মনের শান্তি থেকে বড় কিছু নাই

in আমার বাংলা ব্লগlast month

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

meditate-4882027_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল টাইপিং শেয়ার করব আসলে বিভিন্ন সময় তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকের আলোচনা বিষয় হচ্ছে মনের শান্তি আসলে আমাদের এই মনের শান্তির উপরে কিন্তু অন্য কোন কিছুই নাই জীবনে যতই টাকা পয়সা ইনকাম করা হোক না কেন যদি মনে শান্তি না থাকে তাহলে সে টাকা পয়সার কোন মূল্যই থাকে না। অনেক গরিব আছে যার মনে শান্তি আছে সে জীবনটাকে অনেক সুন্দর ভাবে পরিচালনা করে অন্যদিকে অনেক টাকার মালিক ধনী ব্যক্তি মনের শান্তির অভাবে এদিক-ওদিক ছুটে বেড়াই। এত পরিশ্রম করে টাকা ইনকাম করা তাহলে লাভ কি হয় তাদের যদি সেই মনেই শান্তি টা পাওয়া যায় মনের শান্তি বিভিন্নভাবে পাওয়া যায় প্রথম কথা মনে শান্তির জন্য নিজেদের মাইন্ড সেটকে ঠিক করতে হবে অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে কারণ কেউ অন্যের ক্ষতি করলে সে মনের দিক থেকে কখনোই শান্তি পাবে না তাছাড়া পর উপকার করার মাধ্যমে আমরা নিজেদের মনে শান্তি আনতে পারি অন্যের খুশিতে নিজের খুশি দেখে মনে শান্তি আসতে পারে অনেক বিষয় নির্ভর করেই মনের শান্তির জন্য নিজেকে শোধ রাখা উচিত সবসময় মনে শান্তি বজায় রাখার জন্য আমরা যদি আমাদের মনে শান্তি সবসময় বজায় থাকবে কম খেয়ে থাকলো মনের শান্তি থাকবে এবং জীবনটা সুন্দরভাবে পরিচালনা করা যাবে।এইজন্য বলা হয় মনের শান্তি থেকে আর বড় কিছু হয় না।

🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসSamsung Galaxy M31s
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

First_Memecoin_From_Steemit_Platform.png

Sort:  
 last month 

টাকা পয়সা সম্পত্তি দিয়ে কখনোই মনের প্রশান্তি কেনা সম্ভব নয়। মনের শান্তি পাওয়া যায় তখনই যখন আত্মশুদ্ধি হয়। অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে এবং পরোপকারী মনোযোগী হতে হবে। দরিদ্র পরিবারে থেকেও অনেকেই অনেক শান্তিতে থাকে কিন্তু ধনী পরিবারের অনেক মানুষ আছে যাদের প্রচুর অর্থ থাকা সত্ত্বেও তারা অসুখী।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.30
JST 0.035
BTC 112997.06
ETH 3997.65
USDT 1.00
SBD 0.58