আমার মেঘ - বৃষ্টি ❤️
নমস্কার,,
সকালের দিকে হঠাৎ ফোনের স্ক্রীনে ভেসে উঠলো আবহাওয়ার পূর্বাভাস। ভিতরে ঢুকে সারা দিনের অবস্থা টা দেখার চেষ্টা করলাম। দেখি একদম জোরালো ভাবে বলে দিয়েছে বিকাল তিনটার পর পর বৃষ্টি হবেই হবে। এক দিক দিয়ে ভালো লাগলো। আসলে বৃষ্টি ভালোবাসে না এমন কেউ নেই। আর অলস ভাবে বাড়িতে বসে থাকলে বৃষ্টিটা একটা ভালো সঙ্গী হয়। তাই অপেক্ষায় ছিলাম সেই মুহূর্তটার জন্য সকাল থেকেই।
দুপুরের খাওয়া শেষ করে ফোন টা হাতে নিয়ে গেম খেলছি। আকাশে মেঘের লক্ষণ খুব একটা ছিল না। ভাবলাম বৃষ্টির দেখা আর আজকে পাব না। সবাই শুধু ফাঁকি দেয়। দশ পনের মিনিটের মাঝে চোখের পলকে চারপাশ টা কালো মেঘে ছেয়ে গেল। আর আচমকা এমন একটা বাতাস উঠে গেল যে বাইরের যত ধুলো সব যেন আমার ঘরে এসে ঢুকলো। তারাহুরো করে জানালা লাগিয়েই চলে গেলাম ছাদে। কি অদ্ভূত একটা ঠান্ডা বাতাস বইছিল। পুরো শরীর যেন জুড়িয়ে গেল।
তুমুল বাতাস বইছিল অনেক্ষণ ধরে। বৃষ্টির কোন লক্ষণ ছিল না। আমি মেঘ বাতাসের কিছু ছবি তুললাম। আর ছোট্ট একটা ভিডিও করলাম। প্রায় পঁচিশ মিনিট পর বৃষ্টির বড় বড় ফোঁটা শরীরে পড়তে লাগলো। ফোনটা পকেটে নিয়ে কিছুক্ষণ গায়ে মাখলাম সেই স্পর্শ টা। সবে একটু ভিজতে নিয়েছি আর মা নিচে থেকে ডাকতে শুরু করে দিল। আসলে কয়েকদিন টানা দৌড়াদৌড়ি করেছি এবং গরমে ঘেমেছি , তাই অল্পতেই ঠান্ডা লাগার একটা ভয় ছিল। এজন্য লক্ষ্মী ছেলের মত মায়ের কথা শুনে নিচে চলে গেলাম।
সন্ধ্যা পর্যন্ত টানা বৃষ্টি হলো। আমি সিড়ির ঘরে দাড়িয়ে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ টা শুনলাম। এটা এক অন্য রকম ভালো লাগা। মনে হচ্ছিল আমার ভেতরের মেঘ টাও যদি এভাবে ঝড়তে পারতো কখনো তাহলে হয়তো আমিও একটু শান্ত হতে পারতাম। কবে ঝড়বে সেই বৃষ্টি! প্রতিনিয়ত তার অপেক্ষা করে চলেছি।
ভাইয়া ছাদে গিয়ে জোরে কান্না শুরু করে দেন তাহলে আপনার ভিতরে জমে থাকা মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আবার খেয়াল রাখবেন সেই বৃষ্টিতে অন্য কেউ যেন ভিজে না যায়😆। আপনার বৃষ্টির ভিডিও দেখে খুব ভালো লাগলো। বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করে কিন্তু ঠান্ডা লাগার ভয়ে ভেজা হয় না। আমাদের এদিকেও দুদিন ধরে প্রায় সময় বৃষ্টি হচ্ছে। এই সময়টা খুব ভালো লাগে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
হাহাহাহা,, দারুন বলেছেন আপু। যদি সত্যি এভাবে নিজেকে একটু হালকা করতে পারতাম,,, অনেক শান্তি পেতাম। খুব ভালো লাগলো এত সুন্দর একটা মন্তব্য পেয়ে। অনেক ভালো থাকবেন আপু।
আপনার করা ভিডিওর সাথে গানটা অনেক সুন্দর মানিয়েছে। তবে এরকম সরাসরি গান দিলে কপিরাইট হয় না ইউটিউবে....?
আমি তো বেশ কয়েকদিন ধরে বৃষ্টির জন্য অপেক্ষায় বসে রয়েছি, কিন্তু তেমন কোন পূর্বাভাস তো পাচ্ছি না।তবে আপনার ইচ্ছা তো একটু পূরণ হলো। আসলে বৃষ্টি হলে আমাকে ছাদে যেতে দেয় না, বাজ পড়ার ভয়ে।
আসলে ভাই অনেক সময় কপি রাইট ক্লেম করে, আবার অনেক সময় করে না। আমি চাপ নেই না এসব নিয়ে,, নিজের মন যা চায় তাই করি। হাহাহাহা,, আর বাজ পরার ভয় টা আমার মধ্যেও খুব কাজ করে। আমার এক আত্মীয় এভাবে মারা গিয়েছে বেশ কিছু বছর আগে। তারপর থেকেই ভয় টা । তবুও ভালো লাগা থেকে মাঝে মধ্যে নিজের অজান্তেই চলে যাই।
দাদা খুবই সুন্দর একটি পোস্ট লিখেছেন। আসলে এরকম মেঘলা দিনে ঠান্ডা বাতাস যখন শরীরে লাগে তখন শরীরটা এমনিতেই প্রাণবন্ত হয়ে ওঠে। তুমুল বাতাস ও বৃষ্টির মুহূর্তের দারুন অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য। ভালো থাকবেন সবসময়।
একদমই তাই, বৃষ্টি ভালোবাসে না এমন কেউ হয়তো নেই। আপনি তো দেখছি বেশ ভালোই আবহাওয়া টা উপভোগ করেছেন। তবে আপনি তো দেখছি খুবই লক্ষ্মী ছেলে।
লাইন গুলো পড়ে কেমন যেন আমার ভিতরের মেঘটাও নাড়া দিয়ে উঠলো। খুবই ভালো লাগলো পোষ্টটি পড়ে।
আমি তো সত্যিই লক্ষ্মী ছেলে , যে নিজের ঢোল নিজে পেটায়। হিহিহিহি।
আসলে আমাদের ভেতরের এই মেঘ গুলো ভীষণ যন্ত্রণা দেয় মাঝে মধ্যে। না সইতে পারি, না বলতে পারি।
একদমই তাই, এগুলো না কাউকে বলা যায় আর না মন থেকে ঝেড়ে ফেলা যায়। ভীষণই যন্ত্রণাদায়ক।