আমার প্রিয় শীতের পিঠা। তিল- তাল - ঝাল পুলি পিঠা।আমার বাংলা ব্লগ কনটেস্ট-৯। @shy-fox 10% beneficiary.

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
ষ্টিম, " আমার বাংলা ব্লগের" সকল বন্ধু এবং সহযোদ্ধাদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আমার বাংলা ব্লগ কনটেস্ট ৯ নয় এ আমার অংশগ্রহণ, তিল - তাল - ঝাল - পিঠা পুলি নিয়ে।

IMG_1636523808351.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি "আমার বাংলা ব্লগ" এর কনটেস্ট - ৯ নয় শীতকালীন পিঠা পুলি প্রতিযোগিতায়। শীতের পিঠা পছন্দ করে না এরকম কোন মানুষ নেই। কম বেশি সবাই শীতকালীন পিঠা পছন্দ করে। আমিও এর ব্যতিক্রম নয়। তাই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আমার শিতকালের প্রিয় পিঠা, তিল - তাল - ঝাল - পুলি পিঠা নিয়ে।

এখনো শীত পড়ে নি অথচ ঘরে ঘরে শীতের পিঠা প্রতিযোগিতার ধুম পড়েছে।@Rx-somon ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই যে আমাদের জন্য এত সুন্দর একটা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাই আমি চিন্তা করলাম আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৯ নয় এ সবার মত আমিও অংশগ্রহণ করব। তবে সময় স্বল্পতার কারণে ৬ দিন পরেই অংশগ্রহণ করতে পেরে নিজের কাছে খুবই আনন্দ বোধ করছি।

ছোট বেলায় দেখতাম শিতের আমেজে ঘরে ঘরে ধান উঠতো, সেই ধান রোদে শুকিয়ে,রাইছ মিলে ধান ভাঙ্গিয়ে আতপ চাল সংগ্রহ করতো। এবং সেই চাউল থেকে "ডেকিতে বারা বানতো"এটা আমাদের আঞ্চলিক ভাষা, চাউলের ঘুড়ো সংগ্ৰহ করতো। আর সেই ঘুড়ো দিয়ে মা বিভিন্ন ধরনের পিঠা বানাতো।যেমন- ভাপা পিঠা,পুলি পিঠা,তেলে পিঠা,গোল পিঠা,ডিমের পিঠা, ফুল পিঠা,জামাই পিঠা,ইত্যাদি পিঠা পুলি তৈরি করতো।

আর দেরি না করে চলুন যাওয়া যাক আজকের মূলপর্বে।

আমার তিল - তাল - ঝাল - পিঠা পুলি আপনাদের মাঝে উপহার স্বরূপ নিয়ে আসলাম। এটা সম্পূর্ণ আমার নিজের তৈরি। আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না। আর শীতের পিঠার মধ্যে মৃষ্টি না হলে চলেই না। তাই মৃষ্টির পাশাপাশি জাল টা রাখার চেষ্টা করলাম। আমার মত এরকম অনেকেই আছে মিষ্টি পছন্দ করে না ঝাল পছন্দ করে। তাই এই পিঠটা সবার জন্য উপযোগী। এবং আমি নতুনত্ব নিয়ে এই শীতের পিঠা তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি সবাই পাশে থাকে সাপোর্ট দিবেন।

এক পলক দেখে নিই আমার পিঠা তৈরি।

শীতকালীন প্রিয় পিঠা, তিল -তাল - ঝাল পুলি পিঠা

IMG_20211109_235135_716.jpg

তিল- তাল - ঝাল পুলি পিঠা তৈরি করার পরে আমি একটা সেলফি নিলাম।

পিঠা তৈরীর উপকরণ।

IMG_1636523808351.jpg
  • চাউলের ঘুড়ো ৪০০ গ্ৰাম।
  • ময়দার ঘুড়ো ২০০ গ্ৰাম।
  • নারিকেল ১ টি।
  • চিনি ৫০০ গ্ৰাম।
  • তাল ৪০০ গ্ৰাম ।
    *তিল ১০০ গ্ৰাম।
  • কাঠ বাদাম ২০ গ্ৰাম।
  • কাজুবাদাম ২০ গ্ৰাম।
  • ছোট সাইজের আলু তিনটে।
  • বাঁধাকপি চারভাগের একভাগ।
  • কাঁচামরিচ ৬পিচ।
  • পেঁয়াজ কুচি তিনটি।
  • লবণ পরিমাণমতো।
  • পানি পরিমাণমতো।
  • তেজপাতা, দারচিনি, এলাচ পরিমাণ মতো।

ধাপ - ১

IMG_1636524465940.jpg

এখানে পুলি পিঠা তৈরি করার জন্য চিনি, নারিকেল, দারচিনি, এলাচ, তেজপাতা আলাদা করে নিলাম।

ধাপ - ২

IMG_1636524623006.jpg

এখানে প্রথমে আমি এই কড়াইতে সামান্য তেল দিলাম। তারপর এলাচ, তেজপাতা, দারচিনি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নারিকেল, চিনি একসাথে দিয়ে দিলাম। তারপর ভালো করে লাল করে ভেজে নিলাম।

ধাপ - ৩

IMG_1636524933832.jpg

এখানে আমি কাজু বাদাম এবং কাঠবাদাম গুলো কুছি করে নেব। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এবং তিল, কাজুবাদাম, কাঠবাদাম এবং চিনি এগুলো একসাথে তেলের মধ্যে বাজার জন্য রেডি করে নিলাম।

ধাপ - ৪

IMG_1636524993486.jpg

এখানে আমি তিল, কাজুবাদাম, কাঠবাদাম, চিনি দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম।

ধাপ - ৫

IMG_1636525059228.jpg

এখানে আমি ঝাল করে সবজি তৈরি করাবো। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়ো, ধনেপাতা, বাঁধাকপি কুচি, আলু কুচি রেডি করলাম। এবং আমি কড়িইতে তেল দিয়ে সবজি বানানো শুরু করে দিলাম।

ধাপ - ৬

IMG_1636525112652.jpg

আমি সবগুলো মসলা দিয়ে তেলের মধ্যে মসলাগুলো বেজে নিলাম। এরপর পরিমাণমতো পানি দিয়ে মসলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে।

ধাপ - ৭

IMG_1636525198691.jpg

কষানো মসলার মধ্যে আমি বাঁধাকপি কুচি এবং আলু কুচি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ২/৩ মিনিট পর অল্প কিছু পানি দিয়ে আরো ভালো করে কষিয়ে নিলাম। একপর্যায়ে আমার সবজি বানানো কমপ্লিট হয়ে গেল।

ধাপ - ৮

IMG_1636524730953.jpg

এখানে আমি কড়াইতে পানি বসালাম পরিমাণ মতো। ২/৩ মিনিট পর পানি গুলো ভালো করে ফুটল। পানি গুলো ভালো করে ফোটার পর আমি তাল দিয়ে দিলাম। তাল গুলো ভালো করে ফুটিয়ে নেব।

ধাপ - ৯

IMG_1636524767032.jpg

এখানে দেখতে পাচ্ছেন তাল গুলো ভালো করে ফুটানোর পরে পানি দেখা যায় না শুধু তাল হয়ে গেছে। এখন আমি চাউলের গুড়ো ময়দার ঘুড়ো দিয়ে ভালো করে নেড়ে গুটা আটা করে নেব। পিঠা তৈরীর জন্য আটা তৈরি করতে যা করা হয়।

ধাপ - ১০

IMG_1636524858643.jpg

এখানে দেখছেন পিঠার আটা হয়ে গেছে।

ধাপ - ১১

IMG_1636525523497.jpg
IMG_1636525335042.jpg
IMG_20211109_230001_161.jpg

এখন আমি পিঠা তৈরি শুরু করে দিলাম। আমার প্রয়োজনীয় যত উপকরণ আছে সব রেডি করে এখন আমি পিঠা বানাতে বসে গেলাম। আমার পিঠা বানানো শুরু হয়ে গেল দেখতেই পাচ্ছেন। প্রথমে রুটি বানানো রুটি বানানোর পরে একপাশ তিল, কাজুবাদাম, কাঠবাদাম, আরেকপাশে নারিকেল পুলি পিঠার জন্য যেটা তৈরি করতে হয়, আরেক পাশে সবজি, ঝাল ঝাল সবজি।

ধাপ - ১২

IMG_1636525586426.jpg

এখন আমার তিল - তাল- ঝাল পিঠা ভাজা শুরু করে দিলাম। প্রথমে কড়াইতে বেশি পরিমাণ তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে আমি পিঠা ছেড়ে দেবো। এবং ভাজা পিঠা গুলো আমি একে আলাদা পিয়ালায় বা বাটিতে রাখছি।

ধাপ - ১৩

IMG_1636525681430.jpg

আমার তিল- তাল- ঝাল -পুলি- পিঠা তৈরি হওয়ার পর পরিবেশনের জন্য একটা সেলফি আমার একটা ছবি নিলাম ।

বন্ধুরা কেমন লেগেছে আমার তিল - তাল - ঝাল - পুলি পিঠা তৈরি। আশা করি ভালো লেগেছে। এটা খুবই সুস্বাদু এবং কি খুবই মজাদার হয়েছে। যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আপনারা প্রস্তুত করে খেয়ে দেখতে পারেন একই পিঠের মধ্যে তিন রকমে শ্বাধ এটা অকল্পনীয়। এই পিঠা আমি সম্পূর্ণ নিজের থেকে তৈরি করেছি আশাকরি সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন।

কিছু কথা না বললেই নয়। আমার বাংলা ব্লগ কনটেস্ট নয় এর শীতকালীন পিঠা পুলি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত। কারণ গত পাঁচ দিনে আমি আপ্রান চেষ্টা করেছি পিঠা বানানোর একটা সময় বের করার জন্য। কিন্তু আমার সেই সময় হয়ে উঠেনি। গতকাল রাত ৯ টার দিকে আমার অফিস ছুটি হয় এবং আমি বাসায় যাই সাড়ে নয়টার দিক । আর শীতকালের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পিঠা তৈরি করতে করতে আমার প্রায় এক টা বেজে গেছে। পুনরায় আমি আমার ডিউটি ভোর পাঁচটা বাজে ছিল। অতএব বুঝতে পারছেন কয় ঘন্টা ঘুমিয়েছি। অনেক কষ্টের পরও আমি যে অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমি খুবই আনন্দিত।

আজকের মত এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি।
আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

ওয়াও আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে অসাধারণ দেখতে হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর করে রেসিপিটির উপস্থাপন করেছেন। আপনার এসিপিটি নাম খুবই সুন্দর তিল তাল ঝাল পুলি পিঠা। এই নাম আমি আগে কখনো শুনিনি সম্পূর্ণ একটি নতুন রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটা কমেন্ট করেছেন। আপনার কমেন্ট পড়ে খুবই আনন্দ অনুভব করছি। এবং নিজেকে অনুপ্রাণিত মনে হচ্ছে। আপনার এত সুন্দর মন্তব্যের জন্য ভালোবাসা অবিরাম।

আপু অনেক সুন্দর শীতের পিঠা‌ তৈরি করেছেন আপনি। তিল- তাল - ঝাল পুলি পিঠা। এর আগে অনেক নাম শুনেছি তবে খাওয়া হয়নি কখনো। মজাদার সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 2 years ago 

ভাইয়া আমি আপু নই আমি ভাই। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 2 years ago 

অনেক সুন্দর ভাবে আপনি রেসিপিটি করেছেন। দেখে মনে হচ্ছে অনেক টেস্টটি হয়েছে পিঠাটি। আর আপনার পোস্ট টা অনেক সুন্দর হয়েছে সবকিছু সাজানো গোছানো। এক কোথায় খুব ভালো মানের একটা কনটেন্ট তৈরি করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আমি খুবই আনন্দ অনুভব করছি। আপনার জন্য ভালোবাসা অবিরাম।

 2 years ago 

কি সুন্দর পিঠার নামঃ তিল- তাল - ঝাল। অনেক ধরনের পুলি পিঠা দেখেছি কিন্তু এরকম পুলি পিঠা আমি কখনো দেখিনি। খুবিই ইউনিক একটা পিঠা রেসিপি দিয়েছেন। পিঠা গুলো যেমনি সুন্দর, নাম গুলো তেমন সুন্দর।

 2 years ago 

আপনার এত সুন্দর মন্তব্য আমি খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত হয়েছি আপনার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।

 2 years ago 

আপনার এই পুলি পিঠার রেসিপি দেখে আমার সত্যি খেতে খুব ইচ্ছা করছে। আপনি খুবই সুন্দর ভাবে এটি ধাপে ধাপে উপস্থাপন করেছেন। যা দেখে এটি আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago (edited)

রেসিপিটি আমার কাছে ভালো লেগেছে আর নামটা ও খুব ভালো লেগেছে রেসিপির। মনে হচ্ছে খেতে মজা হয়েছে খুব।

তবে, ভাইয়া আপনার বানানের দিকে আরেকটু নজর দিতে হবে। কিছু বানান ভুল আছে। বানান বেশি ভুল হলে পোস্ট কিউরেশন এর ক্ষেত্রে উপেক্ষা করা হয়।

 2 years ago 

আপু আপনার মন্তব্য থেকে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি এবং আপনার উপদেশ মেনে চলার চেষ্টা করব। আপনার প্রতি ভালোবাসা অভিরাম।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.13
JST 0.032
BTC 60777.49
ETH 2913.91
USDT 1.00
SBD 3.59