আবার একদিন ঠিকই দেখা হবে

নমস্কার,,

নিয়মিত পোস্ট করা হচ্ছে না , কমেন্টস করা হচ্ছে না বেশ কিছুদিন হয়ে গেল। আসলে নিজের কাজে এতোটাই প্রেসারে আছি কিছু দিন হলো যে যেটুকু অবসর সময় পাই ওটুকু চোখ বুজে থাকতেই বেশি ভালো লাগে। ছোট একটা মাথায় আর কতখানিই বা চাপ নেওয়া যায়! আপাতত ব্লগিং নিয়ে কিছুই ভাবছি না তাই। যা হচ্ছে হোক, এটা পরেও গুছিয়ে নেওয়া যাবে ঠিক। তবে মাঝে মধ্যে খুব মিস করি এই পরিবার টাকে। কত মজা করে সময় কাটাতাম সবার সাথে। আর এখন কেমন দূরে সরে আছি।

একটা গল্প লিখতে শুরু করেছিলাম কিছুদিন হলো। সময়ের অভাবে সেটাও শেষ করতে পারছি না। তবে কোন কিছু বাকি রাখবো না, ধীরে ধীরে মনের সব ইচ্ছেই পূরণ করার চেষ্টা করব। আজ একটা ছোট্ট লেখা চোখের সামনে পেলাম। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে। লেখাটা সামনে আসতেই পর পর দুই বার চোখ বুলিয়ে নিলাম, বেশ ভালো লাগছিল কেন যেন। তারপর একবার নিজে নিজেই গলা দিয়ে আওয়াজ করতে লাগলাম। ভাবলাম এটা পোস্ট করব আজ। অনেকেই হয়তো লেখাটা পড়ে নি। সাহিত্য প্রেমী মানুষ দের অবশ্যই ভালো লাগার কথা এই কবিতা টা। আর হ্যাঁ, আজকের কবিতার সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক টা দিয়েছি ওটা আমি নিজে বাজিয়ে অ্যাড করেছি।

আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও ,কোথাও
পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর,
কিংবা শতাব্দী পেরিয়ে
একদিন কোথাও।

দেখা হবে, একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে
না জানুক অন্যেরা সে কথা, আমি জানি
তোমাকেও জানিয়ে রাখলুম।

সেদিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না
ভ্রুভঙ্গিতে থাকবে না ক্রধের চিহ্ন
চোখে ঝরবে জলধারা
হাতে হাত রাখার উৎসবে

দেখা হবে, আবার একদিন দেখা হবে।

কিছু কিছু লেখা বড্ড বেশি বাস্তব লাগে। মনে হয় ঘটনা গুলো যেন চোখের সামনে ঘটছে অথবা কখনো ঘটবে। কি অদ্ভূত একটা সাসপেন্স থাকে লেখায়। মজার ব্যাপার কোন কঠিন শব্দে এগুলো লেখা নয়। একদম মনের সহজ স্বীকারোক্তি যেন। ঈশ্বর এত প্রতিভা মানুষকে কি করে দেন! ভীষণ অবাক হয়ে যাই। তবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কোন কবিতা এটাই আমি প্রথম পড়লাম। ইচ্ছে আছে সামনে আরো কিছু পড়ার। আর আপনাদের সবারই হয়তো এই কবিতা টা পছন্দ হবে।

Sort:  
 last year 

সাহিত্য প্রেমী কিনা ঠিক জানি না তবে কবিতাটি খুব ভালো লেগেছে।ভালো লাগা সবকিছুই বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তার প্রমান আজ আপনার কবিতা শুনে বুঝলাম।শুরু হতে না হতেই শেষ।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর মিউজিকটিও কবিতার পাশে বেশ মানিয়েছে।

 last year 

লেখাটা আসলেই অনেক ছোট্ট আপু। আর তাই জন্যই হয়তো একটু বেশি ভালো লেগেছে সবটা। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য আপু। আর কবিতার মিউজিকটা আমি নিজেই গিটার বাজিয়ে দিয়েছি।

 last year (edited)

সত্যি বলেছেন ভাইয়া ভালো লাগা জিনিস গুলো সহজেই হারিয়ে যায়।আর লিখতে গেলে বারবার চোখের সামনে সেই কথা গুলো ভেসে উঠে।আপনার কণ্ঠে কবিতা আবৃত্তি শোনে অনেক ভালো লাগে।ধন্যবাদ ভাইয়া সু্ন্দর লিখেছেন।

 last year 

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56697.29
ETH 2390.51
USDT 1.00
SBD 2.29