DIY-( এসো নিজে করি) ||পাটকাঠি দিয়ে ঘর তৈরি (১০% লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পাটকাঠি দিয়ে ঘর তৈরি
  • ১০,অক্টোবর , ২০২১
  • রবিবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পাটকাঠি দিয়ে একটি ঘর তৈরি করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি পাটকাঠি দিয়ে ছোট একটা ঘর তৈরি করেছি। মানুষ জীবন জীবিকার তাগিদে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকে। আগের মানুষ পাটকাঠির তৈরি ঘরে বসবাস করতো।এখনো গ্রামে দুই একটি পাটকাঠির তৈরি ঘরে বসবাস করতে দেখা যায়।সেটাই আমার তৈরি ঘরের মাধ্যমে ফুটিয়ে তুলেছি।

IMG_20211009_141442-01.jpeg


পাটকাঠির তৈরি ঘর
Device: A20s

অবস্থান :https://w3w.co/leers.brazenness.lean


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি রঙিন কাগজ
  • একটি কেচি ও ব্লেট
  • পাটকাঠির টুকরো
  • এক কৌঠা আঠা
  • একটি চাকু

IMG_20211009_141739-01.jpeg


ধাপ-১

IMG_20211009_110733-01.jpeg

IMG_20211009_110741-01.jpeg

  • প্রথমে পাঁচ থেকে ছয়টি লম্বা পাটকাঠি নিয়ে সেগুলো ছোট টুকরায় পরিণত করেছি। যেটাকে ঘর তৈরির প্রক্রিয়া বলে।

ধাপ-২

IMG_20211009_103528-01.jpeg

IMG_20211009_103520-01.jpeg

  • একটি নির্দিষ্ট মাপ নিয়ে পাটকাঠি গুলো টুকরো টুকরো করলাম। একটি কলাম অনুযায়ী সেগুলো সাজালাম দেখলাম ঠিক আছে।

ধাপ-৩

IMG_20211009_113033-01.jpeg

IMG_20211009_113029-01.jpeg

  • তারপর পাটকাঠির টুকরো গুলো দিয়ে ঘরের বেড়া তৈরি করে নিয়েছি।আঠা দিয়ে একটি সাথে একটি আটকিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20211009_105329-01.jpeg

IMG_20211009_105324-01.jpeg

  • দৈর্ঘ্য বরাবর বেড়া তৈরির কাজ সম্পন্ন হলে এরপর প্রস্থ বরাবর এর বেড়া তৈরি করে ফেললাম। ঘরের কাঠামোর কাজ এভাবেই শেষ হলো।

ধাপ-৫

IMG_20211009_124315-01.jpeg

IMG_20211009_124255-01.jpeg

  • ঘরের কাঠামো তৈরির কাজ প্রায়ই শেষ। ঘরের বেড়া ও ছাদ তৈরি করে ফেলেছি।

ধাপ-৬

IMG_20211009_125505-01.jpeg

IMG_20211009_125506-01.jpeg

  • ঘরের বেড়া গুলো একসাথে করে কাঠামোর কাজ শেষ করলাম। চারটি বেড়া একসাথে করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি।

ধাপ-৭

IMG_20211009_130647-01.jpeg

IMG_20211009_130743-01.jpeg

  • চালের কাঠামো দেওয়ার পরিকল্পনা চলছে। পাটকাঠির টুকরো দিয়ে তার উপর চাল দিতে হবে।

ধাপ-৮

IMG_20211009_132809-01.jpeg

  • অবশেষে ঘরের কাঠামোর কাজ শেষ হলো। এখন শুধু বারান্দার কাজ শেষ করতে হবে।

ধাপ-৯

IMG_20211009_141436-01.jpeg

  • ঘরের চাল দেওয়ার কাজ শেষ করলাম। এবার ঘরের সৌন্দর্য ফুটে উঠেছে।

ধাপ-১০

IMG_20211009_141444-01.jpeg

  • অনেক সাধনার পরে পাটকাঠির তৈরি ঘর সম্পূর্ণ হলো।ঘরটি তৈরি করতে সময় লেগেছে। মাঝে মাঝে মনে হচ্ছিলো তৈরি না করি।কিন্তু তবুও তৈরি করে ফেললাম। তৈরি শেষে খুবই ভালো লাগছিল।আশাকরি আমার তৈরি ঘরটা আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে

Sort:  

নতুনত্ব ছিল। ভাল

 3 years ago 

ধন্যবাদ।

 3 years ago 

আপনার এই পাট কাঠির তৈরি ঘরটা আমার খুবই ভালো লেগেছে। একসময় গ্রামে অনেক দেখা যেত এই ধরনের ঘর। এখন প্রায় বিলুপ্তির পথে। এখন একদম হতদরিদ্র কেউ বাদে এই ধরনের ঘরে কেউ থাকেনা। খুব সুন্দর জিনিস তৈরি করেছেন। বানানের দিকে আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সুন্দর মন্তব্য ও দিকনির্দেশনা মূলক কথা বলার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ একটি বাড়ি তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে দেখতে। পাটকাটির বাড়ি যে এতো টা সুন্দর হয় এটাই তার প্রমাণ। অনেক সুন্দর ভকবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে, শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

শৈশবে আমিও অনেক পাট কাঠি দিয়ে ঘর তৈরি করেছি। এবং আমার গ্রামের বাড়িতে এখনো পাট কাঠির ঘর অনেক রয়েছে। ধন্যবাদ ভাই গ্রাম্য সংস্কৃতির কিছু ঐতিহ্যবাহী প্রজেক্ট আমার মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ

 3 years ago (edited)

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

অভিনন্দন রইল

আরে ভাই দারুন হয়েছে আপনার হাতের তৈরি ঘরটি। ভাবছি আমার বিড়ালের জন্য আপনার ঘরটি অর্ডার করবো। দেখি অনেক সুন্দর লাগছে।

 3 years ago 

আমি রাজি আপনার বিড়ালের জন্য বিক্রি করতে।সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ছোট বেলায় আমরাও এই রকম ঘর বানাতাম, সহপাঠীদের নিয়ে প্রতিযোগিতা করতাম, কার ঘর বেশী ভালো হয়। খুব সুন্দর বানিয়েছেন আপনি, ভালো হয়েছে। তবে সামনের চালাটা সব সময় নিচে থাকে। ধন্যবাদ

 3 years ago 

ছোট বেলার অভিজ্ঞতা কাজে লাগিয়েছি ভাই। মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

সত্যি বলতে আমি এই পাট কাঠি এর আগে কোনোদিন দেখিনি। আজকেই দেখলাম।আপনার কাজটি খুব বেশি সুন্দর হয়েছে। এক কথায় জাস্ট অসাধারণ। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনাকে দেখাতে পেরেছি আমি এতেই খুশি। মন্তব্য করার জন্য আপনাকে।

 3 years ago 

একসময় গ্রামে অনেক দেখা যেত এই ধরনের ঘর। এখন প্রায় বিলুপ্তির পথে। আপনার কাজটি খুব বেশি সুন্দর হয়েছে। এক কথায় অসাধারণ । শুভ কামনা রইলো

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনি পাটকাঠি দিয়ে খুব সুন্দর করে ঘর তৈরি করেছেন আপনার ঘরটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল খুবই সুন্দর হয়েছে আপনার জন্য শুভকামনা

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বাহ্ কাঠের তৈরি বাড়ি থেকে আমি মুগ্ধ। আপনার অসাধারণ প্রতিভা আপনি প্রকাশ করেছেন। এমন সুন্দর পোস্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

গঠন মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.033
BTC 64275.02
ETH 3139.81
USDT 1.00
SBD 4.14