রক্ষক যখন ভক্ষক তখন জনগণের কি উপায়?(দ্বিতীয় পর্ব)

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


যার ফলে পুলিশ সদস্যরা আজকাল ছিনতাই এর মতো ঘৃণ্য কর্মকান্ডে যুক্ত হতেও দ্বিধা করছে না। যদি পুলিশ সদস্যদের শাস্তির ভয় থাকতো তাহলে তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হোতো না। তারা জানে তারা যত বড় অপরাধই করুক না কেনো তাদের কিছুই হবে না। আমাদের দেশের সবারই কম বেশি বিচার হয়। বিচার হয় না শুধু পুলিশ সদস্যদের। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ওসি প্রদীপ। তিনি সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করেছিলেন বলেই হয়তো ফেঁসে গিয়েছেন।


workout_20240520_214757_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

কিন্তু সেখানে যদি সামরিক বাহিনীর সদস্য না হয়ে কোন সাধারণ মানুষ হোতো তাহলে তার কিছুই হোতো না। এই কারণে আমাদের দেশের সাধারণ জনগণ খুবই হতাশাগ্রস্ত অবস্থায় রয়েছে। যে পুলিশ তাদের বন্ধু হওয়ার কথা ছিলো। সেখানে তারা সন্ত্রাসীদের থেকেও পুলিশকে দেখলে বেশি ভয় পায়। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিলো? এই পুলিশ বাহিনীকে রাখা হয়েছে জনগণের নিরাপত্তা বিধানের জন্য। কিন্তু তারাই এখন জনগণের জন্য সবচাইতে বড় হুমকিতে পরিণত হয়েছে।


তারা শুধু ক্ষমতাসীন দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে। আর নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে। সাধারণ মানুষ যেখানে পুলিশকে দেখলে ভয় পায়। সেখানে কিন্তু অপরাধীদের সাথে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। অপরাধীদের সাথে পুলিশের দহররম মহরম সর্বজন বিদিত। সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়ার আশা ছেড়েই দিয়েছে। যদিও বা কখনো পুলিশের কাছে তাদের যেতে হয় তখন তাদেরকে ঘুষ হিসেবে বাড়তি টাকা প্রদান করতে হয়। না হলে পুলিশকে দিয়ে কোন কাজই করানো যায় না। (চলবে)


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Sort:  
 2 months ago 

আমাদের দেশের বেশিরভাগ পুলিশ হচ্ছে সাধারণ জনগণের শত্রু এবং অপরাধীদের বন্ধু। পুলিশের কারণে গাড়ি নিয়ে রাস্তায় বের হলে মেজাজ খারাপ হয়ে যায়। গাড়ির ট্যাক্স টোকেন, ফিটনেস এবং রুট পারমিট ঠিক থাকলেও, বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে ধান্দা করার চেষ্টা করে। সবমিলিয়ে সাধারণ জনগণের জন্য পুলিশ হচ্ছে এক আতঙ্কের নাম। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65726.71
ETH 2677.61
USDT 1.00
SBD 2.91