শুভ জন্মদিন "আমার বাংলা ব্লগ"
দেখতে দেখতে অবশেষে "আমার বাংলা ব্লগ" দু'বছরে পদার্পণ করলো । আজ, অর্থাৎ ১১ জুন হলো "আমার বাংলা ব্লগ" এর দ্বিতীয় জন্মদিন । আজকে ভোরে ঘুম থেকে উঠেই বাজারে হাঁস কিনতে পাঠালাম আর সেই সাথে একটা কেকের অর্ডার । আজ সন্ধ্যায় টিনটিনবাবু "আমার বাংলা ব্লগের" বার্থডে কেক কাটবে ।
ব্লগিং আমার একটি শখ । আর যেহেতু আমি একটু প্রযুক্তি ঘেঁষা মানুষ তাই Steemit নামক ডিসেন্ট্রালাইজড ব্লকচেইন বেজড ব্লগিং প্ল্যাটফর্মে আমার ব্লগিং করতে এতো ভালো লাগে । শুধুমাত্র নিজেদের মাতৃভাষা বাংলায় যাতে আমরা ব্লগিং করতে পারি সে জন্য আজ থেকে দু'বছর পূর্বে ২০২১ সালের জুন মাসে প্রতিষ্ঠা করেছিলাম "আমার বাংলা ব্লগ" । শুরুতে আমাদের জার্নিটা এতটা মসৃণ ছিল না । আমাদের কমিউনিটি শুধুমাত্র "বাংলা ভাষায়" হওয়ার কারণে এবং কাউকে তোষামোদ করার অভ্যাসটা আমার কোনো কালেই না থাকাতে স্টিমিট টিমের এবং স্টিমিট representative কারোরই কোনো হেল্প পাইনি ।
তবে, আমি চিরটাকাল স্বাধীনচেতা মানুষ । জীবনেও কারোর কাছে কখনো মাথা নত করে বা খোষামোদ করে চলিনি । সো, এখানেও তা করবো কেন ? একদম কাউকে সঙ্গী না করেই শুরু করলাম আমার জার্নি । একদম প্রথম পোস্টেই একটা উৎসাহমূলক কমেন্ট পেলাম আমাদের কমিউনিটির বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ হাফিজউল্লাহর (hafizullah) কাছ থেকে । এটা আমাকে বেশ প্রভাবিত করেছিল । তাই অব্যাহত রাখলাম আমার জার্নি ।
এরপরে ক্রমে আমার বাংলা ব্লগের প্রথম অ্যাডমিন প্যানেল গঠন করলাম । আমার ভাই, দীপ্র এরা যোগ দিলো অ্যাডমিন হিসেবে । কাজটা আরো দ্রুত তালে এগিয়ে চললো । পরবর্তীতে, হাফিজ ভাই, সুমন ভাই, শুভ ভাই, আরিফ ভাই যোগদান করলেন কমিউনিটির মডারেটর হিসেবে ।
তখন আমরা একদম ছোট্ট কমিউনিটি । বাইরের কোনো সাপোর্ট পাই না । তখন ঠিক করলাম অন্য কারোর ওপর ভরসা করলে এ কমিউনিটি খুব দ্রুতই হারিয়ে যাবে । self-reliant হতে হবে, তাহলে কমিউনিটির একটা ভবিষ্যৎ থাকবে । যা ভাবা সে কাজ । শুরু করলাম ধাপে ধাপে কিন্তু নিশ্চিতভাবে কমিউনিটির পাওয়ার বাড়ানোর কাজ । এবং একদিন সফল হলাম ।
শুরুতে আমাদের কমিউনিটির rank ছিল ৬৮ । এক মাস পরে হলো ৩৭ । ছয় মাস পরে হলো ১৬ । প্রথম বছর পূর্ণ হওয়ার আগেই rank হলো ২ । আর এরপরে সেই যে rank ১ হলো, আর কোনোদিনও সেখান থেকে আমাদেরকে কেউ নামাতে পারেনি । সমগ্র স্টিমিট প্লাটফর্মে সব চাইতে বেশি নিয়ম কানুন এখন আমাদের কমিউনিটিতে, সব চাইতে বেশি এনগেজমেন্ট আমাদের কমিউনিটিতে আর সব চাইতে বেশি কোয়ালিটি পোস্ট করাও হয় আমাদেরই কমিউনিটিতে ।
আজ ১১ জুন ভারতীয় সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "আমার বাংলা ব্লগ" এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে এক বিশেষ মনোজ্ঞ ভার্চুয়াল অনুষ্ঠান । আপনারা সবাই আমন্ত্রিত । জন্মদিনের আনন্দ সবার সাথে সমান ভাগে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে আজ, আগামীকাল এবং পরশু এই তিনদিন ধরে প্রতিদিন রাত সাড়ে আটটায় (ভারতীয় সময়) বিবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । আপনারা সবাই আমন্ত্রিত ।
≋ সংক্ষিপ্ত অনুষ্ঠানসূচি ≋
꧁প্রথম দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১১ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
𓇻 শুভেচ্ছা বক্তব্য, প্রতিষ্ঠাতা-সহকারী প্রতিষ্ঠাতা ও এডমিন-মডারেটর।
𓇻 কমিউনিটির সদস্যদের অনুভূতি শোনা।
𓇻 লোগো কনটেস্ট রেজাল্ট প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৮ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 প্রতিযোগিতা ৩৯ তম পর্বের ফলাফল প্রকাশ।
𓇻 কমিউনিটির সর্বোচ্চ এক্টিভিটিসকারীদের অ্যাওয়ার্ড প্রদান।
𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।
꧁দ্বিতীয় দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১২ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কুইজ কনটেস্ট
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কবিতা আবৃত্তির উৎসব
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে গানের উৎসব
𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।
꧁তৃতীয় দিবস꧂
ꕥ ভেন্যু : "আমার বাংলা ব্লগ" এর অফিসিয়াল ডিস্কর্ড চ্যানেল
ꕥ সময় : ১৩ জুন ২০২৩, ভারতীয় সময় রাত সাড়ে আটটা
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে কবিতা আবৃত্তির উৎসব
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে গানের উৎসব
𓇻 কমিউনিটির সদস্যদের পার্টিসিপেন্টে আনলিমিটেড ডিজে পার্টি (ডিজে : সিয়াম, আইরিন এবং পূজা)
𓇻 এয়ারড্রপ এবং গিভওয়ে।
------- ধন্যবাদ -------
পরিশিষ্ট
আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)
তারিখ : ১১ জুন ২০২৩
টাস্ক ২৯২ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron
আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx
৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :
TX ID : d2f402977e3b08aad768a1604380bb751d215267f2d42a3e831cf6c827082d5b
টাস্ক ২৯২ কমপ্লিটেড সাকসেসফুলি
Account QR Code
VOTE @bangla.witness as witness
OR
সত্যি দাদা পুরনো সেই স্মৃতিগুলোর মাঝে যেন হারিয়ে গেলাম, দেখতে দেখতে দুই বছর অতিক্রম করে ফেললাম, যদিও শুরুতে এটা শুধূই কল্পনা ছিলো আমার কাছে। কারন এই প্লাটফর্মে আসার পর একটা বিষয় বেশ গভীরভাবে অনুধাবন করলাম আর সেটা হলো বাংলা ভাষায় অনুভুতি প্রকাশ করার সুযোগ, যেটা একদমই ছিলো না। কাউকে এগিয়ে আসতেও দেখলাম না, শেষে নিজেই বাংলা প্রকাশের একটা কমিউনিটি খোলে ফেললাম, আর নানাভাবে সুযোগ খুঁজতে থাকলাম।
একদিন বিওসি কমিউনিটির ইনভাইটেশন পেলাম তারপর সেখানে গিয়ে জানতে পারলাম ব্ল্যাকস ভাই বাঙালী, খুশি হলাম বেশ এবং সেখানে নিয়মিত হওয়ার চেষ্টা করলাম, যদিও প্রতিকূলতা ছিলো সেখানেও। কিন্তু আমি ধমে যাইনি, কারন এগিয়ে যেতে হবে, বাংলার টান যে হৃদয়ের মাঝে তখনও জাগ্রত, সেটাকে ধরে রাখতে হবে। তারপর হঠাৎ করেই একদিন ঘোষণা দেখলাম আপনার, তাৎক্ষনিকভাবে নিজের অনুভূতি প্রকাশ করলাম, আশান্বিত হলাম কিছু পাওয়ার। সত্যি সেদিনের আশাটা বৃথা যায় নাই, আপনার মতো একজন সুহৃদয়ের মানুষের উপস্থিতি সেটা দারুণভাবে পূর্ণ করে দিলো। আজ হাজারও হৃদয়ের ভালোবাসায় আপনি উজ্জ্বল তারার মতো ভালোবাসার আকাশে।
ভালোবাসার এই আয়োজন থাকুক হৃদয়ের আবেগ প্রকাশের ক্ষেত্রে, ভালোবাসার এই আয়োজন থাকুক জীবনের প্রয়োজন দূর করতে, ভালোবাসার এই সৃষ্টি থাকুক হৃদয়কে রঙিন রাখতে। ভালোবাসা রইল আমার বাংলা ব্লগের প্রতি, ভালোবাসা রইল আপনার প্রতি এবং আপনার সাথে থাকা প্রতিটি মানুষের প্রতি যারা সব সময় আপনাকে উৎসাহ দিয়েছে এই কমিউনিটির জন্য। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।
আমরা অনেক চেষ্টা করেছিলাম আপনার নেতৃত্বে ব্লকচেইনে বাংলাকে প্রতিষ্ঠিত করতে। মনে আছে নিশ্চই আপনার। দাদার নেতৃত্বে আমাদের সেই স্বপ্ন পূরন হয়েছে। ব্লকচেইনে বাংলা আজ প্রতিষ্ঠিত।
চারিদিকে খুশির জোয়ার
ফুল পাখিরাও হাসে,
জন্মদিনের শুভেচ্ছাটা
জানাই ভালোবেসে।
শুভ শুভ শুভ দিন
বাংলা ব্লগের জন্মদিন
আনন্দ আজ সীমাহীন
বাজুক সানাই বাজুক বীন
বাংলা ব্লগের জন্মদিন
🎂🥀🎂
আমার বাংলা কমিউনিটির একজন সদস্য হতে পেরে সত্যিই গর্বিত। সবচেয়ে বেশি গর্বিত একজন বাঙালি হিসেবে এই প্লাটফর্মে সফলতা পাওয়ায়। দাদা আপনি অনেক বড় মহৎ মনের মানুষ আপনার উদ্যোগ আপনার অগ্রযাত্রা সত্যিই আমাদের জন্য অনেক সুফল বয়ে এনেছে। দীর্ঘ দুই বছর এই প্লাটফর্মের সাথে জড়িত আছি। এই প্লাটফর্ম আমাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু শিখিয়েছে নিজের প্রতিভাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে । সত্যিই এই পাওয়াটা সবচেয়ে বড় পাওয়া যেটা কখনো কল্পনা করিনি এখান থেকে পাব। আমার বাংলা কমিউনিটি একটা পরিবারের মত যেখানে অনেক সদস্য রয়েছে যাদের সাথে ভাতৃত্ব এবং প্রিয় মানুষগুলোর মধ্যে নিজেকে বিরাজমান করতে পেরে সত্যিই অনেক আনন্দিত। ধীরে ধীরে আমরা প্রতিটি অগ্রযাত্রায় এগিয়ে চলেছি সব সময় এই প্লাটফর্মের সঙ্গে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব এটাই আমার বড় প্রত্যাশা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দেখতে দেখতে দুটি বছর পার হয়ে গেলো।আমার পক্ষ থেকে জানাই শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ পরিবার।আসলে এখানে কাজ করে আমরা অনেক অনুভূতি প্রকাশ করতে পারি।দুই বছর পূর্ন হয়ে গেলো আমার বাংলা ব্লগ,বাকি দিন গুলো আমরা সবাই এক সঙ্গে যেনো কাটাতে পারি।শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ পরিবারকে।ধন্যবাদ ❤️
প্রথমেই আমার বাংলা ব্লগ পরিবারের শুভ কামনা করছি। দেখতে দেখতে আমার বাংলা ব্লগ কমিউনিটি দু বছর চলে গেলো। আজকে হচ্ছে আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্মদিন 🍰🎂। সবাইকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সত্যি দাদা এভাবে আস্তে আস্তে আমরা বহু দুরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। তিন দিন আমরা সবাই মিলে ভীষণ আনন্দ উপভোগ করবো আমার তো ভীষণ খুশি লাগতেছে। অপেক্ষায় আছি দাদা। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
যদিও প্রথম দিকের জার্নিটা বেশ কঠিন ছিল। তবুও আপনি তো দাদা একলা চলো গতিতে নিজেকে এগিয়ে নিয়ে গেলেন বহুদূর। আজ আমার বাংলা ব্লগের দিকে বিশ্ব তাকিয়ে। সমগ্র স্টিমিট প্লাটফর্মে আমাদের আমার বাংলা ব্লগ কমিউনিটি রাঙ্কিং এ ১ নম্বর। আমি আজ গর্ববোধ করি যে একটি ক্ষুদ্র মানুষ হয়ে আমি এই কমিউনিটির একজন ভেরিফাইড ইউজার। ধন্যবাদ দাদা আমাদের কে এত সুন্দর একটি কমিউনিটি উপহার দেওয়ার জন্য। আশা করি ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে তিনদিন ব্যাপি আয়োজন করা অনুষ্ঠানে প্রতিটি পর্বে সবাই বেশ আনন্দ উপভোগ করবে।
আমার বাংলা ব্লগ কমিউনিটি দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা রাখার জন্য আমি কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আজ রাত থেকে অনাবিল আনন্দ উৎসব শুরু করবো এবং উপভোগ করবো।
আমাদের প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক মোবারকবাদ।আসলে বলতে গেলে হাফিজ ভাইয়ের অবদান অনেক এই কমিউনিটির জন্য।তার সাথে সাথে বাকি এডমিন মোডারেটরদেরও অনেক অবদান রয়েছে।যাইহোক এইবারের বর্ষপূর্তি অনেক অনেক মজা হবে। আর সেই অপেক্ষায় আছি।
আসলেই দাদা যেকোনো কিছু শুরু করে টিকে থাকা এতো সহজ না। সেজন্য প্রচুর পরিশ্রম, ডেডিকেশন এবং বিভিন্ন ধরনের টেকনিক এপ্লাই করতে হয়। হাফিজ ভাইয়ের প্রথম কমেন্টটি আপনাকে বেশ প্রভাবিত করেছিল, জেনে সত্যিই খুব ভালো লাগলো। আমাদের কমিউনিটি টপ লেভেলে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানসূচি দেখে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে দাদা। হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করে লুচি দিয়ে খাবেন নাকি দাদা? আমাদের সবার প্রিয় টিনটিন বাবু আজকে সন্ধ্যায় কেক কাটবে, এটা ভেবে আমার দারুণ অনুভূতি হচ্ছে। দাদা আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।