ব্যাচেলর পয়েন্ট সিজন -৪ শুরু || নাটক রিভিউ || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ব্যাচেলর পয়েন্ট সিজন -৪ শুরু
  • ১১, মার্চ ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটি নাটক রিভিউ শেয়ার করছি ।আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।

Screenshot_20220312-010952_YouTube.jpg

নাটক সম্পর্কে কিছু তথ্যঃ-

নাম: ব্যাচেলর পয়েন্ট সিজন-৪
প্রযোজক:মাসুদুল হাসান ও তৌহিদ তালুকদার
ধরণ:হাস্যরসাত্মক নাটক
মূল নেটওয়ার্ক:চ্যানেল নাইন,বাংলাভিশন,ধ্রুব টিভি (ইউটিউব)
মূল মুক্তির তারিখ:৪ আগস্ট ২০১৮ –
বর্তমান
তথ্যগুলো উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে



কাস্ট



------------
পরিচালককাজল আরেফিন অমি
লেখককাজল আরেফিন অমি ও তৌহিদ তালুকদার
বিভাগলেজার ভার্সন
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
অভিনয়েমিশু সাব্বির , জিয়াউল হক পলাশ,মারজুক রাসেল,চাষী আলম,মুনিরা আক্তার মিতু, আরও অনেকে।


VideoCapture_20220312-011500.jpg

ব্যাচেলার পয়েন্ট ড্রামা সিরিজ যাত্রা শুরু করে 2018 সালের আগস্ট মাস থেকে যেটা বর্তমান খুবই জনপ্রিয় একটি ড্রামা । নাটকের মূল দৃশ্যপট হলো ঢাকা শহরে কয়েক জন অবিবাহিত ছেলের একটি ফ্ল্যাটে জীবন-যাপন কে কেন্দ্র করে। বাংলাদেশের বিভিন্ন জেলার লোকদের সম্পর্কে নির্মিত এই ব্যাচেলার পয়েন্ট নাটক। এটি বর্তমান খুবই জনপ্রিয় একটি ড্রামা সিরিজ যুব সমাজের কাছে ড্রামা সিরিজ টি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ দেড় বছর পর কাজল আরেফিন অমি তার জনপ্রিয় ড্রামা সিরিজ 11 ই মার্চ সিজন ফোর মুক্তি দেয়। যেটা দেখার জন্য অধীর আগ্রহে ছিলাম। নাটক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন উইকিপিডিয়া থেকে যাদের দেখা হয়নি। আর আমার মত যাদের কাছে নাটকটি খুবই ফেভারিট হয়তো তারা খুব সহজেই বুঝতে পারবেন। সিজন- 3 শেষ হয়েছিল কাবিলার জেলে বন্দী অবস্থায় সিজন ফোর সেখান থেকেই শুরু হয়েছে।

VideoCapture_20220312-011528.jpg

কাবিলা, আরিফিন, শুভ ও নেহাল তারা একই ইউনিভার্সিটিতে লেখাপড়া করাই একই ফ্ল্যাটে একসাথে থাকত। তাদের ইউনিভার্সিটিতে এক বন্ধু ছিল নাম তুর্য তার সাথে প্রায়ই তাদের ঝগড়া-বিবাদ হতো। হঠাৎ একদিন তার সাথে মারামারিতে লিপ্ত হয় কাবিলা তুর্যকে মেরে মারাত্মকভাবে আহত করে। সেজন্য তাকে জেলে বন্দি করে।

VideoCapture_20220312-011559.jpg

প্রত্যেকটা জেলে কারাবন্দীদের মধ্যে অনেক মাস্তান থাকে ।যিনি সবাইকে বিভিন্ন ভাবে নির্যাতন করে তাদের খাবার তারা কেড়ে খেয়ে ফেলে। এখানে একটা মজার বিষয় হলো কাবিলা রুটি খাওয়া মুহূর্তে সেই মাস্তান চলে আসে সে তখন ঘুমের অভিনয় করে শুয়ে পড়ে। তাকে ব্যতীত অন্যান্য দের কাছ থেকে যে সকল খাবার থাকে সব খেয়ে ফেলে ।আমার কাছে অনেক ভালো লাগলো কাবিলার শুয়ে পড়ার অভিনয়।

VideoCapture_20220312-011616.jpg

এদিকে শুভ তার বাবাকে ফোন দিয়ে কাবিলা অসুস্থ মিথ্যা বলে। কারণ শুভর বাবা কাবিলার কাছ থেকে শুভর লেখাপড়ার বিষয়ে জানতে চায় কিন্তু শুভ তার বাবাকে বলে কাবিলা অসুস্থ ।সেই কথা বলে তার বাবার কাছে টাকা চায় তার কিছু খাবার কিনে দেয়ার জন্য। তার বাবা দুইশত টাকা দিতে চাইলে শুভ টাকা না পাঠানোর কথা বলে ফোন কেটে দেয়ার মধ্যে তার বাবা তার সম্পূর্ণ আবদার মেনে নেয় তাকে 2000 টাকার বদলে 1000 টাকা পাঠাবে বলে।

VideoCapture_20220312-011653.jpg

VideoCapture_20220312-011644.jpg

শুভ ,পাশা ও শিমুল্লা তারা তিনজনই জেলখানায় গিয়ে প্রতিদিন কাবিলার সাথে দেখা করে। তাকে সান্তনা দেয়ার চেষ্টা করে কাবিলা তাদের বলে আমাকে ছাড়ানোর তাড়াতাড়ি ব্যবস্থা কর। শুভ তাকে বুঝিয়ে বলে তাকে খুব শীঘ্রই ছাড়িয়ে নিয়ে যাবে। বন্ধুত্বের বন্ধনে শুভ কাবিলার সাথে কথা বলতে বলতে কেঁদে ফেলে।

VideoCapture_20220312-011706.jpg

তারা তিনজন তুর্যর বাবার সাথে দেখা করে ।তারা তুর্যর বাবাকে অনুরোধ করে কাবিলাকে ছাড়ানোর ব্যবস্থা করার জন্য কিন্তু তুর্যর বাবা কোন ভাবেই রাজি হয়না। রাজি হওয়ার সম্মতি কিছুটা থাকলেও শিমুলের কথাবার্তায় তুর্যর বাবা রেগে যায়। শুভ বিষয়টা ভালোভাবে সমাধান করার চেষ্টা করলেও পাশা ও শিমুলের জন্য সেটুকু বৃথা হয়ে দাঁড়ায়। তূর্যর বাবা তাদেরকে দেখে নিবে বলে সে কথা বলে চলে যায়।

VideoCapture_20220312-011753.jpg

এইদিকে কাবিলা কারাবন্দীদের সকলের সাথে কথাবার্তা বলে সময় পার করতে থাকে। এক মার্ডার কেসের আসামির সাথে সে বিভিন্ন অকথ্য ভাষায় কথা বলে লোকটি শান্তশিষ্ট হওয়ায় তাকে কিছু বলেনা। এদিকে শুভ চেষ্টা করতে থাকে তাকে কিভাবে ছাড়ানো যায় কাবিলা অপেক্ষা করে থাকে তার মা-বাবাকে না জানিয়ে যেন মুক্ত করা হয়। শিমুলকে বাড়িতে না বলার কথা বলে। এভাবেই সিজন ফোর এর প্রথম এপিসোড শেষ হয়।

ব্যক্তিগত রেটিং-৯/১০

নিজের কিছু কথা:

ব্যাচেলার পয়েন্ট নাটকটি ম্যাচ লাইফের কথা মনে করিয়ে দেয়। ম্যাচে থাকা অবস্থায় বিভিন্ন অঞ্চল বা জেলার মানুষের সাথে সাক্ষাত হয় তাদের আচার-আচরণ পরিবেশের ভিন্নতা দেখা যায়। এই নাটকের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষের একীভূত হওয়ার দৃশ্য হাস্যরসাত্মক বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। সেজন্য নাটকটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বর্তমান বাংলাদেশের খুবই জনপ্রিয় ড্রামা সিরিজ।

নাটকের লিংক সমূহ



ধন্যবাদ সবাইকে



logo.gif

Sort:  
 2 years ago 

এটা আমার খুব প্রিয় একটা নাটক। ব্যাচেলর পয়েন্ট সিজন -৪ শুরু হওয়ায় আমার খুবই ভালো লাগছে। এটা খুবই মজার একটা নাটক। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছেও প্রিয় একটি ড্রামা সিরিজ। বিশেষ করে যুব সমাজের কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বেচেলার পয়েন্ট নাটক টি সবথেকে আমার পছন্দের একটি নাটক। এই নাটকের আগের সিজিন গুলো সব আমার দেখা। এই নাটকের সবথেকে কাবিলার চরিত্রটি আমার কাছে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপনাকে ব্যাচেলর পয়েন্ট নাটকের রিভিউ পোস্ট করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এই ড্রামা সিরিজ আমারও ফেভারিট ।যেটা বাংলাদেশের জনপ্রিয় ড্রামা সিরিজ ।আপনি সবগুলো সিজন দেখেছেন জেনে ভালো লাগলো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন।
ব্যাচেলর পয়েন্ট সিজন -৪ শুরু হয়েছে শুনে অনেক ভালো লাগলো। সময় পেলে পর্ব গুলো দেখি। ব্যাচেলর পয়েন্ট পূর্বের সিজন গুলো খুবই অসাধারণ এবং জনপ্রিয় হয়েছে। এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 2 years ago 

আমি ড্রামা সিরিজ পাবলিস্ট হওয়ার সাথে সাথেই দেখা শুরু করি। এটা না দেখা পর্যন্ত শান্তি পাইনা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

গত একবছর ধরে সিজেন-৪ এর অপেক্ষায় ছিলাম। কাল আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেছ। আমাদের মতো ব‍্যাচেলর জন‍্যই তো এই নাটকটা তৈরি। আমি সিজে-১ থেকে এখন পযর্ন্ত একটা এপিসোডও মিস করি নাই। গতকাল সিজেন-৪ এর প্রথম পর্বটা বেশ ভালো ছিল। দারুণ রিভিউ করেছেন ধন্যবাদ।।

 2 years ago 

রাত 9:00 বাজার সাথে সাথে আমি ইউটিউব চ্যানেলে ঢুকে খুঁজাখুঁজি শুরু করি। আমার কাছে ফেভারিট একটি ড্রামা সিরিজ। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে ব্যাচেলর পয়েন্ট নাটক এর সিজন ফোর অনেক সুন্দর একটি রিভিউ আমাদের সকলের মাঝে শেয়ার করেছেন। অধীর আগ্রহ নিয়ে বসেছিলাম অনেকটা মাস শুধুমাত্র ব্যাচেলর পয়েন্ট দেখার জন্য অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কাল রাতে ব্যাচেলর পয়েন্ট নাটক দেখেছি। খুবই ভালো লেগেছে আমার কাছে। আপনি অনেক চমৎকার ভাবে সারসংক্ষেপ আমাদের মাঝে শেয়ার করেছেন। চমৎকারভাবে ব্যাচেলর পয়েন্ট নাটক সিজন ফোর আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও দেখতে অনেক ভালো লাগে। দীর্ঘ দেড় বছর পর অপেক্ষার অবসান হলো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ব্যাচেলর পয়েন্ট নাটকটা আমার কাছে ভালোই লাগে।আমি মাঝে মাঝে পর্ব গুলো দেখি।অনেক ফানি নাটক।সকলের অভিনয় বেশ সুন্দর এবং হাসির।বেশ ভলো।ধন্যবাদ আপনাকে।শুভেচ্ছা রইল।

 2 years ago 

নাটকটি দেখার চেষ্টা করবেন আপু ।আমার কাছে খুবই প্রিয় একটি ড্রামা সিরিজ ।যেটা বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রিয় নাটক বেচেলার পয়েন্ট প্রথম পর্ব ব্যস্ততার কারণে দেখা হয়নি তবে আপনার পোষ্ট থেকে কিছুটা ধারনা পেলাম আর এই ধারণা থেকেই যেন মনে আগ্রহ বেড়ে গেল। যদি সময় পাই আজকেই প্রথম পর্বটি দেখে নিব।

 2 years ago 

প্রথম থেকে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি খুবই ভালো লাগবে ।বর্তমান বাংলাদেশের জনপ্রিয় ড্রামা সিরিজ সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হুম আমি দেখবো, আপনাকে স্বাগতম ভাইজান 💚

 2 years ago 

বেচেলার পয়েন্ট নাটক টি বাংলাদেশে অনেক বিখ্যাত একটি নাটক আমি সময় পেলে মাঝেমধ্যে ইউটিউবে এই নাটকটি দেখে থাকি এটি বেশ মজাদার। আপনি আমাদের মাঝে এই নাটকটি অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট এর মাধ্যমে নাটকটি আমাদের মাঝে রিভিউ করার জন্য।

 2 years ago 

হ্যাঁ বেচেলার পয়েন্ট নাটক টি অনেক জনপ্রিয় ।যেটা যুবসমাজ দেখতে বেশি পছন্দ করে। আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 
প্রিয় নাটকের নতুন সিজন চালু হওয়াতে আমি অনেক খুশি হয়েছি। আসলে আমি সিজন ১ থেকেই এই নাটক দেখি। এই নাটকে আমার সব চেয়ে বেশি ভালো লাগে, হাবু ভাই ও কাবিলার অভিনয়। তবে মিশু সাব্বির ও পারফেক্ট অভিনয় করে৷ আশা করি সিজন ৪ আরো বেশি জনপ্রিয়তা পাবে।
 2 years ago 

এই নাটকটি বর্তমান খুবই জনপ্রিয় একটি নাটক। যেটা দেখতে সবাই পছন্দ করে আমিও নাটকটি দেখতে খুবই পছন্দ করি। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আসবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি মনে করি এই নাটকটি বাংলাদেশের অর্ধেক মানুষের প্রিয় একটি নাটক অনেক অপেক্ষার পরে আসবে সিজন 4 পর্ব শুরু হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে এই নাটকটি আবার পুনরায় দেখতে পাবো।

 2 years ago 

হ্যাঁ দীর্ঘ দেড় বছর পর সিজন ফোর শুরু হয়েছে ।আমার কাছে নাটকটি দেখতে খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74