ফটোগ্রাফি পর্ব -৪||৭ টি রেনডম ফটোগ্রাফি ||১০% বেনিফিশিয়ারি@shy-fox এর জন্য ||

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

❤️হ্যালো বন্ধুরা❤️

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।আমার বাংলা ব্লগ এর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার পোস্ট টি শুরু করছি। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


GridArt_20220903_143831718.jpg

আমি শখের বশে ফটোগ্রাফি করি। আমার বাংলা ব্লগে অনেকেই খুব ভালো ফটোগ্রাফি করেন। তাদের সাথে আমার ফটোগ্রাফি তুলনায় হবে না। কারণ তাদের ফটোগ্রাফি সত্যি প্রশংসা করার মত।আমার যেহেতু ফটোগ্রাফি করতে ভাল লাগে। তাই তাদের দেখে আমি একটু চেষ্টা করছি মাত্র । আমি কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে একটি করে ফটোগ্রাফি পোস্ট করব। তাই সপ্তাহের ফটোগ্রাফি পোস্ট টি আজ শুরু করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।


🌺ফটোগ্রাফি -১🌺


GridArt_20220903_143205673.jpg

Location

ফুলটি দেখে নিশ্চয়ই চিনতে পারছেন।এটি কলমি ফুল।ফুলটি পার্কে বা বিশেষ কোন জায়গায় দেখা যায় না।তবে গ্রামের পথে ঘাটে দেখা যায়। ফুলটির উপরে বৃষ্টির ফোঁটা আমার কাছে বেশি ভালো লেগেছে।

🌺ফটোগ্রাফি -২🌺


GridArt_20220903_143439586.jpg
Location

আমি এই ফটোগ্রাফি গুলো আমার গ্রামের বাড়িতে গিয়ে করেছিলাম। ফটোগ্রাফি করতে গিয়ে দেখি মাটিতে পড়ে সুন্দর ফুল গুলো পড়ে আছে।ফুলটির নাম আমি জানি না। সম্ভবত কোনো একটি কাঠের গাছের ফুল। কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এত হালকা ফুল। হাতে নিয়ে খুব ভালো লাগছে খুব। আমি ফটোগ্রাফি করার পরে বাসায় এসেছিলাম। আমার মেয়ে দেখে খুব খুশি হয়েছিল।


🌺ফটোগ্রাফি -৩🌺


IMG_20220903_130538_Burst03.jpg

Location

এটি ঘাসফুল সেটা আমার সবাই জানি। আমি গ্রামের বাড়িতে অনেকগুলো লাগানো আছে। তবে এখন খুব বেশি ফুল ফোটে নি। যখন একসঙ্গে অনেকগুলো ফুটে থাকে তখন দেখতে বেশ ভালোই লাগে।অল্প কয়েকটি ফুটে ছিল। এজন্য একটি ফুলের ছবি তুলেছিলাম।

🌺ফটোগ্রাফি -৪🌺


IMG_20220903_075655.jpg

Location

এই ছবিটি আপনাদের কাছে কেমন লাগবে আমি জানিনা। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। সকাল-সকাল যখন ফটোগ্রাফি করতে গিয়েছিলাম তখন একদম সবুজ এখানে আর কোন রং নেই দেখে আমার খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকেই এটি হচ্ছে হলুদের গাছ।কেউ খুব সুন্দর সারিবদ্ধ ভাবে লাগিয়েছে।

🌺ফটোগ্রাফি -৫🌺


IMG_20220903_130656.jpg

Location

এই পাতা বাহারের গাছটি আমার গ্রামের বাড়িতে আছে। তবে সব সময়ে পাতাবাহারের পাতাগুলো দেখেছি। কিন্তু আজ হঠাৎ দেখছি পাতাবাহারের মধ্যে সুন্দর ফুল ফুটে আছে। আর ফুলটি অন্যরকম ও বড়।ফুলটি আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাবন্দি করেছিলাম।

🌺ফটোগ্রাফি -৬🌺


GridArt_20220903_143324663.jpg
Location

এটি একটি সবজির ফুল। এই ফুলটির হলো চাল কুমড়া ফুল।সবজির ফুল হলেও বেশ কালার ফুল হওয়াতে দেখতে ভালো লাগছিল।


🌺ফটোগ্রাফি -৭🌺


IMG_20220903_075446.jpg

Location

সাদা ফুল আমার খুব পছন্দের। যদি ও এ ফুলের নাম আমি জানি। আপনারা কেউ জানলে মন্তব্যের মাধ্যমে জানাতে পারেন।

এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।


ইউজারনেম@rituamin
ডিভাইসvivo
মডেলy12
লোকেশনগাইবান্ধা

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddYh7tBg4fkniwUSfKT1ArcGEHuGc2zGMQRehBhHakDqGjooTKUyaGevyKytij...vUvYJXyYtQGeKnLsMJ1fNzRivCgcRL6daj2KcTL5uBii2dmPp45U9JxS7PzBZtZNy6bWcJpZTvJBoj2VVWF3yNMaq89Tit49G9LP71CY32SPdoXdvRtAVpWDzN.png


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRQ3hpsmoj15mmztu6xAp1uYqepUBz9ZLy6c2CAuuUCLy64p2REDu9P9ehHG6rH...Xb8dAZvrpjAYtqC66r4AtimBK7MufjYUZLQavMScAp8tZoUGCJ74n9kkU4prh1pFMTZYufwf5GrhxEqKjpmSiRCmtqDoNFfaperGNPXzcpuwDJAX3yGYCCn5ED.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif


Sort:  
 2 years ago 

এখানে আসার পরে আমিও ফটোগ্রাফি গুলো শখের বসেই করি আগে যখন ফটোগ্রাফি করতাম তখন শুধু নিজের গুলোই তুলতাম এখন আর নিজের গুলা তোলা হয় না আশেপাশে যা দেখি সেটাই তুলতে ইচ্ছা করে ।আপনি খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ঘাস ফুল গুলোকে এখন সবাই পর্তুলিকা বলে ,এই ফুলগুলো বিভিন্ন কালারের হয় দেখতে ভালই লাগে। চাল কুমড়া ফুলের ছবিটি দেখে এত ভালো লাগছে মনেই হচ্ছে না যে এটি চাল কুমড়া ফুল খুবই সুন্দর কালার এসেছে ফুলের। আর শেষের যে সাদা ফুলটি দিয়েছেন সেটার নাম বলতে পারব না তবে ফুলটি খুব সুন্দর।

 2 years ago 

আপনার মতো আমার ও একই অবস্হা আপু নিজের ছবির চেয়ে অন্য ছবি বেশি থাকে। সাধারণ কিছু জিনিস ক্যামেরাবন্দী করলে অসাধারণ লাগে।ধন্যবাদ আপু।

 2 years ago 

ছবি তোলার ক্ষেত্রে আপনার বেশ দক্ষতা আছে।সাধারণ জিনিসগুলোও অসাধারণ হয়ে ফুটে উঠেছে।দেখেই চোখ জুড়িয়ে যায়। ধন্যবাদ এমন সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

এতো সুন্দর করে ফটোগ্রাফির প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র ফুলের আমাদের মাঝে তুলে ধরেছেন ।খুবই ভালো লেগেছে স্পেশালি ঘাসফুল এবং কলমি ফুল।। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম আপনি একটা ফটোগ্রাফিতেও লোকেশন সেট করেননি ।একজন ভেরিফাইড মেম্বার এর কাছ থেকে এরকম কাম্য নয়।।

 2 years ago 

আমার ভুলটি ধরিয়ে দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমারও খুবই ভালো লাগে। আমারও ফুলের ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। এবং ফুল গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ফটোগ্রাফি আমার অনেক পছন্দের কাজ।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এখানে বেশিরভাগ ফুলের সাথে আমি পরিচিত। সবগুলো ফুল খুব সুন্দর ছিল। কলমি ফুলটি খুব সুন্দর লেগেছে আমার কাছে। দুই নং ফটোগ্রাফির ফুলগুলো কড়ই গাছের ফুল। আমাদের গ্রামের বাড়িতে এই ফুলগুলো অনেক রয়েছে। এগুলো মূলত কাঠ-গাছ এর ফুল।

 2 years ago 

কড়ই ফুলটির নাম জানতে পেরে ভালো লাগলো আপু।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। সবগুলো ফুল আমার খুবই পরিচিত একটি ফুল। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে। যেখানে সুন্দর ফুল দেখি সাথে সাথে ফটোগ্রাফি করে ফেলি। ধন্যবাদ অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের সামনে হাজির হওয়ার জন্য।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর ছিল। ফুলের করতে আমারও খুব ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম । তবে আমার কাছে পাতাবাহার ফুলের ফটোগ্রাফি এবং কলমি ফুলের ফটোগ্রাফিট। দেশ চমৎকার লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার।

 2 years ago 

আমার ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

আপনি আপনার কথা অনুযায়ী প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করেছেন। আপনি শখের বসে ফটোগ্রাফি করেন জেনে ভালো লাগলো।কলমি ফুল আর ঘাসফুল দারুন হয়েছে। সব মিলিয়ে অসাধারণ ফটোগ্রাফি করেছেন।

 2 years ago 

ফটোগ্রাফি করতে আমি খুব ভালোবাসি।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালই লেগেছে। শখের বসে আপনি ফটোগ্রাফি করলেও চমৎকার ফটোগ্রাফি করেছেন। কে বলেছে আপনি ভালো ফটোগ্রাফি করতে পারেন না আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার প্রথম যে ফটোগ্রাফি কলমি ফুল সেটি সত্যিই অসাধারণ হয়েছে। কলমি ফুলের উপর বৃষ্টির ফোঁটা পড়ে আছে দেখতে চমৎকার লাগছে।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে ও অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর করে ফটোগ্রাফির প্রশংসা করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 57393.77
ETH 2439.11
USDT 1.00
SBD 2.33