মেয়ের স্কুলের স্পোর্টস ডে

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবত ব্যস্ততার কারণে খুব বেশি কাজ করতে পারি না। তবে আজ নতুন একটা পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। কয়েকদিন আগে আমার মেয়ের স্কুলে স্পোর্টস হয়ে গেল সেই দিনটি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে।

IMG_20240221_113401.jpg

আমার মেয়ের স্কুলে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গত একুশ ও ২২ তারিখ ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেই কাঙ্খিত দিনটি। বছরে একটি অথবা দুটি দিন আসে বাচ্চাদের এরকম আনন্দ করা। সারা বছর বাচ্চারা এই দিনটার জন্য অপেক্ষা করে। তাই আমি চেষ্টা করি এই দুটো একটা দিন নিজেকে সম্পূর্ণ ফ্রি রাখার যাতে বাচ্চারা মন খুলে আনন্দ করতে পারে।

IMG_20240221_113517.jpg

IMG_20240221_113451.jpg

সব ক্লাসের বাচ্চাদের জন্য তিনটি করে খেলা রেখেছিল।একেক ক্লাসের জন্য একেক রকম খেলা। এসব খেলা দেখতেও মজা লাগে।কিছু খেলা ২১ তারিখ হয়েছে। আবার কিছু খেলা ২২ তারিখ হয়ে পুরস্কার বিতরণী হয়েছে।আমার মেয়ের ক্লাসে ছিল দৌড়, বিস্কুট দৌড় ও বেলুন ফাটানো প্রতিযোগিতা। আবার আরও একটা নতুন নিয়ম করেছিল যে বাচ্চা একটা খেলায় উইনার হবে তারা বাকি খেলায় অংশগ্রহণ করতে পারবে না।যাতে একজনই সব পুরস্কার না পায়।অনেকেই যাতে পুরস্কার পায়।

IMG_20240222_135557.jpg

প্রথমে আমার মেয়ের দৌড় খেলা হয়েছে।সেটা তো ও পারে নি উইনার হতে।এরপর অন্য ক্লাসের বাচ্চাদের পর্যায় ক্রমে বিভিন্ন ধরনের খেলা হয়েছে।বড় বাচ্চাদের জন্য মোরগ লড়াই, চামচে মার্বেল দৌড়, বেলুন ফুলানো বিভিন্ন ধরনের খেলা ছিল। অনেক ইনজয় করেছি এরপর আবার মেয়ের বেলুন ফাটানো খেলা ছিল। সেটাতে আমার মেয়ে ফার্স্ট হয়েছে। আমি চাই বাচ্চারা সব খেলায় অংশগ্রহণ করুক কিন্তু আমার মেয়ে যেহেতু একটাতে ফার্স্ট হয়েছে তাই অন্য আরেকটা খেলাতে ওকে আর অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।প্রথম দিন খেলাধুলা শেষে আমরা বাসায় চলে আসি এর পরের দিন ছিল পুরস্কার বিতরণী এবং আরও অন্য খেলা। যেহেতু আমার মেয়ে একটা খেলায় প্রথম হয়েছে আর অন্যখেলা অংশগ্রহণ করতে পারবে না। তাই পরের দিন আমি একটু দেরিতে গিয়েছিলাম। একবারে ওর পুরস্কার নিয়ে বাসায় চলে এসেছি। আমার মেয়ে একটা খেলা যে প্রথম হয়েছে এটা আমার কাছে কি যে ভালো লেগেছে। আর আমার মেয়ে তো অনেক খুশি টিচারদের কাছ থেকে পুরস্কার নেবে। পুরস্কার যাই হোক না কেন এটা আমার মেয়ে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।

সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভবিষ্যতেও যেন একজন সুন্দর মানুষ হিসেবে তৈরি হতে পারে ও যেন অনেক দূর এগিয়ে যায়। আমার ভাঙ্গা স্বপ্নগুলো ও যেন পূরণ করতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Sort:  
 4 months ago 

প্রথমেই আপনার মেয়ের জন্য দোয়া রইল।
বছরের এই এক দুটো দিন সত্যিই ভীষণ আনন্দ করে বাচ্চারা। আর ওদের স্কুলের নিয়মটা কিন্তু দারুন, একটা খেলায় একজন পুরস্কার পেলে পরের খেলায় অংশ নিতে পারবে না। এতে অনেক বাচ্চা পুরস্কার পাবে। যাইহোক মেয়ে একটি খেলায় প্রথম হয়েছে জেনে ভীষণ ভালো লাগলো। সত্যিই এটা তার জন্য অনেক বড় পুরস্কার এবং স্মৃতি হয়ে থাকবে। পুরো পরিবারের জন্য দোয়া রইল।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 4 months ago 

আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা থাকলে লেখাপড়া আরও বেশি ভালো হয়। আপনার মেয়ের স্কুলের স্পোর্টস যে দুই দিন পালন করেছে জেনে খুবই ভালো লাগলো সেই সাথে আরও বেশি খুশি হলাম যে আপনার মেয়ে একটা খেলায় প্রথম হয়েছে। আমি মনে করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড়। শুভকামনা রইল আপনার মেয়ের জন্য।

Posted using SteemPro Mobile

 4 months ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কে মন্তব্য করেছেন। আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। শুভকামনা রইল আপনার জন্য।

 4 months ago 

এই সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আমিও কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। যেগুলো আমার চিরচেনা স্মৃতি বিজড়িত স্থান । আপনার মেয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনটি খুব সুন্দর ছিল। যেটা আমাদের সাথে শেয়ার করলেন খুবই ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

 4 months ago 

আমার পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41