আজ বিশ্ব মা দিবস ❤️❤️❤️
নমস্কার,,
"মা"........। পৃথিবীর সব থেকে ছোট আর সব থেকে মধুর একটা শব্দ। সারা বিশ্বের যত মিষ্টি আছে সব যদি এক পাল্লায় রেখে ওজন করা হয়, আর অন্যপাশের পাল্লায় যদি মা শব্দটাকে রাখা হয়, তারপরেও মা শব্দ টা কে হয়তো এতটুকুও নড়চড় করতে পারবে না তার উচ্চতা থেকে। এর থেকে মিষ্টি কোন শব্দ হয়তো ঈশ্বর পৃথিবীতে তৈরি করেন নি। আর কোন দিন হবেও না। আজ ১৪ মে, বিশ্ব মা দিবস। তাই আজকের এই বিশেষ দিনে পৃথিবীর সকল মাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা।
মাঝে মধ্যে নিজের কাছে নিজেই অবাক হয়ে যাই যে, মাকে স্মরণ করা এবং মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন আছে কি আদৌ!! আমার কাছে তো বছরের প্রতিটা দিনই মায়ের জন্য। যে মানুষটাকে ছাড়া পৃথিবীতে আমি নিজে অর্থহীন, তার জন্য নিশ্চয়ই বছরের প্রতিটা দিন সমানভাবে অর্থবহ, তাই নয় কি ?
তবে বর্তমান প্রজন্ম একটু বেশি আধুনিক এইসব দিক থেকে। বিশেষ দিবস ছাড়া কেউ কাউকে মূল্যায়ন করতে জানেনা। অনেকটা অভিমান থেকেই এই কথাটা বলা। আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম মাকে নিয়ে স্ট্যাটাসের ছড়াছড়ি এবং ছবি পোস্ট করার ঝড় উঠে গিয়েছে। অথচ যে মানুষগুলো এসব করছে তারা সারা দিনে একটা বার নিজে থেকে মাকে ফোন করে মায়ের খোঁজ নেয় তো!! অন্যদিকে মা প্রতিবেলায় সন্তানের খোঁজ নিচ্ছেন নিজে থেকেই। কই, সন্তানকে ভালোবাসার জন্য তো বিশেষ কোন দিন আছে বলে মনে হয় না। এই জন্যই হয়তো মায়ের তুলনা শুধু মা নিজেই।
সোশ্যাল মিডিয়াতে লোক দেখানো এসব ভালোবাসা আমার কাছে একদম অর্থহীন লাগে। এর থেকে যদি মাকে গিয়ে একটা বার জড়িয়ে ধরা যায় অথবা দূর থেকে তাকে ফোন দিয়ে একটু মিষ্টি করে কথা বলে তার খোঁজ নেওয়া যায়, এইটুকু তেই বোধ হয় মায়েরা সব থেকে বেশি খুশি হয়। তাদের তো এর বেশি চাহিদা নেই আমাদের থেকে। আমরা কয়জনই বা মায়েদের এই সামান্য শান্তি টুকু দিতে পারছি!
আমার কাছে মনে হয় আমরা আধুনিকতার ছোঁয়া পেয়ে একটু বেশি অতি আধুনিক হয়ে গিয়েছি। আর সে কারণেই হয়তো সঠিক মূল্যটা সঠিক জায়গায় দিতে পারি না।
আজকের এই বিশেষ দিনে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যেন, পৃথিবীর সকল মা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর আমরা যারা সন্তানেরা আছি, তারা যেন ভুল করেও কখনো মায়ের মনে কষ্ট না দেই। নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, মায়ের কথা না শুনলে প্রতি পদে পদে পস্তাতে হয়। মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে না। তাই মায়ের কথা শুনে চলে যেন নিজের জীবনটাকে পূর্ণ করতে পারি এবং মায়ের মুখটা সর্বদা হাস্যজ্জল রাখতে পারি। এটাই ঈশ্বরের কাছে চাওয়া।


কথাগুলো পরে কখন যে দু চোখের কোনায় জল এসে বাসা বেধেছে তা বুঝতেই পারেনি। কারণ দাদা আমার তো মা নেই। তবুও দোয়া করি পৃথিবীর সকল মারা ভালো থাকুক।
আপু আপনিই তো এখন একজন মা। তাই মন খারাপ করবেন না একদম। 🙏❤️
মা তো মাই, মায়ের সাথে পৃথিবীর কিছুরি তুলনা হয় না। তবে আপনার এই কথাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে স্যোশাল মিডিয়াতে সবাই মাকে নিয়ে লিখছে, তবে একটা ফোন দিয়ে খবর নিয়েছে কি না সেটা জানা দরকার। আর মাকে ভালোবাসতে কোন দিন লাগে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা। ধন্যবাদ আপনাকে সুন্দর লিখেছেন।
খুব ভালো লাগলো আপু আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন 🙏❤️
ঠিকই বলেছেন দাদা, আপনার মত আমার কাছে ও মনে হয় প্রত্যেকটা দিনই যেন মায়ের জন্য।।
শুধু মা দিবসকে কেন্দ্র করে একদিনে কিছু ভালো কথা কিছু ভালো ফটো শেয়ার করে মায়ের জন্য কখনো ভালোবাসা প্রকাশ পায় না।।
অনেক সুন্দর লিখেছেন আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে।।
সৃষ্টিকর্তার কাছে এটাই চাওয়া থাকবে যেন পৃথিবীর সকল মা ভালো থাকে।।
ওসব লোক দেখানো কাণ্ডে কি আর মায়ের মন ভালো হয় তাই! এটা যদি কেউ বুঝতে পারতো! অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভালো লাগলো খুব।
আমি প্রথমেই প্রার্থনা করি পৃথিবীর সকল মা ভালো থাকুক এবং সুস্থ থাকুক। মা হচ্ছে পৃথিবীর অমূল্য সম্পদ। দাদা আপনি চমৎকার লিখেছেন আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ লিমন ভাই। এভাবেই পাশে থাকবেন সবসময়।
হ্যাঁ দাদা ঠিক বলেছেন যে মাকে ভালোবাসার জন্য কোনো দিন ক্ষন প্রয়োজন নেই ৷ মা সে তো আমার ধরনী ৷ যার গর্ভে ১০ মাস ১০ দিন ধারন করে এমন সুন্দর পৃথিবী তে আনলেন ৷৷ তার তুলনা কিছু আছে বলে মনে হয় না ৷ তাই তো মা আমার পুরো পৃথিবী ৷ ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা ৷
ভালো লাগলো কথা গুলো ভাই। অনেক ভালো থাকবেন। আর এভাবেই পাশে থাকবেন সবসময়।
একদমই তাই , মায়েদের জন্য কোন আলাদা দিনের প্রয়োজন হয় না, প্রতিটা দিনই মায়েদের জন্য । আসলেই এখন অনেকটা লোক দেখানো ব্যাপার হয়ে গেছে ,হয়তো যে ছেলে বা মেয়েটা প্রতিমুহূর্তে মায়ের সাথে প্রচন্ড পরিমাণে খারাপ ব্যবহার করে যাচ্ছে, সেও আজ লোক দেখানোর জন্য মায়ের সাথে একটা ছবি শেয়ার করে ফেলেছে। আমারও আপনার মতন একই মতামত, মায়েদেরকে ভালো রাখতে না পারলেও কখনোই কষ্ট দেয়া উচিত না। আপনার পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো।
যাঁরা আসলে সত্যিকারে মায়ের অত খোঁজ খবর নেয় না, তারাই বোধ হয় লোক দেখানোর জন্য এসব করে। আমার তো তাই মনে হয়। আর্টিফিশিয়াল সব কিছুতেই এদের বেশি আনন্দ।
হ্যাঁ ভাই, এটা ঠিক।
তবে আমিও হোয়াটসঅ্যাপ এ মায়ের সাথে একটা স্ট্যাটাস দিয়েছিলাম🙂।
সবাইকে তো আর এক পাল্লায় মাপলে চলবে না। 😊😊
তা অবশ্য ঠিক 🥰।
আপনি ঠিক বলছেন মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিন লাগে না। প্রতিদিনই আমার কাছে মাতৃত্ব দিবস মনে হয়। আসলে সোশ্যাল মিডিয়াতে এত বেশি যারা বাড়াবাড়ি করেন তারা আসলে একদম ফাও লোক বলতে হয়। এমন কিছু কিছু লোকজন আছে যারা লোক দেখানোর জন্য অনেক বেশি অভিনয় করে থাকেন। যারা রিয়েলিটি ধরে রাখেন তারা এত বেশি মাতামাতি করেন না। আপনি অনেক সুন্দর লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো। পৃথিবীর সকল মা ভালো থাকুক। জীবনের চলার পথে প্রতিটি দিন হয়ে উঠুক মাতৃত্ব দিবস।
একদম মনের কথা গুলো বলেছেন আপু। খুব ভালো লাগলো এত চমৎকার একটা মন্তব্য পেয়ে। অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
আমার কাছে তো তাইই মনে হয়। মায়েদের জন্য আসলে স্পেশাল কোনো দিন হতে নেই, প্রত্যেকদিনই মাতৃ দিবস।
আসলে মা আমাদের জন্ম দিয়েছে সেই ঋণ তো আমরা কখনোই শোধ করতে পারব না।তবে মানুষটাকে প্রতিনিয়ত ভালবেসে কিছুটা হলেও তার মনে শান্তি দেওয়ার চেষ্টা তো করতেই পারি আমরা সবাই। আপনি মায়ের হাতে এক কোটি টাকা ধরিয়ে দিন আর অন্যদিকে যদি মাকে বলেন যে মা তুমি কি খেয়েছ...? তোমার শরীর কি ভালো আছে...? তাহলে দেখবেন কোনটাতে মা বেশি খুশি হয়।
মাকে নিয়ে লেখা আপনার প্রত্যেকটা কথা আমার কাছে অর্থবহ এবং যুক্তিযুক্ত মনে হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার কথা আর বলবেন না, ওটা একটা রোগ। হা হা হা...
আমি যখন বাইরে থাকতাম তখন রোজ সন্ধ্যায় মায়ের এই খোঁজ নিতাম। মায়ের যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করতো তখন। মা এমন একটা মানুষ, যাকে আসলে কোন কিছু দিয়ে তুলনা করার মত জিনিস পৃথিবীতে পাঠান নি আর ভগবান। 🙏🙏🙏