
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এ ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব আসলে বেশ কিছুদিন ধরেই আমি তোমাদের সাথে বিভিন্ন বিষয়ের উপর জেনারেল রাইটিং শেয়ার করে যাচ্ছি। আজকের বিষয় হলো সুস্থতা । এই সুস্থতা যে মানুষের জন্য কত বড় ইম্পরট্যান্ট জিনিস এই ব্যাপারটা কিন্তু মানুষ যখন সুস্থ থাকে বুঝতে পারে না তবে মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন এই বিষয়টা অনুভব করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় এই বিষয়টা অনেক লেট হয়ে যায় যার কারণে আফসোস করো সুস্থ হওয়ার কোন উপায় থাকে না। আমরা যখন সুস্থ আছি সেই সময় যদি সুস্থতার গুরুত্ব বুঝি এবং নিজেদের লাইফস্টাইলে পরিবর্তন এনে সুস্থতা বজায় রাখতে পারি তাহলে আমাদের মনেও শান্তি থাকবে কিন্তু একবার অসুস্থ হয়ে গেলে মনের শান্তি ও সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ছোট ছুটি করে বেড়াতে হবে কিন্তু দিন শেষে সেই সুস্থতার পাওয়া যাবে না। মানুষ টাকা পয়সা চিন্তায় নিজের সুস্থতার কথায় ভুলে যায় নিজের শরীরকেই বিসর্জন দেয়ার মত করে তারা পরিশ্রম করে বা অবহেলা করে যার ফল পশু অসুস্থ অসুস্থতায় তাকে ঘিরে ধরে পরবর্তীতে সে টাকা ইনকাম করলেও এই সুস্থতার কখনো ফিরে পায় না যার ফলে তার মনের শান্ত আর কখনোই থাকে না।আমাদের সবকিছুই করতে হবে তবে সবথেকে যে বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সেটা হলো সুস্থতা জীবনের ইম্পরট্যান্ট কয়েকটা বিষয় থাকলো তার সর্ব প্রথমেই রাখতে হবে সুস্থ থাকে এই সুস্থতায় সবথেকে বড় জিনিস এটা আমাদের সবসময় মনে রাখতে হবে তাহলে আমরা মনের দিক থেকে সবসময় খুশি থাকতে পারবো এবং সবাইকে নিয়েই শান্তিতে থাকতে পারবো।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

