সকালের গ্রামীণ প্রকৃতির কিছু ফটোগ্রাফি ||RURAL NATURE || 21/03/2022 ||BOC|| 10% BENEFICIAL TO @ beautycreativity
হ্যালো বন্ধুরা,
তোমরা সবাই কেমন আছো? আশাকরি সবাই সুস্থ ,সুন্দর এবং ভালো আছো। আজ সকাল সকাল আমি একটু হাঁটতে বেরিয়ে ছিলাম। বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে গ্রামীণ একটা পরিবেশে। সেখানে গিয়ে চারপাশের পরিবেশকে উপভোগ করলাম আর কিছু ছবি তুললাম সেইগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব।
আখ ও লাল শাকের ক্ষেত।
কৃষক মাঠে আখ কাটার কাজ করছে।
সকালের সূর্য উকি মারার চেষ্টা করছে।
সকালের সূর্য শিশির মাখা ঘাসের উপর পড়েছে।
ইঞ্জিন ভ্যানে করে মানুষ চলেছে নিজের কাজে।
দুটি ছাগল দাঁড়িয়ে আছে অন্যদিকে তাকিয়ে।
কলার ভারে কলাগাছ দুটি নত হয়ে পড়েছে।
লাউ গাছের পাতাগুলো চকচক করছে সূর্যের আলো পড়ার কারণে।
সকাল সকাল কৃষক মাঠে কাজ করায় ব্যস্ত।
ট্রাক্টর দিয়ে কৃষক জমি চাষ করছে।
চাষ করে রাখা কিছু জমি।
শিশির ভেজা সবুজ ধানের ক্ষেত এবং ধানক্ষেতে কৃষক দাঁড়িয়ে।
দুপুরে যখন তীব্র গরম পড়ে তখন বিশ্রাম নেওয়ার জন্য কৃষকদের একটি বসিবার জায়গা।
আশেপাশের কিছু বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।
প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আমরা সবাই অনেক ভালোবাসি ।
সেই ভালোবাসার টানেই সকাল-সকাল আমি হাঁটতে বেরিয়ে পড়ি প্রকৃতি দেখার জন্য। সেখানে গিয়ে অপরূপ প্রকৃতি দেখতে দেখতে কিছু ছবি তুলেছিলাম। সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ।আশা করি তোমাদের গ্রামীণ প্রকৃতির এই সৌন্দর্য ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।
ক্যামেরা পরিচিতি :SAMSUNG
ক্যামেরা মডেল:SM-M317F
খুব সুন্দর হয়েছে পোস্টটি। আশাকরি এই রকম ও এর থেকেও আরো অনেকে ভালো ব্লগগিং ভবিষ্যতে আরও পাবো
Of courses. I always try my best to post something new
বাহ! আপনি খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অসাধারণ ছিল ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপনাকে
thanks a lot
I'm happy to see some of your photography about nature, thanks for sharing.
you are welcome brother
Yeah,welcome.