একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"

in আমার বাংলা ব্লগ2 years ago


Copyright-free Image source : Pixabay


একগুচ্ছ অণুকবিতা "ফেসবুকের টুকরো কথা"



💘


♡ ♥💕❤

রাত জেগে ফেসবুকে কবিতা লিখি না আমি,
যখন মন চায় টুকরো কথার জাল বুনি ।
আবোল তাবোল, জীবনের টুকরো কথা,
হৃদয়ের যত জমানো গোপন ব্যাথা।
লিখে যাই যা মন চায়, দিন-রাত্রি,
সৃষ্টিছাড়া লেখার সৃষ্টির উল্লাসে আমি মাতি ।

এখানে বৃষ্টি নেই বারোমাস,
এখানে গাছেরা সবুজ নয়।
এখানে দিনে মরুভূমি,
রাতে ভীষণ তীব্র ব্লিজার্ড |

শেষ বিকেলের নরম আলো দ্রুত ফুরিয়ে আসছে ,
অস্তগামী বিদায়ী সূর্য্যের শেষ রশ্মি দ্রুত মুছে যাচ্ছে ।
এই মুঠিতে আমি ফুরিয়ে যাওয়া আলোকে বন্দী করতে চাই ।
বিশ্বসংসারের সবাই সময়ের অধীন হলেও,
শুধু সময় কারোও অধীন নয় ।
তাই, সময় ফুরিয়ে আসছে, বুঝতে পারছি ।
নিজ বিদায়ের পদধ্বনি ,
আজ নিজের কানেই ধ্বনিত হতে আমি শুনছি ।

এই বেশ ভালো আছি ।
ভালোবাসি, এতেই আনন্দ খুঁজে পাই;
কেন তাকে বলতে হবে ?
ভালোবাসি তোমায় !
বোঝে তো বুঝুক সে,
বলতে কেন হবে?
তাকে ভালোবেসে তৃপ্ত এ হৃদয়,
ভালো যদি সে নাও বাসে তবুও আমায়।

সকাল থেকেই আজ বৃষ্টি নেমেছে,
টবে রাখা শুষ্কপ্রায় গাছটি আজ ভিজছে ।
বেঁচে থাকার এই তো আনন্দ ।
ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।

আমার শহরের বুকে আজ বৃষ্টি নেমেছে,
শুষ্ক মৃতপ্রায় এ মরুশহরের তেষ্টা মেটাতে ।
বৃষ্টির ফোঁটাগুলো নতুন জীবন এনেছে,
ইট-কাঠ-পাথরের হৃদয় আজ ভিজতে শিখেছে ।

♡ ♥💕❤


Sort:  
 2 years ago 

দাদা আপনার প্রতিটি কবিতা পড়ে অনেক উৎসাহ এবং কিছু লেখার শক্তি পাই। তবে আমি কবিতা লেখা শুরু করেছি আপনার কবিতা গুলো থেকে শক্তি নিয়ে এবং নিজেকে কবি ভাবতে শুরু করেছি। জানিনা কখনো কবি হতে পারবো কি না?

 2 years ago 

আপনার অনুকবিতা গুলো জাস্ট অসাধারণ হয়েছে দাদা । সবগুলো কবিতাই পড়ে ভালো লাগলো ।

বিশ্বসংসারের সবাই সময়ের অধীন হলেও,
শুধু সময় কারোও অধীন নয় ।

শুধু সময়ে যেন আমাদের অধীনে নয় । সময় সময়ের নিয়মে চলে যাচ্ছে আমাদের জীবন থেকে ।

৪ নাম্বার অনু কবিতাটি পড়ে ভাল লাগলো দাদা । আসলে সে যদি না ভালোবাসে তাহলে তৃপ্ত এ হৃদয় । কিন্তু কয়জনইবা হৃদয় তৃপ্ত হতে পারে ! সবসময় তাকে একটি অস্বস্তিতে যদি সে না বুঝে যে তাকে ভালবাসে।

Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

দারুন হয়েছে অনুকবিতা গুলো।তবে ভালোবাসার মরুভূমিতে বৃষ্টি নামুক,গাছেরা হোক সবুজ।

সকাল থেকেই আজ বৃষ্টি নেমেছে,
টবে রাখা শুষ্কপ্রায় গাছটি আজ ভিজছে ।
বেঁচে থাকার এই তো আনন্দ ।
ভালোবাসার বৃষ্টি যখন সিক্ত করে,
তখন খুঁজে পাওয়া যায় বেঁচে থাকার মানে ।

এটা বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ

 2 years ago 

চমৎকার লিখেছেন দাদা। বেশ ভালো লেগেছে পড়ে ।তবে সব থেকে বেশি ভালো লেগেছে চার নম্বর কবিতাটি। ঠিকই লিখেছেন যাকে ভালবাসেন তাকে বলতে হবে কেন? তাকে এমনিতেই বুঝে নিতে হবে। আসলে সত্যিকারের ভালোবাসাটা এমনই হয় যাকে ভালোবাসা যায় তাকে ভালোবেসেই হৃদয় তৃপ্ত হয় ,যদি সে ভালো নাও বাসে।তবে 5,6 নম্বর কবিতাটিও বেশ সুন্দর হয়েছে ।আমাদের এখানেও আজ অঝর ধারায় বৃষ্টি পড়ছে ।অবশেষে আপনিও বৃষ্টির দেখা পেয়েছেন বেশ ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এখন আর ফেইসবুকে রাত্রিযাপন করি না আমি
এখন আর মেসেঞ্জারে বৃথাই নষ্ট করি না সময়
এখন আর ইমুতে অযথা যেতে ইচ্ছে করে না আমার
আমি পেয়ে গেছি আমার সোনালী সময়টুকু কাটানোর ভালোবাসার রং তুলির আচর
আর এম ই দাদার গড়া আমার বাংলা ব্লগ নামের পাঁঝর
আমার বাংলা ব্লগ দেখছি আমি যত
সীমাহীন ভালোবাসা ছড়িয়ে যাচ্ছে তত।

দাদা আপনার প্রত্যেকটা অনুকবিতা দারুন ছিল। আমিও চেষ্টা করেছি আপনার দেখায় আপনার অনুপ্রেরণায় একটা অনু কবিতা লিখার। জানিনা কতটুকু লিখতে পেরেছি। তবে আপনার মত কখনোই হবে না সেটাও ভালো করে জানি, তবুও চেষ্টা করি আর কি। আপনার কবিতার লেখার প্রশংসা কিভাবে করব তাও হয়তো আমার জানা নেই। আমাদেরকে এতগুলো অনুকবিতা উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।

 2 years ago 

দাদা প্রত্যেকটি অনুকবিতা অনেক সুন্দর হয়েছে।

তবে ৪ নাম্বার অনুকবিতার

ভালোবাসি তোমায় !
বোঝে তো বুঝুক সে,
বলতে কেন হবে?

এই লাইনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলেই ভালোবাসার কথা মুখ দিয়ে বলতে হয়না যে বোঝার সে ঠিকই বুঝে নেয়।
ধন্যবাদ দাদা।

 2 years ago 

কবিতাটি কয়েক বার পড়েছি দাদা যেটা পড়ে সত্যিই নিজের মধ্যে জীবনের সকল স্মৃতিবিজড়িত স্মৃতিচারণ যা উপলব্ধি করতে পেরেছি। আসলেই কবিতাগুলো বাস্তব জীবনের কিছু অর্থবহ বিষয় উপলব্ধি করায়। যেটা আপনার কবিতা পড়ে বুঝতে পারি। প্রত্যেকটা কবিতা নিজেকে ভাবায় খুবই ভালো লাগলো দাদা আপনার লেখা কবিতা।

 2 years ago 

সবগুলো কবিতার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ৪ নাম্বার কবিতাটি। সত্যিই একতরফা ভালোবাসাই পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা।

 2 years ago 

আহা ফেসবুক যেন হৃদয়ের উর্বর ভূমি, সকাল বিকেল সেখানে কাব্যের ছড়াছড়ি হি হি হি হি।

আমি ফেসবুকে খুঁজে পেয়েছি হৃদয়ের আবেগ
আমি ফেসবুকে খুঁজে পেয়েছি কবিতার আবেগ
আমি ফেসবুকে লিখেছি হৃদয়ের যত আবেগ
আমি কবিতার ছন্দে খুঁজেছি ভালোবাসার আবেগ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 92748.01
ETH 3299.45
USDT 1.00
SBD 3.26