছেন। এটাই হয়তো তার আপার মহিমা।
বিকালের দিকে যখন ঘুরছিলাম তখন দেখলাম ছোট বড় সবাই অনেক সুন্দর সাজুগুজু করে বেরিয়ে রিকশা নিয়ে ঘুরছে । অনেকে আবার বাইকে চড়ে ঘুরছে। এককথায় বললে যে যার মত করে পারে সেভাবেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে একে অপরের সাথে। প্রতিটা মুখে যেন হাসি লেগে ছিল। এই দৃশ্যগুলো যে কারো ভালো লাগতে বাধ্য। আজকের এই বিশেষ দিনে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে, বছরের প্রতিটা দিনই যেন আমরা এমন হাসি খুশি থাকতে পারি এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়ে বাঁচতে পারি।



সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে ঘোরাঘুরি করার মধ্যে সত্যি একেবারে অন্যরকম একটা অনুভূতি রয়েছে। আমিও এটাই কামনা করি যেন আমরা সবাই এভাবে একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়ে থাকতে পারি। ভালোই লেগেছে আপনার আজকের এই সম্পূর্ণ পোস্টটা পড়ে আমার কাছে। খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন সম্পূর্ণ পোস্টটি।
হ্যাঁ আপু,, ভালো থাকাটাই বড় কথা। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।