
ইমেজ সোর্স
বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ব্লগে তোমাদের সাথে একটি জেনারেল রাইটিং আমি শেয়ার করব অন্যের উপকারের মাধ্যমে যে নিজের জীবনের শান্তি নিয়ে আশা চাই সে সম্পর্কে কিছু কথা আসলে তোমাদের সাথে শেয়ার করব। স্কুল কলেজ অথবা পরিবার থেকে আমরা অন্যের উপকার করা সম্পর্কে জেনে থাকি পারিবারিক শিক্ষক ভালো হলে পরিবার থেকেই এই বিষয়টা আমরা বেশি করে শিখে থাকি তবে বাস্তব জীবনে আমরা অন্যের উপকার কতটুকু করতে পারি এই ব্যাপারগুলো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে। সময় এবং পরিস্থিতির কাছে অনেকেই হার মেনে অন্যের উপকার করার সময় পায় না তবে উপকার করার যাদের অদম্য ইচ্ছা রয়েছে তারা কোনো না কোনোভাবে অন্যের উপকার করে আসলে অন্যের উপকারের মাধ্যমে নিজেরও শান্তি হয়। অন্যের যখন উপকার করা হয় আর তারপর যখন তার হাসিটা দেখা যায় সে এক অন্যরকম আনন্দ আমি অনেকবারই মানুষের উপকার করেছি আর যখন তাদের হাসিগুলো দেখেছি শান্তিতে আমার মনটা ভরে গেছে। হয়তো সামান্য উপকার করেছি তবে তাদের খুশি অসামান্য ছিল আমরা সবাই যদি অন্যের উপকারিতা করি তাহলে অন্যান্য মানুষ উপকৃত হবে কে অন্যের সাহায্যে সহযোগিতার মাধ্যমেই অন্যের উপকার করার মাধ্যমে আমরা সমাজের উন্নতি সাধন করতে পারি । আমাদের উচিত অন্য সবসময় উপকার করা তারপরে অন্য উপকৃত তাই নয় আমরা আমাদের জীবনের শান্তি পেতে পারি এই অন্যের উপকার করার মাধ্যমে।
🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | Samsung Galaxy M31s |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


পরোপকারী মনোভাবের হওয়াটা স্বাভাবিক বিষয় নয় তবে এমন চরিত্রের সৃষ্টি হয় তখন ,যখন একজন মানুষ তার পরিবার থেকে সঠিক শিক্ষা পেয়ে থাকে তবে এটাও সত্য যে পরের উপকার করার মধ্যে মনে অন্যরকম তৃপ্তি অনুভূত হয়। আমরা যদি নিজের জায়গা থেকে প্রত্যেকেই পরোপকারী হতে পারি তাহলে সমাজে ব্যাপক পরিবর্তন সাধিত হবে।