Indian Museum ভ্রমণ -পর্ব ১৯

in আমার বাংলা ব্লগ2 years ago

Indian Museum ভ্রমণ -পর্ব ১৯


পূর্বের এপিসোড : Indian Museum ভ্রমণ -পর্ব ১৮


শুভ অপরাহ্ন বন্ধুরা,

কয়েকদিন ধরে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না । করোনা কি না কে জানে । যাই হোক তবুও আমি কর্তব্যে অবহেলা করিনি মোটেও । সঠিক সময়ে সব কমুনিটিগুলোতে curation এর কাজ সামলিয়েছি খুবই ভালো ভাবে । আশা করছি ভবিষ্যতেও পারবো এমনটি করতে ।

আমাদের এখানে আজ সকাল থেকে আকাশ অনেক মেঘলা । কাল রাতে মেঘ ডেকেছিল । খুব সম্ভবতঃ আবার বৃষ্টি আসতে পারে । সেই জন্যই আজকে ঠান্ডা অনেকটাই কম ।

গত কয়েকদিন ধরে মিউজিয়ামের স্টাফ করা নানান ধরণের প্রাণীকুলের ফোটোগ্রাফি শেয়ার করে যাচ্ছি ক্রমাগত । এই রকম আরো বেশ কিছু এপিসোড শেয়ার করার ইচ্ছে আছে । তার মধ্যে থাকবে কিলার হোয়েল, নীল তিমি আর হাতির কঙ্কাল, নানান ধরণের পাখি, উভচর ও কুমির, সামুদ্রিক প্রাণিকুল এবং নানান ধরণের প্রাচীন শৈল্পিক বস্তু ।

আজকের এপিসোডে থাকছে নিচের প্রাণিকুল :

১. এশিয়ান টাপির বা তাপির
২. সাইবেরিয়ান আইবেক্স
৩. মার্কো পোলো শীপ বা আগালি
৪. জিরাফ
৫. এশিয়ান বাদামি ছাগল
৬. হিপপোটেমাস
৭. মিরক্যাট
৮. বুটেট ম্যাকাক
৯. মুর ম্যাকাক
১০. পার্পল ফেসড লীফ মাঙ্কি
১১. কমন শিম্পাঞ্জী
১২. লং টেইল লাঙ্গুর
১৩. কুকুর মুখো বেবুন

তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আয়োজন কি আছে !


নানান ধরণের বাঁদর প্রজাতি । সবার উপরের তাকে বুটেট ম্যাকাক । মাঝের তাকে বাম দিকে মুর ম্যাকাক, ডান দিকে পার্পল ফেসড লীফ মাঙ্কি । নিচের তাকে বাম দিকে - কমন শিম্পাঞ্জী, লং টেইল লাঙ্গুর এবং কুকুর মুখো বেবুন
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এশিয়ান টাপির বা তাপির । অদ্ভুত দর্শন এরা । না শূকর না ইঁদুর । বরং বলা যায় মাঝামাঝি এক জন্তু । নাকটা আবার ইঁদুরের মতোই দেখতে । এরা কিন্তু বেশ বড় হয়ে থাকে । ৫ ফুট থেকে ৮ ফুট লম্বা এবং ওজনে প্রায় ৬০০ কেজি হয়ে থাকে এরা ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সাইবেরিয়ান আইবেক্স (বাঁয়ে ) ও মার্কো পোলো শীপ বা আগালি (ডানে) । পূর্ণ বয়স্ক এই ছাগল-ভেড়া জাতীয় জীব দেখে আমার চক্ষু ছানাবড়া । সাইবেরিয়ান আইবেক্স হলো এক জাতের পাহাড়ি ছাগল; এদের ওজন প্রায় ৩-৪ মন হয়ে থাকে । মার্কো পোলো শীপ হলো ভেড়া জাতীয় প্রাণী । এদের ওজনও ১৩০-১৪০ কেজি হয়ে থাকে ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দেয়ালে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে নানা প্রজাতি হরিণ জাতীয় প্রাণীর মাথা । একটি জিরাফের মাউন্ট করা মাথাও রয়েছে । আর নিচের তাকে রয়েছে একটি পূর্ণবয়স্ক দেশি বাদামি ছাগল ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


সবার উপরের তাকে রয়েছে একটি Meerkat । এর নিচে রয়েছে একটি বটল মুখো ডলফিন এবং সবার সামনে রয়েছে একটি সামুদ্রিক সিল ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


এটি একটি হিপো বা হিপপোটেমাস । বাংলায় বলে জলহস্তী । হাতির মতোই বিশাল দেহ আর সব সময় জলে কাটায় বলে এদের এই রকম নাম করণ করা হয়েছে । এরা তৃণভোজী প্রাণী । আফ্রিকা এদের আবাসভূমি ।
স্থান : Indian Museum, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  

Indian museum which has a lot of animals like monkeys, it looks like this monkey is still alive if you look at it heheh

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



That's really cool.

 2 years ago 

দাদা,সবগুলো ফটোগ্রাফি দেখে মনে হলো এত প্রাণীর সমাহার। সবগুলো প্রাণী দেখতে খুবই সুন্দর। এইরকম প্রাণীগুলো আমরা কখনো দেখি নি,কিন্তু মিউজিয়াম অথবা চিড়িয়াখানা মানেই নতুন পশুপাখির মেলা।যেখানে পরিচিত,অপরিচিত সকল কিছু দেখা যায়। ধন্যবাদ আপনাকে দাদা,প্রতিনিয়ত নতুন নতুন ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনি একজন দায়িত্ববান মানুষ। আপনি আপনার অসুস্থতার মাঝেও সকল দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি দাদা। দাদা আপনি আপনার অসুস্থতার মাঝেও মিউজিয়ামের স্টাফ করা নানান ধরণের প্রাণীকুলের ফোটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনি আজকে যে ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন এরমধ্যে বিভিন্ন প্রজাতির হরিণ জাতীয় প্রাণীর মাথার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে দাদা। আপনার এই ফটোগ্রাফিগুলোর মাধ্যমে বিভিন্ন প্রাণীর স্টাফ করা দেহগুলো দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা। শুভকামনা রইলো আপনার জন্য।

Loading...

so wonderfull

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

আবারো দেখতে দেখতে 19 পর্ব হয়ে গেল। সত্যিই এগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে যায়। মনে হয় একদম বাস্তবের মত। এত সুন্দর সুন্দর হাতের কাজ। নানান ধরনের বাঁদর প্রজাতি তারপরে তাপির এটা কেমন লাগলো । দেওয়ালে সারিবদ্ধ ভাবে সাজানো রয়েছে নানা প্রজাতির হরিণ এর মাথা।সত্যিই বাস্তবে যদি দেখতাম তাহলে কতই না ভালো হতো


IMG_20220106_113311.png

 2 years ago 

দাদা আপনার সুস্থতা সকলের জন্য কাম্য। আপনার জন্য দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের সাথে আগের মতো হাসি মুখে সময় পার করতে পারেন। ইন্ডিয়ান মিউজিয়ামের অনেক পর্ব শেয়ার করেছেন বিভিন্ন ধরনের প্রাণীর কঙ্কাল স্মৃতি ভাস্কর্য দেখতে ভালোই লাগছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন যেটা দেখে ধন্য হলাম। ❤️❤️

 2 years ago 

দাদা আপনার কাছে একটা অনুরোধ থাকবে। দয়া করে দাদা ডাক্তার দেখিয়ে ঔষধ খাবেন। দাদা আপনি ভালো ও সুস্থ থাকলে তো আমার সবাই ভালো থাকতে পারি। দুআ করি আল্লাহ তায়ালা যেনও আপনাকে সুস্থ করে দেয় খুব তাড়াতাড়ি 😭😭😭।দাদা আপনি আমার বাংলা ব্লগ পরিবারের একটা বট গাছ,যেই বট গাছের ছায়া ছাড়া আমরা সবাই অসহায়। দাদা আপনি যে অসুস্থ কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না😭😭।

দাদা আজকের মিউজিয়ামের সব গুলো প্রাণীর ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। নানান ধরণের বাঁদরের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে দাদা।দেখে মনে হচ্ছে জীবন্ত তাকিয়ে আছে সুন্দর করে।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63582.02
ETH 3289.90
USDT 1.00
SBD 3.88