গ্রামের পুরনো ঐতিহ্যবাহী মেলা(পর্ব-১) || @shy-fox 10% beneficiary by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • গ্রামের ঐতিহ্যবাহী মেলা
  • ২৬, অক্টোবর ,২০২২
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি গ্রামের ঐতিহ্যবাহী মেলা একটু ঘুরাঘুরি করা মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1666728958243-01.jpeg


Device : A20s
গ্রামের পুরনো ঐতিহ্যবাহী মেলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20221017_212914-01.jpeg

IMG_20221017_212825-01.jpeg

IMG_20221019_184018-01.jpeg


Device : A20s
মেলায় বসা কসমেটিকসের দোকান
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মেলা মানে বিভিন্ন ধরনের বিনোদনমূলক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি। এইতো কিছুদিন আগে গ্রামে পুরনো ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর এই সময়ে এক মাস ব্যাপী মেলার আয়োজন করা হয়ে থাকে। আমি ছোট্ট কাল থেকেই এই ঐতিহ্যবাহী মেলার আসর দেখে আসছি। ছোটবেলায় মেলায় যাওয়ার যে অনুভূতি ছিল সেটা এখন পাওয়া হয় না। মেলায় গেলে সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ে। এই মেলাতে প্রতিবছরই যাওয়া হয় এবার মেলায় যাওয়ার আগ্রহ ছিল না কিন্তু বন্ধুদের চাপাচাপিতে মেলায় যেতেই হয়েছে। কি আর করার বন্ধুদের কথা তো রাখতে হবে সেজন্য সন্ধ্যার মুহূর্তে মেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি।

IMG_20221019_190021-01.jpeg

IMG_20221019_190027-01.jpeg

IMG_20221017_213012-01.jpeg


Device : A20s
বিভিন্ন আকৃতির তৈরি বেলুন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আসলে মেলায় গেলে অতীতের সকল স্মৃতিচারণ হয়ে থাকে। ছোট্টবেলায় বিভিন্ন রংবেরঙের বেলুন যেগুলোর মধ্যে আপেলের মতো তৈরি এবং লম্ব আকারের তৈরি বেলুন গুলো কেনার জন্য বাবা-মায়ের কাছে আবদার করতাম। অনেক ভালো লাগতো সেগুলো না কিনলে বাবা-মা না কিনে দিলে অনেক কান্নাকাটি করেছি। বাড়িতে নিয়ে আসার পথে অনেকবার ফুটে গিয়েছে তখন এতটাই খারাপ লেগেছিল সত্যিই সেই মুহূর্তের অনুভূতিটা সবচেয়ে বেস্ট ছিল। আবার কান্নাকাটি শুরু করতাম আমাকে আবার ওই বেলুন কিনে দিতে হবে সেগুলো বাড়িতে নিয়ে এসে ঝুলিয়ে রাখতাম দেখা গেছে ঘুমিয়ে আছি সকালে উঠে দেখি বেলুন ফেটে গেছে। এখন অনেক বড় হয়ে গেছি সেই অনুভূতিটা কাজ করে না। শুধু দেখতে থাকি মেলার দৃশ্যগুলো ছোট্ট বাচ্চাদের এই ধরনের কিছু কিনে দিতে এবং তাদের আকৃষ্ট হওয়ার বিষয়টি এখন আমাকে ভাবায়।

IMG_20221019_185315-01.jpeg

IMG_20221019_185346-01.jpeg

IMG_20221019_184014-01.jpeg


Device : A20s
বিভিন্ন প্রাণীর আকৃতিতে তৈরি সাচ মিষ্টি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ছোটবেলায় যখন বাবার হাত ধরে মেলায় যেতাম। তখন মেলায় থেকে বাড়ি ফেরার পথে এই ধরনের বিভিন্ন প্রাণীর তৈরি সাচ-মিষ্টি যেগুলো কিনে নিয়ে আসতো। সেগুলো বাড়িতে এসে মুড়ি দিয়ে খেতে খুবই মজা পাইতাম। আমিও এবার মেলা থেকে অনেকগুলো এই ধরনের মিষ্টি জাতীয় খাবার কিনে নিয়ে এসেছি। সত্যিই ছোটবেলায় এগুলো খাওয়ার অনুভূতি ছিল এখন আর পাইনা। আমি বাড়িতে নিয়ে আসার পর একবারও খাওয়া হয়নি কিন্তু মেলায় সুন্দর সুন্দর মিষ্টি যেগুলো সত্যি উপভোগ্য হয়ে থাকে। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী মেলার ধারাবাহিকতা টিকে থাকুক সেটাই কামনা করি। প্রতি বছর যেন এই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সেই প্রত্যাশাই করি। আমার কাছে মেলায় গিয়ে অনেক ভালো লেগেছে পরিবেশটা খুবই সুন্দর ছিল ।পরবর্তী দিনে সার্কাসের দেখার অনুভূতি শেয়ার করব। আশা করি আমার মেলা দৃশ্যপট গুলো আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 2 years ago 

আসলেই মেলায় ঘুরতে পছন্দ পছন্দ করে না এমন মানুষ পাওয়া যাবে না ৷ সত্যিই মেলায় ঘোরাঘুরির মধ্যে অন্যরকম ভালো লাগা আছে ৷ তবে বন্ধু গুলো পাশে থাকলে তো কথাই নেই ৷ অনেক মজা করা যায় ৷ তবে এই মেলা মনে করিয়ে দেয় ছোট বেলা ৷ আসলে ছোট বেলায় বেলুনের জন্য কম বেশি সবাই কান্নাকাটি করেছি ৷ অনেক ভালো লাগলো আপনার অনুভুতি গুলো পড়ে ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

তিন বছর পর আগের ঐতিহ্যবাহী মেলা এখানে অনুষ্ঠিত হয়েছে অনেক ভালো লেগেছে। অনেকদিন পর এই জায়গাটিতে মেলা উপভোগ করতে পেরে।

 2 years ago 

ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। আমি তো বেশি পছন্দ করি ঘোরাঘুরি করতে। আমি প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছি। বন্ধুদের সাথে ঘুরাঘুরি করার মজাটাই আলাদা। আপনাদের পুরনো ঐতিহ্যবাহী মেলা দেখে দেখে আমার খুবই ঘুরাঘুরি করতে ইচ্ছে করছে মেলায় গিয়ে। ছোটবেলায় মেলাতে প্রচুর গিয়েছিলাম। এখন সেরকম যাওয়া হয় না।

 2 years ago 

আপু সবাই ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে বন্ধুদের সাথে দারুন সময় অতিবাহিত করেছিলাম।

 2 years ago 

মেলায় ঘোরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষকে খুব কমই আছে বিশেষ করে সেই সাথে যদি বন্ধুরা থাকে তাহলে তো আর কোন কথাই নেই। ছোটবেলা থেকেই মেলায় ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে যদিও এখন তেমন একটা মেলায় যাওয়া হয়ে ওঠেনা। তবে আপনি গ্রাম বাংলার এই মেলার মধ্যে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যেটা আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মেলায় ঘুরাঘুরি করার মজাই আলাদা অনেক মানুষের সমাবেশে উৎফুল্ল ময় পরিবেশের সৃষ্টি হয়।

 2 years ago 

আচ্ছা ভাই এই মেলার কি কোন নাম আছে? অনেকদিন হলো এরকম মেলায় যাই না। আসলে বিগত কয়েক বছরের মধ্যে আমাদের এইদিকে কোন মেলার আয়োজন নেই। আপনার এই পোস্টটি দেখে ভীষণ নস্টালজিক হয়ে গেলাম। আপনার মত আমিও বেলুন নিয়ে ছোটবেলায় মেলা থেকে বাড়িতে ফিরতাম। রাস্তায় ফুটে গেলে সেকি কান্না! 😅,,, লেখাগুলো পড়তে পড়তে একদম পুরনো দিনে চলে গিয়েছিলাম। মেলার পরিবেশটা ভীষণ জাঁকজমকপূর্ণ লাগছে দেখতে। অনেকদিন পর এত সুন্দর একটা পোস্ট দেখে মনটা ভরে গেল ভাই।

 2 years ago 

হ্যাঁ এটাকে গ্রাম বাংলার ভাষায় ঋতু পরিবর্তনের কারণে শীতের আগ মুহূর্তে এই মেলা আয়োজন করা হয়ে থাকে।

 2 years ago 

মেলা আমার খুবই পছন্দের বিশেষ করে গ্রামের ঐতিহ্যবাহী মেলাগুলো আমার একটু বেশি পছন্দের। মেলাতে ঘুরাঘুরি করতে খুবই ভালো লাগে মনটা আপনা আপনি ভালো হয়ে যায় সেখানে গেলে। আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী মেলা দেখে বেশ ভালো লাগলো। মেলাতে অনেক ঘোরাঘুরি করেছেন মনে হচ্ছে।

 2 years ago 

আসলেই ভাইয়া এই উৎসবমুখর পরিবেশ এখন খুব কম হয় সে জন্যই উপভোগ করতে পারা যায় না।

 2 years ago 

আসলে মেলায় গেলে অতীতের সকল স্মৃতিচারণ হয়ে থাকে।

সত্যি ভাইয়া আপনার কথাগুলোর সাথে সহমত পোষণ করছি। মেলায় গেলে অনেক সময় অতীতের মধুর স্মৃতিগুলো মনে পড়ে যায়। আসলে অতীতের কাটানো স্মৃতিগুলো সব সময় অনেক মধুর হয়। তবে আগের মত এখন আর আনন্দ খুঁজে পাই না। দোকান গুলো দেখে খুবই ভালো লাগে। যাইহোক মেলার সুন্দর পরিবেশ এবং অনুভূতি আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যাঁ আপু অতীতের স্মৃতিচারণ যেটা মেলায় গেলেই সেগুলো মনে পড়ে যায় অনেক ভালো লেগেছে।

 2 years ago 

গ্রামের মেলাতে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। মেলা ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আপনি মেলার প্রতিটি স্টোর ঘুরে ঘুরে দেখেছেন। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ দারুন সময় অতিবাহিত করেছিলাম অনেক ভালো লাগার বিষয় ছিল এটা।

 2 years ago 

আসলে মেলা এমনই একটা জিনিস যা আশেপাশের সকল এলাকার মধ্যে একটা আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে। আমার ক্ষেত্রেও এমন হতো যখনই রাস্তার মধ্যে বেলুনগুলো ফুটে যেত কান্না শুরু করে দিতাম আবার কেনার জন্য। ঠিক বলেছেন এই মিষ্টি গুলো মুড়ি দিয়ে খেতে দারুন মজা লাগে।

 2 years ago 

হ্যাঁ এই ধরনের ঐতিহ্য আনন্দঘন মুহূর্তের সৃষ্টি করে মানুষের সুন্দর একটা মুহূর্ত অতিবাহিত করার সময়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60704.11
ETH 2452.38
USDT 1.00
SBD 2.62