Top post topic / Music 🎶 / Ekta Chilo Sonar Konna || Subir Nondi || Covered by @rjraju002

in Steem Bangladesh3 years ago

ASSALAMUALIKUM OA
ROHMATULLA♥
*Hello..!
My Dear steemians,
How are you Everyone ?
Hope you all are fine and having a good
day.

I am @rjraju002 came from Bangladesh.

একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ.
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ.
দুই চোখে তারাহারে কি মাইয়া,
নদীর জলে পড়ল কন্যার ছাইয়া।
তাহার কথা বলি,
তাহার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি।
তাহার কথা বলি,
তার কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি।
কন্যার চিরল বিরল চুল।
তাহার কেশে জবা ফুল।
কন্যার চিরল বিরল চুল।
তাহার কেশে জবা ফুল।
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল।
কন্যা ভুল করিস না।
ও কন্যা ভুল করিস না।
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ।
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তারাহারে কি মাইয়া।
নদীর জলে পড়ল কন্যার ছাইয়া।
ভাত খালি কলা খালি,
কন্যার নাকে নাকফুল।
ভাত খালি কলা খালি,
কন্যার নাকে নাকফুল।
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল।
কন্যা ভুল করিস না।
ও কন্যা ভুল করিস না।
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
একটা ছিল সোনার কন্যা মেঘ বরন কেশ।
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ।
দুই চোখে তারাহারে কি মাইয়া,
নদীর জলে পড়ল কন্যার ছাইয়া।
কন্যা ভুল করিস না।
ও কন্যা ভুল করিস না।
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি।
এখন নিজের কথা বলি,
নিজের কথা বলতে বলতে নাও দৌঁড়াইয়া চলি।
সবুজ বরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে।
ভুল করা কন্যার লাগি মন আনচান করে।
সবুজ বরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে।
ভুল করা কন্যার লাগি মন আনচান করে।
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে,
আমার মন আনচান করে।

That's all for today. Hope you enjoyed it .

support for the community.
Cc- @steemcurator01
Cc- @steemcurator02
Cc- @steemcurator06
Cc- @booming01
Cc- @booming03

Thanks all
@rjraju002

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61940.56
ETH 3421.31
USDT 1.00
SBD 2.49