একগুচ্ছ অণুকবিতা "কিছু স্বপ্ন, কিছু কল্পনা"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "কিছু স্বপ্ন, কিছু কল্পনা"



💘


♡ ♥💕❤

শ্রাবনের সাঁঝরাতে মোমের নরম আলোয়,
জানালার পাশে বসে কলম ধরেছি,
হাওয়ারা আজ বড্ড উত্তাল ।
মোমের অনুজ্জ্বল শিখা বারে বারে কেঁপে যায় ।

বরষার একটানা শব্দ, ফিস ফিস স্বরে হাওয়াদের আলাপ;
সিক্ত বাতাস ঝাপটা মারে বারে বারে,
আমার চুল ভিজে যায়, ওষ্ঠ বেয়ে নামে জল ।

বৃষ্টির ফোঁটা মুছে দিতে চায় কবিতা আমার,
এভাবেই যদি মুছে দিত অতীতের দিনগুলি !
বৃষ্টির জলে চশমার কাঁচ ঘোলাটে এখন আমার,
আবছায়া কাঁচে ঝাপসা দেখি সব ।
কবিতার লাইনগুলো আজ লেপ্টানো,
বিস্মৃতপ্রায় তার শব্দগুলো ।


চলো নিজেকে বদলেই ফেলি,
নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে,
নিজেকে নতুন রূপে গড়ি।
একটু না হয় আবার নতুন করেই বাঁচি।

আমার জীবনে তুমিই সব,
আমার সুখ-স্বপ্নেরা আবর্তিত হয় তোমায় ঘিরে ।
আমার দুঃখরা জমাট বাঁধে তোমার অশ্রুতে ।

তোমার হাসিতে আমি জীবন খুঁজে পাই,
তোমার অভিমানে আমি মৃত্যুর স্বাদ পাই ।

আর কতবার, কিভাবে বোঝাবো বলো
ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়।

আমি আগলে আগলে রাখি তোমাকে,
সবার কাছ থেকে দূরে রাখি তোমাকে ।
বৃষ্টিতে যদি যাই ভিজে,
তবু তোমায় ভিজতে আমি দেই না ।
যদি ঝড় ওঠে কখনো আকাশে,
আমি বুকের মাঝে আগলে রাখি তোমাকে,
তবু ঝড়ের রেশ লাগতে দেই না ।

যদি কখনো ছেড়ে যাও আমাকে,
আমি তারপরে আর চাই না বেঁচে থাকতে।
যদি কখনো দূরে ঠেলো আমাকে,
তবে মৃত্যুকে নেব কাছে ডেকে ।
যদি অভিমানে মুখ তুমি ফেরাও
তবে যন্ত্রনায় পোড়াতে চাই নিজেকে ।

যদি কখনো বলো "ভালোবাসি",
তবে আরও একবার বাঁচার স্বপ্ন আমি দেখি ।

আমি অন্ধকারকে ভালোবাসি,
আলোকে নয় ।
আমি মৃত্যুকে ভালোবাসি,
জীবনকে নয় ।
আমি দুঃখকে ভালোবাসি,
সুখকে নয় ।
আমি অশ্রুকে ভালোবাসি,
হাসিকে নয় ।
আমি ভালোকে ভালোবাসি,
মন্দকে নয় ।
আমি তোমায় ভালোবাসি,
নিজেকে নয় ।

আলোর আকাশে সোনালী ঈগল,
ডানা মেলেছে তার বিশাল,
কর্কশ তীক্ষ্ণ চিৎকারে,
আলোর আকাশে মৃত্যুর রেখা আঁকে ।

♡ ♥💕❤


Sort:  
 2 years ago 

আমি অন্ধকারকে ভালোবাসি,
আলোকে নয় ।
আমি মৃত্যুকে ভালোবাসি,
জীবনকে নয় ।
আমি দুঃখকে ভালোবাসি,
সুখকে নয় ।
আমি অশ্রুকে ভালোবাসি,
হাসিকে নয় ।
আমি ভালোকে ভালোবাসি,
মন্দকে নয় ।
আমি তোমায় ভালোবাসি,
নিজেকে নয় ।

দাদা♥ প্রতিটি লাইন যেন হৃদয় ছুঁয়ে গেল।অভিনন্দন, অসাধারণ কাব্য শৈলী, মুগ্ধতা কবি,,

অনাবদ্য ছিল,,, 🌹❤️🌹

 2 years ago 

আমি তোমায় ভালোবাসি,
নিজেকে নয় ।

সকল প্রেমিক মানুষের এই ই বুঝি মনের কথা।অণু কবিতা খুব ভালো লিখেন দাদা।আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

ভক্তের অনুরোধ,ফ্রি হলে গল্প চাই দাদা।

 2 years ago 

চলো নিজেকে বদলেই ফেলি,
নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে,
নিজেকে নতুন রূপে গড়ি।
একটু না হয় আবার নতুন করেই বাঁচি।

নতুন করে বাঁচার স্বপ্ন আমরা সবাই দেখি। তবে বাস্তব জীবনে আমরা কতটা সেই স্বপ্নে বিভোর হতে পারি তা জানিনা। তবুও আমরা চেষ্টা করি নিজেকে নতুন রূপে গড়ে তুলতে। অসাধারণ লিখেছেন দাদা। আপনার লেখা কবিতাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনার লেখা কবিতার লাইনগুলো পড়ে অন্য অনুভূতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। দারুন কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।♥️♥️

Thank You for sharing Your insights...

 2 years ago 

আমি অন্ধকারকে ভালোবাসি,
আলোকে নয় ।
আমি মৃত্যুকে ভালোবাসি,
জীবনকে নয় ।
আমি দুঃখকে ভালোবাসি,
সুখকে নয় ।
আমি অশ্রুকে ভালোবাসি,
হাসিকে নয় ।
আমি ভালোকে ভালোবাসি,
মন্দকে নয় ।
আমি তোমায় ভালোবাসি,
নিজেকে নয় ।

হৃদয়ের অনুভূতিগুলো যেন রঙিন হয়ে উঠলো, হৃদয়ের বাসনাগুলো যেন আকাশকে আলোকিত করে তুললো। আহা কি অনুভূতি, কি ছন্দ!

আমি ভালোবাসি ভালোবাসি বলে চিৎকার করি না
আমি আবেগের মোহে দুর্বল হয়ে নিজেকে ভুলি না
আমি ফুলের নরম পাপড়িতে সক্ষমতা জাহির করি না
আমি কাটার আঘাতের ভয়ে লুকিয়ে থাকি না
আমি রাতের অন্ধকারে মুখোশে ঢাকা প্রেমিক সাজি না
আমি সুখের কামনায় হৃদয়ের অনুভূতি জলাঞ্জলি দেই না।

Thank You for sharing Your insights...

 2 years ago 

আমি দুঃখকে ভালোবাসি,
সুখকে নয় ।
আমি অশ্রুকে ভালোবাসি,
হাসিকে নয় ।
আমি ভালোকে ভালোবাসি,
মন্দকে নয় ।

দাদা,6 নং প্যারা পড়ে মন ভরে গেল।এককথায় অনবদ্য।ধন্যবাদ দাদা,ভালো থাকবেন।

 2 years ago 

প্রথম কবিতাটির লাইনগুলো... আহ্.. কি চমৎকার..

ফাঁকা মাঠ। মাঠ শেষে আমবাগান। সেই আমবাগানে একটা আম গাছের নিচে পাটি পেরে বসে আপনার কবিতার বই খুলে কবিতাগুলো পড়লে হয়তো সবচেয়ে বেশি মজাটা অনুভব করা যাবে। দক্ষিণা বাতাসে সেই মুহূর্তটা হয়তো আরো অনেক বেশি সুন্দর লাগবে।

 2 years ago 

চলো নিজেকে বদলেই ফেলি,
নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে,
নিজেকে নতুন রূপে গড়ি।
একটু না হয় আবার নতুন করেই বাঁচি।

ওয়াও দাদা অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি। আপনার কবিতাগুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতাগুলো অনেক আকর্ষণীয় হয়েছে। ধন্যবাদ দাদা এত সুন্দর কবিতা পড়ার সুযোগ করে দেয়ার জন্য

 2 years ago 

বেশ ভালো লেখেছেন।একেকটা একেক রকম সুন্দর।

আমি আগলে আগলে রাখি তোমাকে,
সবার কাছ থেকে দূরে রাখি তোমাকে ।
বৃষ্টিতে যদি যাই ভিজে,
তবু তোমায় ভিজতে আমি দেই না ।
যদি ঝড় ওঠে কখনো আকাশে,
আমি বুকের মাঝে আগলে রাখি তোমাকে,
তবু ঝড়ের রেশ লাগতে দেই না ।

বেশ ভালো লেগেছে,একেই বলে প্রেমিক মানুষ 😜।ধন্যবাদ

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



দাদা আপনার সম্পূর্ণ কবিতায় ভালোবাসা দিয়ে ভরপুর ।আপনার কবিতার গুলো অনেক ছন্দময়।কবিতা গুলো পড়ে আমার মন ভালো হয়ে গেল।আপনার কবিতার মধ্যে
image.png

লাইন গুলো আমার অনেক ভালো লেগেছে।অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58951.49
ETH 2505.59
USDT 1.00
SBD 2.48