মুজিবনগর স্মৃতিসৌধে( ঘোরাঘুরি পর্ব -১) || @shy-fox 10% beneficiary by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • মুজিবনগর স্মৃতিসৌধে
  • ০৮, নভেম্বর ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি গ্রামের ঐতিহ্যবাহী মেলা একটু ঘুরাঘুরি করা মুহূর্তের গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1667843724261-01.jpeg


Device : A20s
মুজিবনগর স্মৃতিসৌধে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঘোরাঘুরি করতে পছন্দ করে না এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমিও খুবই ঘোরাঘুরি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে খুবই পছন্দ করতাম। আমার কিছু বন্ধু ছিল তারাও ঘুরতে খুবই পছন্দ করে। বন্ধুদের চাওয়া-পাওয়ার সাথে মিল থাকলে তাহলে তো কোন কথাই নেই। যেখানে দুচোখ যায় সেখানেই যেতে মন চায় মন শুধু চায় ছুটাছুটি করতে বিভিন্ন জায়গায় অচেনা দৃশ্য গুলো উপভোগ করতে।

IMG_20220923_123014-01.jpeg

IMG_20220923_123623-01.jpeg

IMG_20220923_122438-01.jpeg


Device : A20s
প্রবেশ পথ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে কিন্তু বাড়ির পাশে মুজিবনগর স্মৃতিসৌধে যাওয়া হয়নি। আমাদের বাসা থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমান মুজিবনগর স্মৃতিসৌধ মেহেরপুর জেলায় অবস্থিত এর আগে কুষ্টিয়া জেলার মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। স্কুলের যে সকল কাছের বন্ধু ছিল তাদের সাথে অনেকদিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। সবাই নিজেদের ব্যস্ততায় বিভিন্ন জায়গায় অবস্থান করায় একসাথে হওয়া হয়ে ওঠেনা। তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে দুই একজন না থাকলেও আমরা যে কয়জন বন্ধু একসাথে হব তারা সবাই মিলে কোন জায়গায় ঘুরতে যাব। এরমধ্যে অনেকেই মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে যায়নি। যেহেতু আমারও যাওয়া হয়নি তাই সিদ্ধান্ত নিলাম আমরা সকাল দশটার দিকে মুজিবনগর এর উদ্দেশ্যে বের হব।

IMG_20220923_120313-01.jpeg

IMG_20220923_123136-01.jpeg

IMG_20220923_124154-01.jpeg


Device : A20s
বন্ধুদের সাথে সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সবাই একসাথে হয়ে কুষ্টিয়া শহরের বাস টার্মিনাল থেকে কুষ্টিয়া থেকে মেহেরপুরের বাস চলাচল করে তাদের সাথে কথা বলে আমরা সামনের দিকে ৬ জনের সিট বুক করেছি। এর মধ্যে দুইজন বাসে উঠতে তেমন পছন্দ করে না বিশেষ করে বাসে উঠলে তাদের অনেক প্রবলেম হয়। তারা চাচ্ছিল সিএনজিতে যেতে কিন্তু কোন সিএনজি রাজি হচ্ছিল না কি আর করার এখন তো বাসেই যেতে হবে। আমরা সবাই ১১:০০ টার দিকে বাসে উঠে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। মেহেরপুর কখনো যাওয়া হয়নি কিন্তু মেহেরপুরের জমির উর্বরতা এবং সবুজ শ্যামল পরিবেশ খুবই সুন্দর ছিল। জানালার পাশে বসে পরিবেশটা ভালোই উপভোগ করেছিলাম। নতুন পরিবেশ উপভোগ করতে কার না ভালো লাগে। আমার কাছে খুবই ভালো লাগছিলো রাস্তার অবস্থা একটু খারাপ ছিল তবুও পরিবেশটা উপভোগ্য ছিল।

IMG_20220923_125127-01.jpeg

IMG_20220923_124453-01.jpeg

IMG_20220923_125301-01.jpeg

IMG_20220923_125337-01.jpeg


Device : A20s
স্মৃতিসৌধের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



দুপুর টাইমে আমরা মুজিবনগর শহরে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর বাস থেকে নেমে একটি অটো ভাড়া করে মুজিবনগর স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেই। অটোতে যেতে ২৫ মিনিট সময় লেগেছিল। আমরা স্মৃতিসৌধের গেটে পৌঁছানোর পর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেখানকার আম বাগানের দৃশ্যপট। সারিসারি আমবাগান সত্যি দেখতে অনেক সুন্দর লাগছে। দুপুর টাইমে প্রচন্ড রো দ যেহেতু মুজিবনগর স্মৃতিসৌধের ভেতরে প্রচুর আমগাছ রয়েছে পরিবেশটা ঠান্ডা ছিল গেটে টিকিট কেটে পরিবেশ করলাম। দিনটি ছিল শুক্রবার ছুটির দিন অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য। ১৭ এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয় বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পর প্রথম এখানে সরকার গঠিত হয়। এখানে মুক্তিযুদ্ধের মানচিত্র এবং বিভিন্ন স্মৃতি বিজড়িত যুদ্ধের দৃশ্যপট ফুটিয়ে তোলা হয়েছে। সেগুলো পরবর্তী পর্বে শেয়ার করব আশা করি আমার কাটানো মুহূর্তের গল্প আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 2 years ago 

মুজিবনগর স্মৃতি সৌধে এখনও ঘুরতে যাওয়া হয় নি।ঘুরাঘুরি করতে আমারও অনেক ভালো লাগে। সাথে যদি বন্ধু থাকে তাহলে তো কথাই নেই। মেহেরপুর স্মৃতি সৌধে গিয়ে দারুণ সময় কাটিয়েছেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মূহুর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনারা কয়েক জন বন্ধু মিলে মুজিবনগর স্মৃতিসৌধে চমৎকার একটি সময় কাটিয়েছেন।সত্যি বলেছেন ঘুরতে কার না ভালো লাগে। আমার ও আপনার মতো ঘুরতে অনেক ভালো লাগে।দিনটি শুক্রবার থাকায় বিভিন্ন পেশার মানুষের বেশি সমাগম ছিল।

 2 years ago 
মুজিবনগর স্মতিসৌধ এর কথা আমি আগেও শুনেছি।আপনার বাসা থেকে ৮০ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনি এই জায়গায় গিয়েছেন। অনেক লম্বা জার্নি করেছেন ভাই। পরিবেশ ঠান্ডা থাকলে কিছুটা প্রশান্তি লাগে। ছবিগুলো খুব সুন্দর হয়েছে। সেখানে কাঠের জিনিসের দোকানগুলো দেখতে ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 
আপনি ঘোরাঘুরি করতে অনেক পছন্দ করেন।আর আপনি যে স্থানে ঘুরতে এসেছেন মুজিবনগর,এটা কিন্তু আমার এলাকা ভাই।মুজিবনগর এলাকায় আমার বাসা।আপনারা ছয়জন বন্ধু মিলে সিট বুকিং করছিলেন এবং মুজিবনগর এসেছিলেন এবং অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।সত্যি বলতে ভাই মুজিবনগর আসলে একটি দর্শনীয় স্থান এবং অনেক দেখার মত একটা জায়গা এখানে আসলে মনে পড়ে যায় একাত্তরের কথ।যুদ্ধের সময় কি হয়েছিল এখানে আসলেই তার সারমর্ম বোঝা যায়
 2 years ago 

ভাইয়া আপনারা মুজিবনগর স্মৃতিসৌধে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। দেখতে বেশ সুন্দর লাগছে। ছবি দেখেই বোঝা যাচ্ছে যে ওই দিন বেশ রোদ পড়েছিল। আর যেহেতু শুক্রবার ছিল সেহুতু বিভিন্ন পেশার মানুষ সেখানে মুজিব নগর দৃশ্যপট দেখতে গিয়েছে।

 2 years ago 

ভালো বুদ্ধি করেছেন ভাইয়া সব বন্ধুর অপেক্ষা না করে যে কয়জন পেয়েছেন তাদের নিয়েই ঘুরতে গিয়েছেন। তা না হলে যাওয়াই হয় না। তাছাড়া সিএনজি একটু দূরের রাস্তা জন্য মনে হয় যেতে রাজি হচ্ছিল না। আমিও অনেক আগে একবার গিয়েছিলাম এই স্মৃতিসৌধে। খুব ভালো লেগেছিল আমার কাছে। আপনার আজকের ছবিগুলো দেখে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। খুব সুন্দর ঘোরাঘুরি করেছেন বোঝাই যাচ্ছে।

 2 years ago 

কথায় আছে বাড়ির গরু গাটার ঘাস খায় না। মুজিবনগর আপনার কাছে থাকা সত্ত্বেও আপনার যাওয়া হয়নি। তবে অবশেষে বন্ধুদের সাথে মিলে মুজিবনগর স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিলেন, মুহূর্তগুলো ছিল অসাধারণ। ইচ্ছে করছে গিয়ে ঘুরে আসি। তবে আপনার বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলোর গল্প শুনে অনেকটা ঘুরা হয়ে গেছে। আমাদের মাঝে এত সুন্দর করে শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মুজিবনগর আপনার এত কাছে থাকা সত্ত্বেও যাওয়া হয়নি। আসলে আমরা এরকমই হাতের কাছে থাকলে কোন কিছুর মর্ম বুঝিনা। এখন যে সবাই মিলে গিয়েছেন দেখে ভালো লাগলো। যদিও আপনাদের মাঝে দুইজন বাসে উঠতে পছন্দ করে না। আমি নিজেও বাসে বুঝতে পছন্দ করি না তাদের সাথে মিলে গেল। স্মৃতিসৌধের দৃশ্য দেখতে অসম্ভব ভালো লেগেছে। আপনার ফটোগ্রাফি গুলোও দারুন ছিল।

 2 years ago 

১৭ এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠন করা হয় বাংলাদেশ নামক রাষ্ট্র হওয়ার পর প্রথম এখানে সরকার গঠিত হয়

আপনার তথ্যে একটু ভুল আছে ভাই। মুজিবনগর সরকার গঠিত হয় ১০ ই এপ্রিল ১৯৭১ এবং সেই সরকারের শপথ গ্রহণ হয় ১৭ ই এপ্রিল ১৯৭১। আমি গিয়েছিলাম মুজিবনগরে। সেবার এই স্মৃতিসৌধ বর্ডার মানচিএ সবকিছু দেখে এসেছিলাম। আপনি বন্ধুদের সঙ্গে বেশ ভালো একটা ট‍্যুর দিয়েছেন।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67629.79
ETH 3231.81
USDT 1.00
SBD 2.65