আর্ট || মেঘ বৃষ্টির কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ6 days ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্য দিয়ে দিন যাচ্ছে আমার। আর ব্যস্ততার কারণে ঠিকঠাক করে কাজও করতে পারছি না। তবুও এই ব্যস্ততার মাঝেও আজকে কিছু সময় বের করে একটা আর্ট করেছি যা আজকে তোমাদের সাথে এখানে শেয়ার করব। যদিও খুব অল্প সময়ের মধ্যে আর্টটি সম্পন্ন করেছি তাই খুব একটা ভালো করে উঠতে পারিনি। কারণ আর্ট হলো একটি ধৈর্য ও সময়ের কাজ। ধৈর্য ও সময় নিয়ে এই কাজগুলো না করলে খুব বেশি একটা ভালো করে করা সম্ভব হয় না। তবুও চেষ্টা করেছি আর কি সুন্দর করে তৈরি করার। আর্টের ক্ষেত্রে আমি মূলত ম্যান্ডেলা আর্ট গুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করে থাকি। আর ম্যান্ডেলা আর্ট করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। আজ পর্যন্ত তোমাদের সাথে অনেক ধরনেরই ম্যান্ডেলা আর্ট আমি শেয়ার করেছি। সাদাকালো ও রঙিন এই দুই ধরনের ম্যান্ডেলা আর্টের মধ্যে রঙ্গিন ম্যান্ডেলা আর্টই বেশি শেয়ার করা হয়। তেমনি আজকে তোমাদের সাথে একটি রঙিন ম্যান্ডেলা আর্টই শেয়ার করবো। যেহেতু এখন বর্ষাকাল চলছে, তাই তার উপর ভিত্তি করেই এই আর্টটি তৈরি করা। যাই হোক, আজকে আমি যে আর্টটি অঙ্কন করেছি তা ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, নিচের ধাপ গুলো অনুসরণ করে আর্ট তৈরির পদ্ধতি তোমরা সহজেই শিখে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।


InShot_20240709_130436869.jpg



প্রয়োজনীয় উপকরণ:

▪️সাদা আর্ট পেপার
▪️বিভিন্ন কালারের স্কেচ পেন
▪️কালো জেল পেন
▪️কালার পেন
▪️পেন্সিল
▪️কম্পাস

20240524_163111.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে, পেন্সিল ও কম্পাসের সাহায্যে একটি অর্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম। তারপর অর্ধ বৃত্তটির ভিতরে আরও ছয়টি অর্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম পেন্সিল ও কম্পাসের সাহায্যে।

20240524_125501.jpg20240524_125810.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে, অর্ধ বৃত্তের নিচের দুই প্রান্তে মেঘের চিত্র অঙ্কন করে নিলাম। তারপর অর্ধ বৃত্ত গুলো ও মেঘের চিত্র কালো জেল পেনের সাহায্যে হাইলাইটস করে নিলাম।

20240524_131442.jpg20240524_133125.jpg

তৃতীয় ধাপ

এই ধাপে, প্রথম তিনটি অর্ধ বৃত্তে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন অঙ্কন করে নিলাম কালো জেল পেন ও ভিন্ন ভিন্ন কালারের স্কেচ পেনের সাহায্যে।

20240524_140226.jpg20240524_142122.jpg

চতুর্থ ধাপ

এবার শেষের তিনটি অর্ধ বৃত্তেও একই ভাবে কালো জেল পেনের সাহায্যে কিছু ডিজাইন অঙ্কন করে নিয়ে ভিন্ন কিছু কালারের স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240524_145659.jpg20240524_151837.jpg
20240524_153621.jpg20240524_154232.jpg

পঞ্চম ধাপ

এই ধাপে মেঘের চিত্র গুলোতে কালার পেন দিয়ে ডিজাইন করে নিলাম এবং নিচে বৃষ্টির ফোঁটার চিত্র অঙ্কন করে নিলাম। আর সবচেয়ে ছোট অর্ধ বৃত্তটির ভিতরে কিছু অক্ষর লিখে নিলাম।

20240524_160302.jpg20240524_160520.jpg20240524_162208.jpg

ষষ্ঠ ধাপ

এবার সর্বশেষ ধাপে চিত্রের নিচে নিজের নাম লিখে চিত্র অঙ্কন সম্পন্ন করলাম।

20240524_162315.jpg20240524_162336.jpg

20240524_162409.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা মেঘ বৃষ্টির এই ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 6 days ago 

মেঘ বৃষ্টির কালার ফুল ম্যান্ডেলা বেশ দারুন হয়েছে। কালার কম্বিনেশন টা ও বেশ ভালো লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 6 days ago 

আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 6 days ago 

সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো অঙ্কন করার জন্য সময়, ধৈর্য আর দক্ষতার প্রয়োজন অনেক বেশি হয়। আপনি প্রতিনিয়ত আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করে থাকেন। যেগুলো দেখলেই মুগ্ধ হয়ে যাই। আর ঠিক তেমনি ভাবে আপনার আজকের অঙ্কন করা এই সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখেও মুগ্ধ হয়েছি। আপনার নিখুঁত নিখুঁত ডিজাইনের কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলোর প্রশংসা যতই করবো ততই কম হবে।

 6 days ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব খুশি হলাম আপু। আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

অনেক সুন্দর কালারফুল একটি মেন্ডেলা আর্ট করেছেন। আপনার এই মেন্ডেলা আর্ট করতে দেখে অনেক ভালো লাগলো। যেখানে মেঘ বৃষ্টি অর্ধ বৃত্তের চিত্র ফুটে উঠেছে। আসলে এ জাতীয় আটগুলো খুবই ভালো লাগে আমার।

 6 days ago 

আমার এই আর্ট টি দেখে আপনার যে ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই।

 6 days ago 

সুন্দর সুন্দর কালারফুল আর্ট গুলো আমি অনেক পছন্দ করি দেখতে। বিশেষ করে আপনার কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। কারণ আপনি প্রতিনিয়তই কালারফুল ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে থাকেন অনেক সময় ব্যবহার করে। ম্যান্ডেলা আর্ট যত বেশি ধৈর্য ধরে এবং সময় নিয়ে অঙ্কন করা হয় ততই সুন্দর হয়। আপনিও নিশ্চয়ই অনেক সময় ব্যবহার করে এই আর্ট গুলো করেন। প্রতিনিয়ত আপনার আর্ট গুলো দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

 6 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর ভাবে এই কথাগুলো বলার জন্য।

 6 days ago 

কি দারুণ বানিয়েছেন দাদা, কালারফুল মেঘ বৃষ্টির ম্যান্ডেলা আর্টি।বরাবরই খুব চমৎকার চমৎকার ম্যান্ডেলা আর্ট করে আমাদের সঙ্গে ভাগ করে নেন যা খুব ভালো লাগে। এই ম্যান্ডেলা আর্ট গুলো করতে অনেক দক্ষতা এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনি ধৈর্যে ধরে দক্ষতার সাথে ধাপে ধাপে চমৎকার সুন্দর পদ্ধতিতে ম্যান্ডেলা আট আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কালারফুল ম্যান্ডেলা আর্ট পদ্ধতি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

 6 days ago 

আপনার এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে।

 6 days ago 

মেঘ বৃষ্টির কালারফুল ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে। আসলে কালারফুল মেন্ডেলা চিত্রগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুন্দর ও দক্ষতার সাথে এই কালারফুল মেন্ডেলা চিত্রটি অংকন করে আমাদের মাঝে শেয়ার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 6 days ago 

আপনার এই প্রশংসামূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভালো লাগলো ভাই, আপনার এই মন্তব্যটি পড়ে।

 6 days ago 

মেঘ বৃষ্টির কালারফুল ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। এত সুন্দর ভাবে আপনি এই মেন্ডেলা চিত্র অঙ্কন করেছেন। কালারফুল হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে।

 5 days ago 

আমার শেয়ার করা এই আর্ট টি যে আপনার কাছে অসাধারণ লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

মেঘ বৃষ্টির কালারফুল ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা ম্যান্ডেলা আর্ট গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের ডিজাইন থাকার কারণে এই ধরনের চিত্রগুলো দেখতে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে।

 5 days ago 

আমার শেয়ার করা এই আর্ট টি দেখতে আপনার কাছে যে অনেক ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই।

 5 days ago 

কালারফুল ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর করে মেঘ বৃষ্টি এর চমৎকার কালারফুল ম্যান্ডেলা আর্ট করেছেন। তবে আপনার ম্যান্ডেলা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। যদিও এর আগে আপনার অনেক ম্যান্ডেলা আর্ট দেখেছি আমি। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত মেঘ বৃষ্টি কালারফুল ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 5 days ago 

এত সুন্দর ভাবে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 4 days ago 

সাম্প্রতিক সময়ের প্রাকৃতিক দৃশ্যকে আপনি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনার আর্টের মাধ্যমে এখানে আপনি খুব সুন্দর ভাবে এই মেঘ বৃষ্টির দৃশ্যকে ফুটিয়ে তুলছেন৷ একইসাথে এখানে আপনি রংয়ের সংমিশ্রণগুলো এত সুন্দর ভাবে দেওয়ার কারণে এটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে৷

 4 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার এই সুন্দর মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনার এই আর্ট দেখে তো আমি একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখনো আমি যেন এই আর্টটি দেখতে পাচ্ছি।৷

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 62625.86
ETH 3333.11
USDT 1.00
SBD 2.47