ভগবান শিবের ত্রিশূল ও ডমরু -এর চিত্রাংকন

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন। আমিও খুব ভালো আছি।

আজ আবার নতুন একটি আর্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজও একটু অন্যরকম আর্ট করার চেষ্টা করেছি। আজ আমি আপনাদের সাথে ভগবান শিবের ত্রিশূল এবং ডমরু এর চিত্রাংকন শেয়ার করব। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান দেবতা হলো শিব। ভগবান শিবের ত্রিশূল হলো তিনটি শক্তির প্রতীক। ভগবান শিবের ত্রিশূলে সব সময় ডমরু বাঁধা থাকে । এটিকে বেদ এবং তার উপদেশের প্রতীক মনে করা হয়।

যাইহোক, আমি আজকের শেয়ার করা চিত্রাংকনটি ধাপে ধাপে অঙ্কন করে আপনাদের সাথে নিচে শেয়ার করলাম। চিত্রাংকনের প্রত্যেকটা স্টেপ সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি আমি। আশা করি আপনারা সহজেই বুঝতে পারবেন আমি কেমন করে চিত্রটি অংকন করেছি।
20220924_190140.jpg

প্রয়োজনীয় উপকরণ:

● সাদা খাতা
● বিভিন্ন কালারের কলম
● জ্যামিতিক কম্পাস
● পেনসিল
●জ্যামিতিক স্কেল

20220924_162449.jpg

🔱🔱 প্রথম ধাপ 🔱🔱

প্রথমে কলমের সাহায্যে ত্রিশূলের মাঝের অংশটি অংকন করে নি।
20220924_163328.jpg

🔱🔱 দ্বিতীয় ধাপ 🔱🔱

দ্বিতীয় ধাপে ত্রিশূলের মাথার অন্য দুটি অংশ অংকন করে নিলাম এবং ত্রিশূল এর সাথে ডমরুও অঙ্কন করে নিলাম।
20220924_164344.jpg

🔱🔱 তৃতীয় ধাপ 🔱🔱

এই ধাপে বিভিন্ন কালারের কলমের সাহায্যে ডমরুতে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিলাম।
20220924_171325.jpg

🔱🔱 চতুর্থ ধাপ 🔱🔱

ত্রিশুলের মাথার মধ্যের অংশটিতে বিভিন্ন ধরনের ছোট ছোট ডিজাইন করে নিলাম বিভিন্ন কালারের কলমের সাহায্যে ।
20220924_174144.jpg

🔱🔱 পঞ্চম ধাপ 🔱🔱

পঞ্চম ধাপে মাথার অন্য দুই সাইডের অংশ দুটিতে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিলাম বিভিন্ন কালারের কলমের ব্যবহার করে।
20220924_182140.jpg

🔱🔱 ষষ্ঠ ধাপ 🔱🔱

এই ধাপে ত্রিশূল এর মাঝের অংশটিতে বিভিন্ন ধরনের ডিজাইন করে দিলাম।

20220924_184543.jpg20220924_185048.jpg

🔱🔱 সপ্তম ধাপ 🔱🔱

চিত্রাংকন সম্পন্ন করে চিত্রাংকনের নিচে নিজের নাম লিখে দিলাম।

20220924_185136.jpg20220924_190117.jpg

🔱🔱 অষ্টম ধাপ 🔱🔱

চিত্রাংকন , চিত্রাংকনের শেষে নিজের নাম লেখা মোট কথা চিত্রাংকনের সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
20220924_190140.jpg

আজকের শেয়ার করা ভগবান শিবের ত্রিশূল ও ডমরু -এর ম্যান্ডেলা চিত্রাংকন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন , সুন্দর থাকেন ,হাসিখুশি থাকেন , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকেন , সবার জন্য এই শুভকামনা রইল।

🔱🔱 ধন্যবাদ সবাইকে 🔱🔱

Sort:  
 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ভগবান শিবের ত্রিশূল ও ডমরু তৈরি করেছেন।
সুন্দরভাবে তৈরি করে পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই ওভার অল এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিত্র অংকন আমার খুব ভালো লাগে। ত্রিশূল এবং ডমরু আমি হিন্দি মুভিগুলোতে অনেক দেখেছি। কিন্তু এত সুন্দর ভাবে অঙ্কিত ত্রিশুল আর ডমরু আমি এর আগে দেখিনি। আপনি চমৎকার একটি চিত্র অঙ্কন করেছেন। ধন্যবাদ দাদা।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে কমেন্ট টি করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

আসলে আপনার চিত্র অঙ্কন দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত নিখুঁতভাবে চিত্র অঙ্কন আমাদের মাঝে উপস্থিত করেছেন। দেখে সত্যি ভালো লাগলো। এত দুর্দান্ত আর্টিস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এত সুন্দর ভাবে আমার আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সুন্দর হয়েছে। খুবই যে আলতো হাতের কাজ সেটা বুঝতে পারছি। আমার তো দারুন লাগছে। জয় জয় শম্ভু। 🙏🏽

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা। জয় জয় শম্ভু.. সৃষ্টিকর্তা সৃষ্টির সকল জীবের মঙ্গল করুক এই প্রার্থনা রইলো।

 2 years ago 

হর হর মহাদেব🙏🙏🙏🙏 দাদা আপনি আজ খুবই সুন্দর এবং ব্যতিক্রম একটি পোস্ট শেয়ার করেছেন, দেখে খুবই ভালো লাগছে।আপনি মহাদেবের ত্রিশূল টি খুবই সুন্দর করে চিত্রাঙ্কন করেছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন, অসাধারণ হয়েছে আপনার চিত্রাঙ্কনটি অনেক অনেক ধন্যবাদ দাদা। মহাদেবের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি।

 2 years ago 

দিদি আপনি খুবই অসাধারণ ভাবে আমার আজকের শেয়ার করা আর্টের এবং আমার উপস্থাপনার অনেক অনেক প্রশংসা করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান দেবতা হলো শিব। ভগবান শিবের ত্রিশূল হলো তিনটি শক্তির প্রতীক। ভগবান শিবের ত্রিশূলে সব সময় ডমরু বাঁধা থাকে । এটিকে বেদ এবং তার উপদেশের প্রতীক মনে করা হয়। আপনি খুবই দক্ষতা সহকারে ভগবান শিবের ত্রিশুল ও ডামরু এর চিত্রাংকন করেছেন। খুবই সুন্দর ভাবে স্টেপ দ্যা স্টেপ উপস্থাপনা করেছেন এবং শেয়ার করেছেন।

 2 years ago 

আপনি খুবই মন দিয়ে আমার ব্লগটি পড়েছেন কমেন্ট টি দেখে যা বুঝতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমেন্ট টি উপস্থাপন করার জন্য।

বরাবরই তোমার হাতের কাজ খুব সুন্দর। এটা তো নতুন করে বলার কিছু নেই। আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি। তবে আজকের মেন্ডেলাটা অনেকটাই স্পেশাল। পজিটিভ এনার্জি দেওয়ার মতো একটা মেন্ডেলা। সত্যিই খুব ভালো হয়েছে।

 2 years ago 

আমার আর্ট দেখে কেউ পজিটিভ এনার্জি পাচ্ছে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টে করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60788.02
ETH 2632.71
USDT 1.00
SBD 2.63