The story of hungry and thirsty two storks and two crows || 02/ 04/ 2022 || 10% Beneficial to @BOC

in Beauty of Creativity3 years ago

হ্যালো,
বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ ও সুন্দরভাবে আছো । বন্ধুরা ,তোমাদের আগেই বলেছি আমি এখন পুরী ভ্রমণে রয়েছি। ভেবেছিলাম আজ তোমাদের সাথে পুরী ভ্রমণের আরো কিছু ফটোগ্রাফি, তারপর বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করব। কিন্তু ফটোগুলো সুন্দর ভাবে গোছানো নেই আর সময় স্বল্পতার কারণে তাই আজও তোমাদের সাথে শেয়ার করতে পারছিনা। এইজন্য আজ কিছুদিন আগের একটা টপিকস তোমাদের সামনে তুলে ধরছি।
আজকে আমার টপিকস এর বিষয় হলো ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত জোড়া শালিক এবং জোড়া কাকের সাথে আমাদের অল্প সময়ের কিছু গল্প-

কিছুদিন আগে চৈত্রের কোন এক দুপুরে আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম । সেখানে গিয়ে গাছের তলায় বন্ধুদের সাথে আড্ডা গল্পে মেতে উঠেছিলাম । আমরা আড্ডা দেওয়ার সময় বিভিন্ন ধরনের খাবার যেমন বিস্কুট, চকলেট, চিপস তাছাড়াও বাড়ি থেকে করে নিয়ে যাওয়া চাওমিন তারপর পরোটা খেতে খেতে গল্প করছিলাম । তারপর হঠাৎ দেখি কোথা থেকে একটি কাক প্রথমে , পরে একটি শালিক আমাদের কাছে চলে আসে।
উষ্ণ দুপুরে তারা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত ছিল। তারা আমাদের পাশে এসে ডাকাডাকি শুরু করে আমরা বুঝতে পারি তারা আমাদের কাছে খাবার চাইছে । আমরা আমাদের খাবার থেকে কিছু খাবার তাদের ছুড়ে ছুড়ে দিই এবং তারা খেতে থাকে ।তারপর দেখি আরো একটি শালিক ও আরও একটি কাক এসে জড়ো হয়েছে। তারা আমাদের দেয়া খাবারটা খুব তাড়াতাড়ি করে খেলো দেখেই বোঝা গেল তারা খুবই ক্ষুধার্ত ছিল । ক্ষুধার্ত কাক ও শালিকে খাওয়ানোর পর আমাদের নিজেদের মধ্য তৃপ্তি অনুভূতি হচ্ছিল। এই ভর দুপুরে হয়তো তারা খাবারের জন্য উড়ে উড়ে বেড়াচ্ছিল কিন্তু কোথাও খাবার পাচ্ছিল না ।তারপর আমাদের কাছে এসে যখন খাবারটা পায় তারা খাবারটাকে খুব মন দিয়ে খায় এবং অনেকটা সময় আমাদের ওইখানে থাকে এবং তাঁরা নিজেদের মতো ডাকতে থাকে ।
আমরা যতক্ষণ খাবার খেয়েছিলাম আমাদের খাবার থেকে একটু একটু করে তাদেরকেও দিয়েছিলাম।
সেই দিন কেমন জানি তাদের সাথে শেয়ার করে আমরা খাবারটা খেলাম এবং শেয়ারের মধ্যে যে তৃপ্তি আমরা পেয়েছিলাম সেটা হয়তো ভাষায় বলে আমরা বোঝাতে পারবো না।
আমাদের খাবার খাওয়া শেষে যখন আমরা জল পান করি তখন আমরা তাদেরকে পাশে পড়ে থাকা আইসক্রিমের কোটাতে করে জল দিই । তৃষ্ণার্ত পাখি গুলো খুব তৃপ্তি সহকারে সেই জল পান করে ।

তারা খাবার খাওয়ার সময় আমাদের খুব কাছে চলে এসেছিল দেখে যেন মনে হচ্ছিল পাখিগুলো আমাদের পোষা পাখি ।অন্য সময় পাখিগুলো মানুষের ভয়ে দূরে দূরে উড়ে বেড়ায় কিন্তু এই পাখিগুলো ক্ষুধা তৃষ্ণায় মানুষের বন্ধু হওয়ার চেষ্টা করছিল এবং আমি মনে করি আমাদের সাথে তাদের বন্ধুত্বের মত একটা সম্পর্ক হয়ে গেছিল কিছু সময়ের জন্য । আমরা তাদেরকে ভালোবেসেই খাবারগুলো খেতে দেই এবং তারা ভালোবেসে খাবারগুলো খেয়েছিল । কিছু সময় পর যখন আমরা সেই জায়গা থেকে উঠে একটু আশেপাশে হেঁটে বেড়ানোর জন্য যাই তখন পাখিগুলো সেই জায়গা থেকে উড়ে চলে যায় আর সেই দিনের মত পাখি গুলোর সাথে আমাদের গল্প শেষ হয়।
20220317_152551.jpg
একজোড়া কাক এবং একজোড়া শালিক

20220317_152550.jpg
ক্ষুধার্ত কাক আমাদের দিকে তাকিয়ে রয়েছে খাবারের জন্য

20220317_152531.jpg

20220317_152538.jpg

20220317_152535.jpg

20220317_152532.jpg
কাকটি মুখে খাবার নিয়ে খেতে ব্যস্ত

20220317_152540.jpg
কাক মুখে খাবার নিয়ে দাঁড়িয়ে আর কোথা থেকে যেন হঠাৎ করে একটি শালিক পাখি উড়ে কাকের পাশে চলে আসলো

20220317_152546.jpg

20220317_152548.jpg
কাক কা কা করে ডাকছিল মনে হচ্ছিল আমাদের কাছে খাবার চাইছে

20220317_152553.jpg

20220317_152555.jpg
ছবি তোলার সময় কাকাটি বাঁকাভাবে আমাদের দিকে তাকাচ্ছিল

20220317_152557.jpg

বন্ধুরা, আজকের এই ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো জানিও । সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো ।

ধন্যবাদ সবাইকে

ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। পাশাপাশি গাল্পটাও খুব আকর্ষণীয় ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটো share করার জন্য

 3 years ago 

Thank you for sharing some of your photography with this bird.
I like to see it.

 3 years ago 

Thanks a lot brother .

 3 years ago 

It was great to see the beautiful photography. The photos of the crows have been amazing.

 3 years ago 

Thank you very much brother.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62684.33
ETH 2456.60
USDT 1.00
SBD 2.66