পরিবর্তনই জগতের নিয়ম

নমস্কার,,

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নিজে শারীরিকভাবে বেশ অসুস্থ ছিলাম। এক রকম বিছানায় পড়ে থাকার মতই প্রায় চার-পাঁচটা দিন ছিল। ঘাড় এবং পিঠের মারাত্মক ব্যথায় খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তবে আপনাদের সকলের আশীর্বাদে এখন আগের থেকে অনেকটা ভালো আছি।

সত্যি বলতে এখন যদি কেউ জিজ্ঞেস করে আমি সব থেকে বেশি কোথায় সময় কোথায় ব্যয় করছি, তাহলে এক কথায় বলতে হয় নিজের পিছনে নিজের সময়টা সবথেকে বেশি দেওয়ার চেষ্টা করছি। নিজের অপূর্ণ স্বপ্নগুলোকে শেষ বেলায় ধরার চেষ্টা করছি। সফলতা দেওয়ার মালিক একজন। আমি শুধু আমার চেষ্টা টুকুই করে যাচ্ছি। আর এজন্যই অন্য সব দিকে সময়টা কম দেয়া হচ্ছে। ডিসকর্ড থেকে শুরু করে নিজে পোস্ট করা এবং অন্যের পোস্ট পড়া সবকিছুই বন্ধ আছে একরকম।

IMG20230724170053.jpg

Location

কখনো স্থির হয়ে বসে বসে ভাবি সময় আমাদের কতটা পরিবর্তন করে দেয়। আগে কি ছিলাম আর এখন কি হচ্ছি, আগে কেমন ভাবতাম আর এখন কেমন ভাবছি, আগে কিভাবে মিশতাম আর এখন কিভাবে মিশি, সবকিছুতেই বেশ ভালো রকমের পরিবর্তন হয়েছে। অথচ মানুষটা কিন্তু আমি সেই একই রয়ে গেছি।

দিন শেষে পরিবর্তনই জগতের নিয়ম। আজ যা আছে কাল তার ব্যতিক্রম ঘটবে, আজ যে যার জায়গা দখল করে আছে কাল সেখানে অন্য কেউ এসে বসবে, এটাই প্রকৃতির নিয়ম। কেউ কখনো তার জায়গায় চিরস্থায়ী নয়। এই পরিবর্তনটা আমাদের সবার সাথেই হয় এবং আমাদেরকে মেনে নিতে হয়।

IMG20230723142638.jpg

IMG20230723185654.jpg

Location

কিছুদিন আগে যখন নিজের প্রয়োজনীয় কাজে বগুড়া যাচ্ছিলাম, মহাসড়কের দুই পাশের পরিবর্তনগুলো একদম চোখে পড়ার মতো ছিল আমার কাছে। আজ থেকে পাঁচ বছর আগেও এতটা আমূল পরিবর্তন হয়নি। বগুড়ার সেই বিখ্যাত ফয়তালি ব্রিজ টাও আর নেই। সেখানে নতুন আঙ্গিকে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। চারপাশের সব কিছুতেই যেন পরিবর্তনের ছোঁয়া। তবে একটা কথা বলতেই হয়, যা হচ্ছে সেটা সত্যিই ভালো হচ্ছে।

কখনো কখনো কিছু কিছু পরিবর্তন আমরা সহজে মেনে নিতে পারি না। ভেতরে ভেতরে মারাত্মক রকমের ভুগতে থাকি। কিন্তু ওই পরিবর্তনটা যে কতটা দরকার ছিল সেটা হয়তো আরো কিছুটা সময় পর আমরা অনুধাবন করতে পারি। আর এজন্যই হয়তো জ্ঞানীরা বলেন সময়ের সাথে নিজেকে তাল মিলিয়ে চলাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। এতে নিজেরও মঙ্গল আর আশেপাশের সবারও মঙ্গল।

Sort:  
 9 months ago 

আসলে এই সময় গুলো কিভাবে পার হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারি না। আপনাকে বেশ অনেকদিন পর দেখলাম। আমিও নিজের কাজে ব্যস্ত সেজন্যই কমিউনিটিতে খুব বেশি একটা সময় দিতে পারি না। তবে চেষ্টা করি প্রতিনিয়ত পোস্ট করার।আসলে এটা ঠিক বলেছেন আগে একটা সময় এক রকম গিয়েছে কিন্তু বর্তমান সময়টা ভিন্ন রকম। আগে যেভাবে সবার সাথে মেলামেশা করা হতো এখন হয়তোবা সেই সময় গুলো একদম বদলে গেছে। পরিবর্তনটা যদি ভালোর জন্য হয় তাহলে মন্দ নেই। ভালো করার মত পরিবর্তন জীবনে আসা দরকার।

অনেক সুন্দর করে গুছিয়ে কথা গুলো লিখেছেন আপু। সত্যি অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু।

 9 months ago 

অনেকদিন পর আপনার ব্লগ দেখতে পারলাম। সত্যি ভাইয়া সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়।কিছু কিছু পরিবর্তন মেনে নেওয়া কঠিন আবার কিছু পরিবর্তন আমাদের ভালোর জন্যই হয়তো হয়। যেমনটা রাস্তার হচ্ছে। এটা আমাদের সবার ভালই হবে।ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

আসলে এখন আর আগের মত এখানে থাকি না আপু নিজের কিছু ঝামেলার জন্য। আর কিছুটা সময় পর আবার আগের মত ফিরে আসবো হয়তো। দোয়া করবেন আপু। আর অনেক ভালো থাকবেন। সত্যি ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।

 9 months ago 

খুব অসুস্থ ছিলেন তাই আপনার ব্লগ দেখতে পাইনি।তবে আপনি আজ পরিবর্তনের কথা বললেন এটা ঠিক।পরিবর্তন জগতেরই নিয়ম।আমরা মানুষটা একই মানুষ কিন্তু পরিবর্তনের কারনে ভিন্নতা দেখা দেয়।এই পরিবর্তন গুলো হয়তো আমরা মেনে নিতে পারিনা।কিন্তু এই পরিবর্তনের আবার দরকার ও আছে।সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেয়াটাই বুদ্ধিমানের কাজ।ধন্যবাদ ভাইয়া আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য। পরিশেষে আপনার সুস্থতা কামনা করছি।

Posted using SteemPro Mobile

বাহ্ বেশ বলেছেন আপু। ভালো থাকবেন সবসময়। অনেক ধন্যবাদ।

 9 months ago 

পরিবর্তন হবে এটা স্বাভাবিক। কিন্তু আপনি বললেন না কখনো কখনো কিছু পরিবর্তন আমরা মেনে নিতে পারিনা। এই কথাটা একেবারেই ঠিক। আপনার মতো আমিও এটা ভেবে দেখি আসলেই আমি আগে কী ছিলাম এখন কী হয়ে গেছি। আগের মতো এখন মুখে সেই হাসিটাও আর নেই হা হা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। আশাকরছি সুস্থ‍্য হয়ে যাবেন দ্রুত।

Posted using SteemPro Mobile

সময় আমাদের সব কিছু মানিয়ে দেয় ভাই। দুনিয়া টা বড়ই অদ্ভুত। যাইহোক আপনার মন্তব্য সবসময় অনেক ভালো লাগে আমার। ভালো থাকবেন সবসময়।

 9 months ago 

পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। প্রতিনিয়তই আমরা কিন্তু অনেক কিছু পরিবর্তন করে ফেলছি। এমন কি পরিবর্তন আমাদের জীবনকে প্রভাবিত করছে। প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করি। তবে কোনো পরিবর্তন যদি জীবনের মোড় ঘুরিয়ে জীবনকে সুন্দরভাবে পরিচালিত করে তখন সেই পরিবর্তন জীবনে আসা দরকার।

বাহ্ বেশ বলেছেন তো ভাই। আর সত্যি বলতে ভালো কিছুর জন্য পরিবর্তনটা সত্যিই খুব দরকার। অনেক ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একদম ঠিক বলেছেন কিছু কিছু পরিবর্তন আমরা মেনে নিতে পারি না কিন্তুু পরিবর্তনটার প্রেয়োজনীয়তা আমরা পরে উপলব্ধি করতে পারি।সত্যি যা হচ্ছে খুব ভালোই হচ্ছে। বগুড়ার রাস্তা গুলো সত্যি খুব ভালো হয়েছে। ধন্যবাদ পোষ্ট টি করার জন্য।

অনেক ধন্যবাদ দিদি অল্প কথায় গুছিয়ে খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য। ভালো থাকবেন সবসময় দিদি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54260.52
ETH 2284.10
USDT 1.00
SBD 2.30