শাশুড়ি মায়ের জন্য মোবাইল ফোন
আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার চেষ্টা করছি। প্রতিদিনকার মত আজ আমি আবারও নতুন কিছু ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।
বর্তমানে আমাদের কাছে দৈনন্দিন জীবনের একটি অতিপ্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে মোবাইল ফোন। যেটি কয়েক বছর আগেও খুব বেশি প্রয়োজন ছিল না। এখন প্রয়োজনীয় ডকুমেন্ট সব মোবাইল এর মধ্যে থাকে। এজন্য ও মনে হয় বাড়িতে বা বাইরে যেখানেই যায় না কেন মোবাইল ফোনে আগে প্রয়োজন হয়ে ওঠে। আর এখন মোবাইলে বিভিন্ন মাধ্যমে সবার সঙ্গে কথা বলে বলতে এতটাই অভ্যস্ত যে এক বেলা কারো সাথে কথা না বললে যেন ভালই লাগে না।
সেই জিনিসটি যদি অচল হয়ে পড়ে তখন আমাদের কাছে যেন জীবনধারণ করাটা অনেকটা অচল হয়ে যায়। আমার শাশুড়ি মা আমাদের থেকে দূরে গ্রামে থাকেন একা থাকেন। বাড়িতে এজন্য ওনার সঙ্গে সব সময় আমাদের যোগাযোগ রাখতে হয়। যদিও আমার চেয়ে উনি আমাকে বেশি ফোন দিয়ে থাকেন এবং প্রত্যেক বেলায় আমার ভাল মন্দ সব খোঁজখবর নিয়ে থাকেন। সব সময় নিয়ে থাকেন কিন্তু কয়েকদিন যাবত ওনার মোবাইল ফোনটিতে সমস্যা দেখা দিয়েছে। যার কারণে প্রতিদিন ঠিকমতো কথা বলতে পারছিলাম না আর আমার শাশুড়ি মা আমাদের সঙ্গে কথা না বলতে পারলে বেশি ছটফট করতে থাকেন। উনি একবেলার কথা না বললে বললে মন খারাপ করেন। আমরা যদি কোন ব্যস্ততার কারণে একবার ফোন ধরতে না পারি তাহলে উনি খুবই মন খারাপ করেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করি ওনার সাথে যোগাযোগ করার।বুঝতে পারি উনি তো বাসায় একা থাকেন সেখানে ওনার সবসময়ই কারো না কারো সঙ্গে কথা বলতে হয় উনি আমার সঙ্গে আমার ননদের সঙ্গে ৩-৪ বার কথা বলেন।মোবাইল ফোন নষ্ট হওয়ার কারণে উনি দিনে দুই একবার কথা বলতে পারছিলেন যেটা উনি সহ্য করতে পারছিলেন না। এজন্য আমরা উনাকে বলেছিলাম নতুন মোবাইল ফোন কিনে দেবো। এজন্য উনি আমাদের বাসায় চলে আসেন।
বাসায় আসার পরপরই আমি আর তার ছেলে মিলে মোবাইল ফোন কিনতে যাযই এবং তাকে যাওয়ার আগে অবশ্যই জিজ্ঞেস করেছিলাম উনি কি ধরনের ফোন নিতে চান। স্মার্টফোন নেবেন কিনা তবে উনি বলেছেন উনি স্মার্টফোন চালাতে পারবেন না তাই ভালো একটা বাটন ফোন চাই উনার। অনুযায়ী আমরা ফোন কিনবো ঠিক করেছি। ফোন কেনার জন্য খুব বেশি দূরে যেতে হয় না আমাদের বাসার সামনে গলি পেরিয়েই অনেক ফোনের দোকান আছে। গিয়ে আমরা একটা ভালো বাটন ফোন চাচ্ছিলাম।তখন দোকান থেকে আমাদেরকে মোবাইল দেখায় তার মধ্যে আমার কাছে ভালো লেগেছে একটা মডেল বেশ কিউট।
দোকানদাররাও বলছিলেন যে এই মডেলটি বেশ ভালো তো সেটা জেনে আমরা মোবাইলটি কিনে ফেলি। আমার শাশুড়ির হাতের দিতেই উনি এত বেশি খুশি হয়েছিলেন যেন হাফ ছেড়ে বাঁচলেন। এত খুশি হওয়া দেখে আমার কাছেও খুব ভালো লাগছিল। এটা ভেবে ভালো লাগছে যে উনি খুশি হয়েছেন। এবার থেকে কথা বলার আর সমস্যা হবে না আশা করছি।
এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।
আসলে মায়ের প্রতি এই ভালোবাসা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। আসলে আমরা হয়তোবা মাকে তেমন একটা কাজের জন্য মনে রাখতে পারি না। কিন্তু আমরা যেখানেই থাকি না কেন মা কিন্তু আমাদের সব সময় মনে রাখেন এবং দূর থেকে আমাদের জন্য দোয়া করেন। মায়ের জন্য আপনার ফোন কেনাটি সত্যিই একটা ভালো বিষয় ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার অনুভূতি টা বোঝার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।শুভকামনা রইল আপনার জন্য।