সরস্বতী পুজো ।। বাঙালির বাঙ্গালীর ভ্যালেন্টাইনস ডে 🥰

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইনস ডে
সারাদিন মাস্তি নেচে আর গেয়ে 😊

IMG20230126192404.jpg
Location

ছোটবেলা থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত সরস্বতী পুজোর দিনটা আমাদের জীবনে একটা বিশেষ দিন হয়ে থাকে সবসময়। তার মানে এমন নয় যে এরপর আর কোন বিশেষত্ব থাকে না। আমি বোঝাতে চেয়েছি যে স্টুডেন্ট লাইফে সরস্বতী পুজোটা কিভাবে আমাদেরকে রাঙিয়ে তোলে। স্কুল বা হাই স্কুলের মজাটা একরকম। আবার কলেজ বা ইউনিভার্সিটি লাইফের মজাটা আরেক রকম।

ছোটবেলায় সরস্বতী পূজা আসলেই নানান কাজে ব্যস্ত হয়ে পরতাম। প্যান্ডেল করা, পূজোর বাজার করা থেকে আরো কত আয়োজন নিয়ে দৌড়াদৌড়ি নিয়ে থাকতাম। লক্ষ্যটা তখন ছিল এমন যে, মা সরস্বতী বিদ্যার দেবী, তাই যত মন দিয়ে পুজোর কাজ করতে পারব মায়ের আশির্বাদ তত পাব, বিদ্যাবুদ্ধি তত ভালো হবে। হিহিহিহি।

IMG20230126205740.jpg
Location

বাদরামিটা শুরু হয় ভার্সিটির লাইফ থেকে। আসলে আমাদেরই বা কি দোষ! সিনিয়র দাদা দিদিদের দেখতাম পুজোর কাজের সময় কেমন জমিয়ে প্রেম করছে। কাজের বাহানা দিয়ে আরেক পাশে বসে জমিয়ে গল্প করত। এসব দেখে কি আর মন এক জায়গায় চুপ করে বসে থাকতে চাইতো!!! মন না চাইতেও কখন যেন চোখটা হয় ব্যাচমেট ,না হয় জুনিয়র, অথবা কোন সিনিয়র দিদির দিকে ঠিক চলে যেত। হিহিহিহি

আর পুজোর দিন সকালবেলা হলে তো কথাই নেই। অঞ্জলি দেওয়ার আগে থেকে এদিকে ওদিকে চোখ মৌমাছির মত ঘুরঘুর করতে থাকে। অঞ্জলি দিতে দিতেই আড় চোখে কতবার মিষ্টি শাড়ি পরা ওই মেয়েটাকে যে দেখেছি তার ঠিক নেই 🥰😉। আর তারপর প্রসাদ খাওয়া থেকে শুরু করে সারাদিন ঘোরাফেরা তো লেগেই আছে। এই কথাগুলো যখন লিখছি নিজে নিজে কত যে হাসছি সেটা শুধু আমি জানি। জীবনের সব থেকে মিষ্টি স্মৃতি এগুলো আমার কাছে।

IMG20230126191917.jpg
Location

বয়সের ভারে এখন একটু পিছিয়ে গিয়েছি। আগের মত উদ্দীপনা নেই একদম। তবে হ্যাঁ কিছু একটা কর্মের মাঝে ঢুকলে হয়তো নিশ্চয় আবার নতুন আকারে সরস্বতী পুজো নিয়ে মাতামাতি শুরু হবে। অপেক্ষাটা শুধু সময়ের এখন। মজার ছলে হয়তো কথাগুলো লিখলাম। কিন্তু মা সরস্বতীর কাছে সব সময় প্রার্থনা থাকবে আমাদের সবার মাঝে যেন সৎ চিন্তা দান করেন এবং সঠিক পথে নিয়ে যান। জ্ঞানের আলো উদ্ভাসিত করে দিক মা পুরো ভুবন।

Sort:  
 3 years ago 

প্রথমে আপনাকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সরস্বত পূজাতে নিশ্চয়ই অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আসলে পূজা আসলে আমাদের মাঝে অনেক আনন্দ বিরাজ করে। সরস্বতী পূজার এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

দাদা ঠিকি বলেছেন যে সরস্বতী পূজো মানেই একটি নতুন দিন ৷ বলা যায় ভ্যালেন্টাইনস ডে৷
আসলে দাদা বয়স এমন একটা জিনিস যা আসলে সময়ের স্রোতে শুধু বদলে যাচ্ছে ৷ আর সরস্বতী পূজো দিতে আসা লাল হলুদ রঙের শাড়ি পরা মেয়ে গুলোই তো সাক্ষাত সরস্বতী ৷চোখ তো পরবেই তাই না ৷ তবে দাদা আপনি কি ঘোরাঘুরি করেন নি সরস্বতী দেবী কে নিয়ে ৷ উত্তর দেবেন ৷

 3 years ago 

আরে ভাই আকাশের চাঁদ দূর থেকেই সুন্দর লাগে দেখতে 😉। তাই শুধু দেবী দর্শন করা টাই বুদ্ধিমানের কাজ। হিহিহিহি। শুভেচ্ছা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.033
BTC 111868.55
ETH 3949.86
USDT 1.00
SBD 0.58