"ছেলেবেলা" (Poem of my writing "Childhood")||(১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ছেলেবেলা
  • ১১, অক্টোবর ,২০২১
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে। ছেলে বয়সের স্মৃতি বিজরিত বিষয় তুলে ধরার চেষ্টা করবো।

paper-3240768__480.jpg
source

ছেলেবেলা

এখনো আছে মনে
প্রান্তরে খুঁজে পাওয়া গোলাপ,
মনে আছে নীরবে দাঁড়িয়ে
প্রকৃতির সাথে করা আলাপ।
সাহসী হয়ে একাকী
ছুটে চলেছি মহুয়া বনে,
প্রকৃতি সেই কথা
এখনো বলে আমার দুকানে।
এখনো চোখে ভাসে
পদচারণায় আলোকিত প্রান্তর,
উলঙ্গ কাধে শিশির পড়ায়
কেঁপে ওঠে ঘুমন্ত অন্তর।
দুরন্ত হয়ে ছুটেছি সদা
জ্বালি অন্তরে প্রদীপ শিখা,
ভুল করেও কভু হয়নি
থমকে দাঁড়িয়ে ফিরে দেখা।
শান্ত মনে ক্লান্ত হয়ে
হঠাৎ দেখলাম পিছু তাকিয়ে,
অতিক্রম করছি অনেক পথ
সুখ দুঃখকে সাথে নিয়ে।
নদীর পানে চেয়ে দেখি
বদলে গেছে ঢেউয়ের খেলা,
তবে কী হয়ে গেছে অতীত
আমার সোনালি সেই ছেলেবেলা।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ছোটবেলা সত্যি সকলের জন্য একটি আনন্দের মুহূর্ত ছিল। এটি কোথায় করে বেরিয়েছে তার কোন হদিস মেলেনি।।

কবিতাটি পড়ে শৈশবের দুষ্টামি গুলো মনে পড়ে গেল। শৈশবের স্মৃতি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ভাবে স্বাগতম জানাই

 3 years ago 

মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এখনো আছে মনে
প্রান্তরে খুঁজে পাওয়া গোলাপ,
মনে আছে নীরবে দাঁড়িয়ে
প্রকৃতির সাথে করা আলাপ।
সাহসী হয়ে একাকী
ছুটে চলেছি মহুয়া বনে,

ভাই আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতায় আমি আমার ছোট বেলা খুজে পাই।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

ছেলে বেলা মনে পরলেই নিজের কাছে কেমন লাগে।যদি এমন হতো যে জিবনের সব কিছুর বিনিময়ে ছেলে বেলা পাওয়া যাবে কতো ভাল হতো ফিরে পেতাম সেই প্রিয় বন্ধুদের সাথে খেলা করার মুহুর্ত খাওয়ার মুহুর্ত। প্রতি নিয়ত মনে পরে দিন গুলি।অনেক সুন্দর করে লিখেছেন।ভাই😍

 3 years ago 

স্মৃতি গুলো থেকে যাবে কিন্তু ছোট বেলায় ফিরে যেতে পারবো নাহ।শুভকামনা রইল আপনার জন্য।

আপনার কবিতা গুলো সব সময় ভালো লাগে। আপনার কবিতা লেখার হাতটা অসাধারণ। ছেলেবেলা কবিতাটি পরে আমার ছোট্ট বেলার কথা মনে গেলো। যাইহোক সুন্দর উপস্থাপনা ছিলো। শুভেচ্ছা ও অভিনন্দন রইল ভাইয়া।

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করেছেন আপনি ধন্যবাদ।

 3 years ago 

ছেলেবেলা প্রত্যেকের জীবনে এখন কল্পনার মতো।ছেলেবেলায় আমরা সবাই স্বাধীন ও উড়ন্ত পাখির মতো ছিলাম।কিন্তু সময়ের সাথে সাথে আমরা এখন একটি দায়িত্বের গন্ডিতে বাঁধা পড়ে গেছি।কবিতাটি খুব সুন্দর।ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

ছন্দের মিল অনেকটা ভালছিল। ভাল।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

ছেলেবেলা নিয়ে কবিতা অনেক সুন্দর ভাবে লিখছেন।আপনার প্রতিভার তুলোনা হয়না ভাইয়া।আপনার জন্য শুভ কামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63103.76
ETH 2556.80
USDT 1.00
SBD 2.82