কিছু random ফোটোগ্রাফি : স্মৃতির পাতা থেকে - part 02

in আমার বাংলা ব্লগ3 years ago

বিগত কয়েকদিন নিজের বিজনেসের কাজে বেশ ব্যস্ত থাকার কারণে "কুঞ্জবিহারীর নিকুঞ্জ" নামক হাস্যরস ও কল্পবিজ্ঞানের মিশেল গল্পটি কন্টিনিউ করতে পারছি না । আশা করছি এই সপ্তাহ থেকে আবারো নিয়মিত ভাবে আপডেট দিতে পারবো ।আজকে তাই নিয়ে আসলাম আবারো আর একটি ফোটোগ্রাফি পোস্ট । ফোটোগ্রাফি এক সময় ভালোই করতাম । শখের ফটোগ্রাফার তো তাই ।আমার ভাই আবার কলকাতার একটি নামি ফোটোগ্রাফি ক্লাবের সদস্য । ক্লাব থেকে ওকে একটা আইডি কার্ড দিয়েছি, ওই আইডেন্টিটি কার্ড শো করলে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে পুলিশ বা প্রশাসনের স্পেশাল পারমিশন ছাড়াই ফটো তুলতে পারবে । আর প্রতি মাসে একবার করে একটা ম্যাগাজিন বের করে ওই ক্লাব । ওটাও আমাদের বাড়ি নিয়মিতভাবে পাঠায় ।সেই ম্যাগাজিনে আছে দুর্ধর্ষ দুর্ধর্ষ সব ফটোগ্রাফ । আমার ফটোগ্রাফের সাথে তাদের আকাশ পাতাল তফাৎ । কারণ ওঁনাদের প্রায় সবাই প্রফেশনাল ফটোগ্রাফার ।আমার ভাইয়ের দুটো দামি ক্যামেরা আর বেশ কয়েকটি লেন্স আছে, যেমন নাইট মোডে ক্লিয়ার ছবি তোলার জন্য বিশেষ এক ধরণের লেন্স, প্রখর সূর্যালোকে তোলার জন্য এক রকম, কুয়াশা ঢাকা পরিবেশে তুলতে একরকম, ম্যাক্রো ফটো তুলতে একরকম আবার দূরের ছবি তোলার জন্য টেলিফোটো লেন্স । এমন অনেক ধরণের লেন্স । আমি ভয়ে ছুঁই না ও সব । বেশিরভাগ ছবি আমি মোবাইল দিয়ে তুলি, আর না হয় সনির একটা ছোট ডিজিটাল ক্যামেরা আছে; ওটা দিয়েই তুলি ।

তো চলুন আজকে আরো কিছু ছবি শেয়ার করি, আমার ধূসর পুরোনো স্মৃতির অ্যালবাম থেকে । এদের মধ্যে বেশ ক'টি ছবি আমার @royalmacro আইডিতে শেয়ার করেছি এর আগে । অধিকাংশ ছবিই ৪-৫ বছরের পুরোনো ।


নাম না জানা অচেনা ফুলমঞ্জরীর ছবি
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নদীর পাড়ের বালির মধ্যে ঘাস গজিয়েছে
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ঘাসের closed শট
আলোকচিত্র তোলার তারিখ : জুলাই, ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


এক ধরণের আর্থ্রোপোড
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পাটগাছের মাথার closed শট
আলোকচিত্র তোলার তারিখ : জানুয়ারী , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


শিমের ফুল
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


শসার ছবি
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্ষেতের আলের ধারে ছোট্ট একটি খেঁজুর গাছের চারা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


নাম না জানা হলুদ ছোট্ট ফুলরাশি
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


কলাগাছ
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পেয়ারা
আলোকচিত্র তোলার তারিখ : ফেব্রুয়ারি , ২০১৭
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : SONY
ক্যামেরা মডেল :DSC-W710
ফোকাল লেংথ : ৫ মিমিঃ

Sort:  

মাথা ভাল থাকলে,ক্যামেরাও ভাল করে ধরে নেয়। সবটাতেই ঠান্ডা মাথা প্রয়োগ প্রয়োজন। কিসের ছবি, তা স্পষ্টই বুঝা যাচ্ছে। স্বাগতম

 3 years ago 

দাদা অনেক সুন্দর ফটোগ্রাফি করছেন।প্রতিটা ছবিই অসাধারণ হয়ছে। বিশেষ করে প্রথম ছবি এবং দশ নাম্বার ছবিটা অস্থির লাগতেছে।

আপনার ফটোগ্রাফি লেভেল দাদা অনন্য উচ্চতায় রয়েছে। আমার কাছে সবচাইতে ভালো লেগেছে আর্থোপোডা পর্বের প্রাণীর ছবি। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে এমন অসাধারণ ছবিগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি ভয়ে ছুঁই না ও সব ।

হা হা।
ফটোগ্রাফির বেসিক ব্যাপারগুলো সম্বন্ধেও আমার তেমন একটা ধারণা নেই। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা অনেক চমৎকার ফটোগ্রাফি করেন। একেক কাজের জন্য একেক ধরনের লেন্স ব্যবহার করে ফটোগ্রাফি করা হয়! ফটোগ্রাফি ত তাহলে বিশাল ব্যাপার। আমি ত মনে করতাম কেবল একটা ডিএসএলআর বা প্রফেশনাল ক্যামেরা হলেই হয়। আমিও মোবাইল ফোনে ছবি তুলে থাকি একজন আনাড়ি ফটোগ্রাফার হিসেবে। আপনার ছবিগুলো অনেক দুর্দান্ত হয়েছে এবং ফুলের ছবি গুলো খুব ভালো লেগেছে।

 3 years ago 

দাদা,সত্যি আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। দাদা,আপনার প্রতিটি ছবি এতো মনমুগ্ধকর কোনটা ফেলে কোনটাকে পছন্দ করব বুঝতে পারছি না। তবে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে নদীর পাড়ে বালির বুকে সবুজ গাছ গজিয়েছে এই ফটোগ্রাফি টা আমার অনেক অনেক ভালো লেগেছে। দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন বলে।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি গুলা জাস্ট দুর্দান্ত হয়েছে। বিশেষ করে পাটের মাথা এবং শসার ছবিটি আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে। ছবিগুলো প্রফেশনাল ফটোগ্রাফারের মতো হয়েছে। তবে কিছু কিছু জায়গায় লেন্সের ফোকাস এর প্রবলেম হয়েছে যাই হোক সব মিলিয়ে অনেক ভালো ছিল শুভেচ্ছা রইল আপনার জন্য।

দাদা আমি আপনাকে দেখে মুগ্ধ হই। আপনি এমন একটা মানুষ যার সব কাজে পারদর্শিতা আছে। আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই এবং জীবনে সামনে এগিয়ে যেতে চাই। ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, বিশেষ করে ফুল মঞ্জুরির ছবিটি।

 3 years ago 

দাদা আপনি একজন বিশেষ রকমের গুণী ব্যাক্তি। এটা বলার কারণ ও বলছি,
আপনি যে আর্থোপ্রোডা পর্বের প্রাণীটির ছবি তুললেন,ছবিটা দেখে মনে হচ্ছে একটা ম্যাক্রো ফটো তুলার ক্যামেরা দিলে তুলা। এর চেয়েও বড় কথা এই প্রাণীর ছবি তুলা তো দূরে থাক,এর আশেপাশেও যাওয়ার সাহস আমার নেই!
আপনি মহান দাদা। 🙏🙏🙏🙏

 3 years ago 

মুগ্ধ হয়ে গেলাম দাদা ফটোগ্রাফি দেখে। প্রতিটি ছবি ছিল অসাধারণ।

 3 years ago 

দাদা, দ্বিতীয় ছবিটি খুবই সুন্দর। অনেক ভালো লাগলো। দারুন উটেছে ছবিগুলো। ভালো থাকুন দাদা

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63179.13
ETH 2573.33
USDT 1.00
SBD 2.72