আজকের বনভোজনে (পিকনিক) কাটানোর মুহূর্ত

in Incredible India2 years ago (edited)

IMG_20221213_105308.jpg

(আলুর দম রান্না করা হচ্ছে)

প্রিয়,
বন্ধুরা,

আশাকরি আপনার সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন।আর আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে।

আজ আমি আপনাদের সাথে কোনো রকম কোনো রেসিপি শেয়ার করবো না। আজ একটু অন্য রকম কথা আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমরা সকলেই আমার বাপের বাড়িতে গিয়েছি, খিচুড়ি পিকনিক করবো তাই।

এখন শীতকাল প্রায়দিন আমারা পিকনিক করবো। শীতকালে একসাথে বসে সকলে মিলে আনন্দ করে রান্না বান্না করে খাওয়ার মজাটা আলাদা।

IMG_20221212_233624.jpg

(সব রান্না মাটির উনুনেই হয়েছে)

কিন্তু আমার একটা জিনিস ভালো লাগে না, সেটা হল যাইহোক না কেনো আমার সব কিছুতেই রান্না করতে হয়। সবাই বলে আমার হাতে রান্না ভালো লাগে খেতে। ভালো হয় কি না জানি না শুধু একটু চেষ্টা করি ঠিক ভাবে রান্নাটা করারা।

আমাদের আগে থেকে কিছুই ঠিক ছিল না। হঠাৎ আমার ছোটো ভাইয়ের বৌ আমাকে সকালে ফোন করে বললো যে রাতে খিচুড়ি পিকনিক করলে কেমন হয়।


IMG_20221212_233047.jpg

(আমার মেয়ে আর ভাইয়ের বৌ সবজি কাটছে)

তারপর সকলে তেমন রান্নাও করি নি। ভালোই হয়েছে আমি কিছু রান্না করি নি, কারন বিকেলে তো যেতেই হবে।

যাইহোক একটু কিছু রান্না করেছি দুপুরে খাওয়ার জন্য। কারন আমি আর মেয়ে থাকলে কিছুই রান্না করতাম না, আমার স্বামী আজ কাজে যায় নি বাড়িতেই ছিল তাই রান্না করতে হয়।

IMG_20221212_233138.jpg

(মাটির উনুনে রান্না খুব তাড়াতাড়ি হয়)

তারপর রান্না করে খাওয়া দাওয়া সেড়ে, আমি আমার বাপের বাড়ির দিকে রওনা দিলাম,যেতে যেতে প্রায় ৫.৩০বেজে যায়, তারপর ওখানে গিয়ে দেখলাম সকলেই বসে চা খাচ্ছে বিকেলের। তারপর সকলে মিলে রান্না করার যোগার শুরু করে দেয়।

সকলে মিলে অনেক বলার পর আমি করেছি আজকের রান্না। আসলে আমাদের জামাই আমার হাতের রান্না ভালো খায়। তাই আমাকে বললো যে পিসি আপনি করুন রান্নাটা। আমার মেয়ে আর আমার ছোটো ভাইয়ের বৌ সব কিছু কাটা কাটি আর মশলা টা করে দিল আমি শুধু কাঠের জ্বালে রান্নাটা করেছি।

IMG_20221213_002511.jpg

(আজকের পিকনিকে খিচুড়ি আর আলুর দম)

আবার পিকনিক কাঠের উনুনে রান্না না করলে স্বাদ আসে না। তারপর সকলে গুছিয়ে দেওয়া রান্নাটা করলাম। এবং খাওয়ার দাওয়া করে আবার বাড়িতেই ফিরে আসলাম।

আজকের আমার লেখা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।
আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

শুভ রাএি।

Sort:  
 2 years ago 

অনেক দিন পরে মাটির উনুনে রান্না করতে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো।মাটির উনুনের রান্নার একটা আলাদা স্বাদ হয়।যা গ্যাসের রান্নায় হয় না।শীতকালে পিকনিক করতে সত্যিই খুব ভালো লাগে।

 2 years ago 

@sanchita96 একদম ঠিক বলেছো। এখন আর এই সব দেখতে পাওয়া যায় না। অত্যন্ত গ্রাম গঞ্জে গেলেই হয়তো দেখা মিলবে।
তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে এত সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থেকো।

 2 years ago 

আপনার উপস্থিতি community তে বাড়াতে হবে, নইলে সমর্থন পাওয়া যাবে না, আপনার লেখায় কোনো বিশেষত্ব খুঁজে পাইনি, তবে মাটির উনুনে কাঠের জ্বালে রান্না বহু বকাহর পড়ে দেখলাম।

 2 years ago 

@sduttaskitchen আজ থেকে চেষ্টা করছি community তে নিজের উপস্থিতি বাড়ানোর। আজ থেকে আমার পোস্ট অন্য রকম হবে।

ধন্যবাদ আমার ভুলটা ধরিয়ে দেওয়া জন্য।

Loading...

"

Congratulations! This post has been upvoted through steemcurator09.

Curated By - @deepak94
Curation Team - Team Newcomer
."
C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQCSedsGaDyEdcsTpYR8cbN72cwBGdiTbX9B8gvoRUCsomvqwooqWqyfAFUzA1Cbkf7VHS1bFeW.png

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 66373.20
ETH 3291.44
USDT 1.00
SBD 2.69