শুভ জন্মদিন টুন্কু 💓💓💓
আমার বড় ছেলের নাম সুপ্রতীম । তাই ছোটো ছেলের নাম রেখেছি বড় ছেলের নামের সাথে মিল রেখে সুপ্রতীক । আবার বড় ছেলের ডাক নাম দুটো - একটা হলো বাড়ির "গোলটু", আরেকটা বাইরের "টিনটিন" । তাই ছোটজনের ডাক নামও রেখেছি ঐভাবে বড়জনের সাথে মিলিয়ে - বাড়ির ডাকনাম "গাবলু", আর বাইরের হলো "টুন্কু" ।
আজ টুন্কুর শুভ জন্মদিন । জীবনের প্রথম জন্মদিন পালিত হবে । বাড়িতেও তাই সাজ সাজ রব । সন্ধ্যেবেলায় কেক কাটা হবে, জন্মদিনের পার্টি হবে । সেই মজা ।
মাশাআল্লাহ , আপনার দুই সন্তানের জন্যই শুভকামনা , মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাদেরকে সুপথে পরিচালিত করুক।
0.00 SBD,
3.67 STEEM,
3.67 SP
টুন্কুর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।দোয়া করি জীবনে অনেক বড় হবে।আর এমন দিন বারবার ফিরে আসুক টুন্কুর জীবনে। শুভ জন্মদিন টুন্কু সোনা।
0.00 SBD,
2.83 STEEM,
2.83 SP
শুভ জন্মদিন টুন্কু সোনা। এই দিনটি বার বার ফিরে আসুক,জীবনটা আলোকিত হক, এই দোয়া করেন
0.00 SBD,
2.82 STEEM,
2.82 SP
শুভ জন্মদিন বাবু সোনা🥰🥰🥰
0.00 SBD,
2.82 STEEM,
2.82 SP
Happy Birthday 🥰
0.00 SBD,
2.82 STEEM,
2.82 SP
জন্মদিনের শুভেচ্ছা দীর্ঘজীবী হও টুনকু বাবু। অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ। 🥰
0.00 SBD,
1.96 STEEM,
1.96 SP
খুবই আনন্দের বিষয় যে। আপনার এই ছেলেটির আজ প্রথম জন্মদিন। পৃথিবীর প্রত্যেকটা মা-বাবার মুখে হাসি আসে সেই বাচ্চাটি যখন প্রথম জন্মদিন হয়। পৃথিবীতে আগমনের আগে দশ মাস খুব কষ্ট করে মা গর্ভধারণের রাখেন। এই পৃথিবীতে আনার জন্য। সেই কষ্টের পর যখন বাচ্চাটি এই পৃথিবীতে আলো দেখে তখন মা-বাবার মুখে অনেক হাসি ফোটে। আপনার সেই ছোট্ট বাচ্চা টুন্কু প্রথম জন্মদিন। এ ছোট্ট বাচ্চার মুখে হাসি দেখে খুবই ভালো লাগতেছে। আপনার এই ছোট্ট বাচ্চা আরো সুন্দরভাবে বড় হয়ে উঠুক তারপরে উজ্জ্বল হোক এবং জীবনে আপনার জন্য অনেক ভালো কিছু করবে। মামা ভাই হলো সবচেয়ে বড় অবদান নিজের সন্তানের পিছনে থাকা। থেকে বড় করা পর্যন্ত অনেক কষ্ট করে থাকেন। আপনার এই সন্তানের জন্য শুভকামনা রইল আরো ভালো হোক
বাহ দাদা দুই সাহেবের নাম গুলো খুবই ইন্টারেস্টিং। আর আনকমন নাম। টুন্কু বাবুর সব গুলো ছবি দেখলাম। খুবই হাঁসি খুশি থাকে সবসময়। দেখতেও খুবই সুন্দর লাগছে। টুন্কু বাবুর জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন রইল। বাবার মত যেন মহান হয়।
শুভ জন্মদিন টুন্কু সোনা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করছি অনেক বড় হবে এবং বাবার মতো সহানুভূতিশীল মানুষ হবে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল টুনকোর জন্য, শুভ জন্মদিন। আগামীর প্রতিটি দিন হোক এমন সুন্দর, উজ্জ্বল ও রঙিন। ভালোবাসা ও সফলতায় ভরে যাক জীবনের প্রতিটিক্ষন।