কাগজের অসাধারণ ফুল তৈরি || চলুন দেখি কিভাবে বানালাম?(১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

" শুভ সন্ধ্যা "



সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সবাই ভাল এবং সুস্থ আছেন। "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে এটা আমার দ্বিতীয় পোস্ট। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার। আসলে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কিছু করতে পারলে ভালোই লাগে। প্রত্যেকের মধ্যেই এই সৃজনশীল শক্তিটা বিদ্যমান। আসলে চেষ্টা করলেই হয়। তেমনি ভাবে আজকে আমার একটি প্রচেষ্টা আপনাদের মাঝে উপস্থাপন করেছি।

মূল ছবি


IMG_20211101_115716.jpg



তৈরীর উপকরণ

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কেচি
  • আঠা
  • সাদা কাগজ

IMG_20211031_185901.jpg

IMG_20211101_183148.jpg



কাজ শুরু হচ্ছে

এই প্রথম রঙিন কাগজ দিয়ে কিছু বানালাম এবং কিভাবে বানালাম সাথেই থাকুন এবং দেখতে থাকুন।


  • প্রথম ধাপঃ

IMG_20211031_191657.jpg

প্রথমে একটি রঙিন কাগজ কে চতুর্দিক দিয়ে 10 ইঞ্চি করে কেটে মোট 12 টি টুকরো করে নিবো।



  • দ্বিতীয় ধাপঃ

IMG_20211031_192539.jpg

IMG_20211101_184946.jpg

IMG_20211031_195415.jpg

এখন আমরা 10 ইঞ্চি কাগজের টুকরো গুলোকে ভাঁজ করে পাতার আকৃতি দিয়ে দিব।



  • তৃতীয় ধাপঃ

IMG_20211031_200706.jpg

IMG_20211031_200947.jpg

এখন আমরা প্রত্যেকটি পাতার একপাশে আঠা লাগিয়ে জোড়া লাগিয়ে দিব। প্রত্যেকটি জোড়া লাগানোর পর দেখা যাবে এটি একটি গোল আকৃতি ধারণ করেছে । ছবিতে যে রকম গোলাকৃতি দেখতেছেন সেরকমই হবে।



  • চতুর্থ ধাপঃ

IMG_20211101_073032.jpg

IMG_20211101_073430.jpg

IMG_20211101_073207.jpg

IMG_20211101_074026.jpg

এখন আমরা ফুল বানানোর জন্য একটি সাদা কাগজের টুকরো নিব। কাগজের টুকরো টি চতুর্দিকে 7 ইঞ্চি করে কাটা থাকবে। তারপর সেটাকে ফুলের আকৃতি দেওয়ার জন্য আমরা পর্যায়ক্রমে কাগজ টি ভাঁজ করে নিব।



  • পঞ্চম ধাপঃ

IMG_20211101_074055.jpg

IMG_20211101_074250.jpg

IMG_20211101_095014.jpg

কাগজটিকে ফুলের আকৃতি দেওয়ার জন্য সেটিকে কেটে নিতে হবে। কাটার আগে আমরা সেটিকে পেন্সিল দিয়ে আগে একটা দাগ দিয়ে নিব। তারপর সেই দাগ বরাবর আমরা কাগজটিকে কেটে নেব।
কাটার পর দেখা যাবে কাগজটি একটি ফুলের আকৃতি ধারণ করেছে।



  • ষষ্ঠ ধাপঃ

IMG_20211101_095130.jpg

IMG_20211101_101335.jpg

তারপর সেই কাগজের ফুলের মাঝখানে কালো মার্কার দিয়ে একটি কালো বৃত্ত এঁকে নেব সৌন্দর্যতার জন্য। এরকম আরো পাঁচ ইঞ্চি করে সাদা কাগজ কেটে তিনটি ফুল বানিয়ে নেব।



  • সপ্তম ধাপঃ

IMG_20211101_194057.jpg

IMG_20211101_103018.jpg

এখন আমরা আবার একটি রঙিন কাগজ কে নিয়ে 10 ইঞ্চি করে চতুর্দিকে কাটবো। তারপর ছবিতে যেভাবে আকৃতি দেয়া হয়েছে সেভাবে আমরা আকৃতি করে নেব।



  • অষ্টম ধাপঃ

IMG_20211101_104231.jpg

IMG_20211101_104150.jpg

IMG_20211101_104329.jpg

তারপর একটি কাগজ নিয়ে এসে কাগজটিকে চিকন এবং লম্বা ভাবে তিনটি টুকরো করে নিব। টুকরো তিনটির একপাশে আঠা লাগিয়ে সেই রঙিন কাগজ গুলো লাগিয়ে দিব।



  • নবম ধাপঃ

IMG_20211101_104434.jpg

IMG_20211101_104550.jpg

IMG_20211101_104846.jpg

এই ধাপে আমরা ছোট তিনটি কাগজের ফুলকে আঠার মাধ্যমে লাগিয়ে দেবো।



  • দশম ধাপঃ

IMG_20211101_105316.jpg

IMG_20211101_105759.jpg

IMG_20211101_110431.jpg

এ পর্যায়ে আমরা একটি মোটা কাগজকে গোল করে কেটে নেব। কাগজের এক পাশে একটি দড়ি লাগিয়ে দিব ঝুলানোর জন্য এবং আরেক পাশে সেই তিনটি রঙিন কাগজ কে জোড়া লাগিয়ে দেব।



  • ১১ তম ধাপঃ

IMG_20211101_111634.jpg

IMG_20211101_111340.jpg

IMG_20211101_115716.jpg

এই ধাপে আমরা 10 ইঞ্চি কাগজের ফুলটিকে আঠা লাগিয়ে রঙিন কাগজের বানানো ফুলের মাঝখানে বসিয়ে দেবো এবং সবশেষে তিনটি মোটা কাগজের ফুল টিকে আঠার মাধ্যমে বড় রঙিন কাগজের ফুলের পেছনে লাগিয়ে দেব।



আমার কিছু কথা


জানিনা আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে কিনা , এজন্য কোন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ আমার সাথে থেকে পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ । আশাকরি এভাবে আমাকে সহযোগিতা করে জাবেন ।
ভাল থাকবেন সবাই।

ছবির বিবরণ

আজকের বিষয়চিত্র অংকন
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক


" ধন্যবাদ "



Sort:  
 3 years ago 

আপনার কাগজের তৈরি ফুলের ওয়ালমেটটা দারুন হয়েছে ভাই আমার ভিশন পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। এভাবেই এগিয়ে যান ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago (edited)

অসংখ্য ধন্যবাদ ভাই। আশাকরি এভাবেই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন 💞।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। হলুদ রঙের কাগজ দিয়ে আপনি অনেক দারুন ভাবে তৈরি করেছেন। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য 💞।

 3 years ago 

আপনি আপনার কাগজের তৈরি ফুলটি অনেক যত্নসহকারে দক্ষতার সাথে আপনি আপনার কাজটি করেছেন। আর সেই সাথে এরকম প্রতিভা দেখে আমার বেশ ভালই লাগলো। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ও ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দোয়া করবেন ভাই।

 3 years ago 

সত্যিই কাগজ দিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট ফুল তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আপনি তুলে ধরেছেন। দেখার মত ছিল। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভালো লাগলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 61839.57
ETH 3411.37
USDT 1.00
SBD 2.52