শারদীয়া দুর্গোৎসব ১৪২৯ : পূজা পরিক্রমা পর্ব ১২steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago


আজকে পোস্ট করতে চলেছি অষ্টমীর রাতের সর্বশেষ দুটি পুজো প্যান্ডেলের ফোটোগ্রাফ । আজকের এপিসোডের পর থেকে অর্থাৎ, ত্রয়োদশ পর্ব থেকে শুরু হবে নবমীর পুজো প্যান্ডেল হপিং । নবমীর রাতে আমরা অনেক ঘুরেছি বাট ছবি তোলার তেমন একটা ফুরসৎ পাইনি । মোট ৩২ টা পুজো প্যান্ডেল ঘুরেছি শুধু নবমীর রাতে ।

বেশিরভাগই নরমাল পুজো মণ্ডপ । সাজসজ্জা নেই তেমন একটা । তবুও পুজো মণ্ডপ তো । ঘুরে ঘুরে দেখলাম সব । আজকের এপিসোডের অষ্টমীর রাতের লাস্ট পুজো প্যান্ডেল দুটি জাস্ট অসাম ছিল । একটা ছিল অশ্বিনিপল্লির মাঠের পুজো আরেকটা ছিল দক্ষিণপাড়ায় ।

অশ্বিনিপল্লির মাঠের পুজোটা একটু অভিনব । প্রকান্ড একটা প্লাস্টিকের তৈরী ফুটবলের পেটের মধ্যে পুরো পুজো প্যান্ডেল । আর পরের প্যান্ডেলটা ছিল পুরোটাই রংবেরঙের চীনা ফানুস, তিব্বতি থাঙ্কা, তিব্বতি মুখোশ আর অসংখ্য কালার আর ডিজাইনের ছাতা দিয়ে ।


আমাদের পাড়ার ঠিক দুটো পাড়া পরেই অশ্বিনীপল্লী । এই অশ্বিনীপল্লীর প্রকান্ড খেলার মাঠে পুজো হয় । এবছরের থিম ছিল ফুটবল । মাঠের মধ্যে প্লাস্টিকের পাতলা পর্দা দিয়ে প্রকান্ড একটা ফুটবল তৈরী করা হয়েছিল । তার পেটের মধ্যেই গোটা পুজোটা অনুষ্ঠিত হয়েছিল । ফুটবলের পেটের মধ্যে ঢোকার মুখটা আবার অবিকল গ্যালারির গেটের মতো । তনুজা আর টিনটিন ফুটবলের পেটের মধ্যে ঢোকার আগে নিজেদের একটা ছবি উঠে নিলো ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ১০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20221003_185900.jpg

অতিকায় ফুটবলের পেটের মধ্যে দূর্গা প্রতিমা । দূর্গা প্রতিমাটি স্থাপন করা হয়েছে গোলপোস্টের মধ্যে । অভিনব আইডিয়া সব । মণ্ডপের সিলিং থেকে ঝুলছে অসংখ্য মখমলের ঝালর । মণ্ডপে আমার একটা সেলফি ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ১০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


নেক্সট পুজো প্যান্ডেল এটা । রংবেরঙের চীনা ফানুস, তিব্বতি থাঙ্কা, তিব্বতি মুখোশ আর অসংখ্য কালার আর ডিজাইনের ছাতা দিয়ে এই মন্ডপটির সজ্জা । এটি মণ্ডপে ঢোকার প্রধান ফটক ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


পুজো মণ্ডপের ভেতরের সাজ সজ্জা দেখুন । বেশ দেখতে হয়েছে । এমনকি ঢাকগুলোও দারুণভাবে সাজিয়েছে ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


IMG_20221003_194157.jpg

IMG_20221003_194204.jpg

IMG_20221003_194247.jpg

আমরা তিনজনে মিলে মণ্ডপের ভেতর একটা সেলফি তুললাম ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ৩০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


দূর্গা প্রতিমাটিও মোটামুটি ভালোই করেছে এরা । ভালই লেগেছে আমার ।

তারিখ : ০৩ অক্টোবর ২০২২

সময় : সন্ধ্যা ০৯ টা ৪০ মিনিট

স্থান : কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।


ক্যামেরা পরিচিতি : OnePlus

ক্যামেরা মডেল : EB2101

ফোকাল লেংথ : ৫ মিমিঃ



✡ ধন্যবাদ ✡


পরিশিষ্ট


প্রতিদিন ৪৫০ ট্রন করে জমানো এক সপ্তাহ ধরে - ২য় দিন (450 TRX daily for 7 consecutive days :: DAY 02)


trx logo.png



সময়সীমা : ২৩ অক্টোবর ২০২২ থেকে ২৯ অক্টোবর ২০২২ পর্যন্ত


তারিখ : ২৪ অক্টোবর ২০২২


টাস্ক ১০০ : ৪৫০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৪৫০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 2dc938a1b062ed650f10f20e9415de6ab9e2f564acb87f286a3c47338bf7d667

টাস্ক ১০০ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

পূজোয় যে এবার দাদা জম্পেশ ঘোরাঘুরি করেছে সেটা বুঝতে আর বাকি নেই। এক রাতে ৩২টা প্যান্ডেল! ভাবা যায় 🤔😱!
ফুটবল নিয়ে থিম টা এককথায় অসাধারণ ছিল দাদা। একদম চমক দেওয়ার মত যাকে বলে। আর চায়না ফানুস দিয়ে সাজানো মন্ডপ টাও বেশ আকর্ষণীয় লাগছিল।

তবে দাদা আপনাদের তিন জনের সেলফি নেওয়ার সময় টিনটিনের মুখের হাসি টা খেয়াল করেছেন? কি মিষ্টি লাগছে 👌👌ছবি তোলার সময় এত মিষ্টি হাসি আমাদের গোলটু বাবুর মুখে খুবই কম দেখি।

 2 years ago 

আমিও এবার বেশ অনেক গুলো পুজো মন্ডপে ঘুরেছিলাম আমাদের গ্রামে বাসা তো তাই এখানে তেমন সাজ সজ্জা করে না মন্ডপ গুলোতে তবুও গ্রামে এগুলোই বেস্ট। অনেক দারুন দারুন ফটোগ্রাফির মাধ্যমে দেখলাম পশ্চিম বঙ্গের পুজোর সাজ সজ্জা দারুন ছিল😍😍❤️❤️

👌👌👌 jai maa kali

 2 years ago 

নবমীর রাতের ব্যস্ততার কথা যদিও আমরা আগেই জানতাম কারণ আপনি তার আগের মিটিং এর সময় বলেছিলেন ভাই । তবে নবমীর দিনে যে এত গুলো পুজো মণ্ডপে ঘুরেছিলেন , তা হয়তো পোস্ট না পড়লে অজানাই থেকে যেত । তবে এইটা সত্য ফুটবল থিম জাস্ট অসাধারণ ও ব্যাতিক্রম লাগলো ।

 2 years ago 

প্রকান্ড একটা প্লাস্টিকের তৈরী ফুটবলের পেটের মধ্যে পুরো পুজো প্যান্ডেল ।

অশ্বিনীপল্লীর পুজোর আইডিয়া সত্যি একেবারে ভিন্ন। ফুটবল কে কেন্দ্র করে একটি পুজো প্যান্ডেল সাজানো একেবারে অভিনব আইডিয়া ছিল। পুজোর থিমটি একেবারে ভিন্ন ছিল। ফুটবলের পেটের মধ্যে পুজো মন্ডপ ভাবতেই অবাক লাগছে। এছাড়া অন্য মন্ডপটি দেখেও ভালো লাগলো। বিভিন্ন রকমের ফানুস দিয়ে সাজানো মন্ডপটি। সব মিলিয়ে দারুন ছিল দাদা।

 2 years ago 

ফুটবল কে কেন্দ্র করে যে পূজা প্যান্ডেল সাজানো যায়,সত্যিই খুব ভাল লাগলো।সবাইকে খুব মিষ্টি লাগছে।অনেক বেশি ভাল লাগা ভরপুর করে থাকুক সবার মাঝে। অনেক অনেক অনেক ভালবাসা সবার জন্য।

Congratulations!

Your post has been rewarded by the Seven Team.
Delegate Steem Power to @steem-seven or Cast your vote to @seven.wit witness! This way you will be supporting this initiative.

Support partner witnesses

@cotina
@bangla.witness

We are the hope!

 2 years ago 

অষ্টমীর রাতে দুটি পূজা মন্ডপের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে দাদা ভাই। আর সত্যিই অবাক হলাম যে নবমীর দিনে ৩২ টি পূজো মন্ডপ ঘুরেছেন। বোঝাই যাচ্ছে খুব আনন্দ করেছেন এবারের পূজোয়। সত্যি ফুটবল থিমের পূজা মন্ডপটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আইডিয়াগুলো অনেক চমৎকার ছিল। সেই সাথে আপনাকে, বৌদিকে এবং টিনটিন বাবুকে একসাথে চমৎকার লাগছে। ভালো থাকবেন দাদাভাই। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

তনুজা আর টিনটিন ফুটবলের পেটের মধ্যে ঢোকার আগে নিজেদের একটা ছবি উঠে নিলো ।

হাহাহ,দাদা আপনি পারেন বটে।যেকোনো সাধারণ কথাকেও এমন ভাবে বলতে পারেন যেনো পুরোই ফানি কিছু।এটা পড়ে হাসতে হাসতে শেষ।দেখে বেশ বুঝা যাচ্ছে আপনারা ক্লান্ত,অনেক ঘুরেছেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.034
BTC 64333.84
ETH 2760.35
USDT 1.00
SBD 2.65