টমেটো দিয়ে বাটা মাছ ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগ এর সকল সদস্য গণ কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো দিয়ে বাটা মাছ ভুনা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

IMG_20240120_132744.jpg

উপকরণ সমূহ

GridArt_20240120_183804844.jpg

  • টমেটো
  • বাটা মাছ
  • জিরা বাটা
  • মরিচ বাটা
  • লবণ
  • হলুদ
  • পেঁয়াজ কুচি
  • ভাজা মশলা

ধাপ-১

GridArt_20240120_183850747.jpg

  • প্রথমে মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।

ধাপ-২

GridArt_20240120_183931866.jpg

  • প্যানে তেল গরম করে মাছগুলো দুই পাশে ভালো ভাবে ভেজে নিয়েছি।

ধাপ-৩

GridArt_20240120_184002813.jpg

  • এরপর ভাজা মাছের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়েছি।

ধাপ-৪

GridArt_20240120_184022048.jpg

  • এবার সব মশলাগুলো পরিমাণ মত দিয়ে কষিয়ে নিয়েছি।

ধাপ-৫

GridArt_20240120_184040678.jpg

  • মশলাগুলো কষিয়ে নেওয়ার পর কেটে রাখা টমেটো গুলো দিয়েছি।টমেটো গুলো ভালোভাবে আবারও কষিয়ে নিয়েছি।

ধাপ-৬

GridArt_20240120_184121987.jpg

  • এরপর কিছু টা ঝোল দিয়েছি।ঝোলগুলো ফুটতে শুরু করলে ভেজে রাখা মাছ গুলো দিয়েছি।

ধাপ-৭

GridArt_20240120_184140872.jpg

  • সবশেষে ভাজা মশলার গুড়া দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিয়েছি।

পরিবেশন

IMG_20240120_132735.jpg

  • এবার বাটিতে ঢেলে পরিবেশন করেছি।
🌺🌺এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে। 🌺🌺
Sort:  
 6 months ago 

টমেটো দিয়ে যে কোন মাছ ভুনা করলে খেতে ভালো লাগে । আর মাছ এভাবে ভেজে সুন্দরভাবে ভুনা করলে খেতে সত্যি অনেক টেস্ট হয় । অনেকদিন হলো বাটা মাছ খাওয়া হয়না । আপনার বাটা মাছগুলো মনে হচ্ছে অনেক টেস্টি হয়েছিল । ভাজা বাট মাছ আমার কাছে মনে হচ্ছে একটা নিয়ে খাই । ভালো লাগলো আপু আপনার রেসিপিটি ।

 6 months ago 

ঠিক বলেছেন আপু টমেটো দিয়ে মাছ ভুনা করলে খেতে খুব ভালো লাগে।আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 6 months ago 

বাটা মাছ আমার অনেক পছন্দের। টমেটো দিয়ে কিছু রান্না করলে সেই রান্নার স্বাদ আরো বেরে যায়। যাইহোক আপনার রেসিপি দেখে বুঝা যাচ্ছে রান্না টি দারুণ হয়েছে। রান্না করার প্রতি টা ধাপ আপনি সুন্দর ভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 6 months ago 

আসলেই খেতে অনেক ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 6 months ago 

টমেটো দিয়ে বাটা মাছের অনেক লোভনীয় একটি রেসিপি প্রস্তুত করেছেন।
বাটা মাছ আমারও খুব প্রিয় বিশেষ করে ভাজি করে সবজি দিয়ে প্রস্তুত করলে রেসিপি খেতে সবথেকে বেশি মনে হয়।
ফটোগ্রাফির সাথে রেসিপি প্রস্তুত প্রণালী সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

টমেটো দিয়ে বাটা মাছ ভুনা রেসিপি এগুলো শীতকালের সময় ভীষণ ভালো লাগে আর প্রতিটা সবজির ভিতরে দিলে দারুণভাবে জমে উঠে। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আপনার রান্নার উপকরণ গুলি দারুনভাবে তুলে ধরেছেন এবং আপনার রান্নার ধরনটি বেশ সুন্দর। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 6 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

বাটা মাছ আমার ভীষণ একটি পছন্দের মাছ।বাটা মাছের যে কোন রেসিপি ভীষণ সুন্দর লাগে খেতে।বাটা মাছের আপনি লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। ভীষণ চমৎকার হয়েছে রেসিপিটি। খেতে যে অনেক সুস্বাদু হয়েছে তা বোঝাই যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার করে উপস্থাপন করেছেন রেসিপিটি। ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

আপনিও বাটা মাছ খেতে পছন্দ করেন জেনে খুশি হলাম। আমারও খুব ভালো লাগে।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

 6 months ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো দিয়ে বাটা মাছ ভুনা রেসিপি তৈরি করে। আসলে গ্রাম অঞ্চলের মানুষের কাছে টমেটো বেশ সুস্বাদু একটা রেসিপি। বাটা মাছ খেতেও আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 6 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন।

 6 months ago 

টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে।আপনার বাটা মাছের রেসিপি দেখে আমার কাছে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আসলে আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে।শীতের রেসিপি মধ্যে টমেটো দিলে অনেক মজাদার লাগে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

ঠিক বলেছেন ভাইয়া রেসিপি টি সুস্বাদু হয়েছিল।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 6 months ago 

শীতের সময় যে কোন মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। সাথে যদি টমেটো হয় তাহলে একেবারে জমে যায়। আপু আপনি এত সুন্দর করে মাছের এই রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল।

 6 months ago 

খেতে আসলেই দারুণ হয়েছিল।আপনাকে অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 6 months ago 

টমেটো দিয়ে যেকোনো মাছ ভুনা করলে খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে টমেটো দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখেই বুঝতে পেরেছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 6 months ago 

জেনে ভালো লাগলো আপু আমার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57610.17
ETH 3118.28
USDT 1.00
SBD 2.39