শেষ রাতের গল্প

নমস্কার,,

এই ব্লগটা যখন লিখছি আমার ঘড়িতে তখন রাত তিনটা বেজে পনের মিনিট। অনেক দিন পর এমন রাত জাগলাম। হয়তো পাখি দের সাথে আমিও আজ ভোর দেখবো। একটা বিশেষ কাজ ছিল আজ। ওটা শেষ করতে নিয়ে বেশ রাত হয়ে গেল। হালকা খিদেও পেয়ে গেল। ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না। এমনি খুচরো কিছু। ফ্রিজে দেখলাম দুটো চকোলেট রাখা আছে। সেখান থেকে একটা নিয়ে খেয়ে জল খেয়ে নিলাম। ঘুম আসছে না আর। ইউটিউব দেখতে দেখতে একটা মুভি সামনে এসে গেল। নাম বেস্ট ফ্রেন্ড ফ্রম হেভেন। টুক করে একটা ক্লিক করে ফেললাম। আর একটু একটু করে মুভিটাও ভালো লাগতে শুরু করলো।

IMG_20230826_035308.jpg

IMG20230618004340.jpg

Location

মুভিটার কাহিনী অনেকটাই কাল্পনিক। তবে বাস্তবের সাথে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। এই যেমন ধরুন, আমরা যারা বাড়িতে ছোট কুকুর ছানা পুষতে পছন্দ করি, অথবা পাখি, অথবা খরগোশ, তাদের এই প্রাণী গুলোর প্রতি একটা আলাদা ভালোলাগা, ভালোবাসা, স্নেহ কাজ করে। কোন কারণে যদি পোষা ঐ প্রাণীর কোন রকম ক্ষতি হয় তাহলে আমাদের কষ্টের শেষ থাকে না। ঠিক তেমন টাই ঘটেছিল এই মুভিতে। যে নায়িকা চরিত্রে অভিনয় করছিল তার পোষা কুকুর টা রোড অ্যাকসিডেন্ট হয়ে মারা যায়। আর ঐ দিনই মেয়েটার বিয়ের অনুষ্ঠান ছিল। কিন্তু সে এতোটাই কষ্ট পায় যে তার কুকুরের শোকে বিয়েই বাতিল করে দেয় এবং তার বাড়ি ছেড়ে অন্য শহরে বাস করতে শুরু করে।

IMG20230618004521.jpg

IMG20230618004300.jpg

Location

আর কুকুর টা মারা যাওয়ার পর যখন স্বর্গ থেকে দেখতে পায় যে তার জন্য মেয়েটা এতোটা কষ্ট পাচ্ছে, তখন সে স্বর্গ থেকে নেমে আসে। মজার ব্যাপার যে কুকুরটা টা কেউ দেখতে পায় না। কিন্তু সে ছেলে অ্যাকসিডেন্ট করেছিল কুকুরের সাথে শুধু মাত্র সেই তাকে দেখতে পায়। আর তার কথাও শুনতে পায়। তারপর তারা দুজনে মিলে মেয়েটার আবার বিয়ের অনুষ্ঠানে করার প্ল্যান করতে শুরু করে। এই নিয়েই মূলত মুভিটা। এক কথায় বেশ হাসির আর মজার একটা মুভি। শুরু থেকে শেষ অবধি একটুও বোরিং লাগে নি।

IMG20230618005420.jpg

IMG20230618005501.jpg

Location

সব থেকে মজার ব্যাপার হলো এই সিনেমার হিরোইনকে আমার খুব মিষ্টি লাগছিল দেখতে। আর সে জন্যই হয়তো মুভিটা দেখার প্রতি ভালো লাগাটা আরো বেড়ে গিয়েছিল। হিহিহিহি। হাতে ফ্রী সময় থাকলে আপনারাও দেখতে পারেন মুভিটা। আশা করি মন্দ লাগবে না। যাই হোক প্রায় ভোর হতে চললো। চোখটাও লেগে আসছে ধীরে ধীরে। আজ আর লিখছি না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সবসময়, এটাই প্রার্থনা করি।

Sort:  
 last year 

মুভিটা বেশ চমৎকার উপভোগ করছেন আপনি । নিশ্চয়ই সময় পেলে আপনার এই চমৎকার মুভিটি দেখে নেবো নিশ্চয়ই। চকলেট খেয়ে বেশ দুর্দান্ত মুভি উপভোগ করছেন শুনে সত্যিই ভালো লাগলো। আসলে মাঝে মাঝে আমারও যখন ঘুম আসে না তখন ইউটিউব থেকে এই ধরনের মুভি দেখে থাকি । আপনার উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

এমন মুভি মাঝে মধ্যে দেখতে মন্দ লাগে না একদমই। অনেক ধন্যবাদ ভাই।

 last year 

ভাই বেশি রাত জাগা কিন্তু শরীর এর জন্য ভালো না। যাক দারুণ এক মুভি উপভোগ করেছেন আপনি। শেষে মেয়েটার বিয়েটা হয়েছিলো কার সাথে? আমি ভাবছিলাম যে ছেলে কুকুরটাকে দেখতে পেয়েছে তার সাথেই হবে। ছবির হিরোইন আসলেই মিষ্টি দেখতে।

 last year 

সত্যি বলতে কাজের প্রয়োজনেই মাঝে মধ্যে রাত জাগা হয় ভাই। তবে এখন আবার কমিয়ে দিয়েছি। অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন সবসময়।

 last year 

আপনি সুন্দর একটা মুভি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাই। আসলে আমাকেও হিরোইনকে ভালো লাগছে😍😍 মুভিটা বেশ চমৎকার মনে হচ্ছে। সময় পেলে মুভিটা দেখে নিবো ভাই। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ধন্যবাদ ভাই সুন্দর করে আপনার মন্তব্য দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

আমি তো বুঝতে পারছি আপনি কেন মুভিটা দেখেছন। হিরোইনকে সুন্দর লেগেছে তাই তাকে দেখেতে দেখতে ফুলমুভিটাই শেষ করে দিলেন। তাকে বাস্তাবে পেলে আমি বলতাম সজিব ভাই আপনার জন্য রাত জেগে বসেছিল,হা হা হা। ধন্যবাদ।

 last year 

হাহাহাহাহা,,, আপনাকেই তো খুঁজছিজাল ভাই,, আসলে হিরোইন সুন্দর হলে মুভি ভালো না লাগার কোন অপশন থাকে না আর। হিহিহি। অনেক ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42