আদিবাসী গোষ্ঠী 'বম'মেয়েদের জীবন যাত্রা ||(১০%লাজুক খ্যাকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • আদিবাসী গোষ্ঠী বমদের জীবন যাত্রা
  • ৩০,অক্টোবর ,২০২১
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশের পাবর্ত্য অঞ্চলে আদিবাসীদের বসবাস তাদের জীবন যাত্রার মান তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।



এইতো কিছু দিন আগে ঘুরতে গিয়েছিলাম চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্ত তিনটি জেলা রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি। এই জেলা গুলোতে বিভিন্ন উপজাতিদের বসবাস।তারা বাংলাদেশ সৃষ্টির আগ থেকেই এখানে বসবাস করছে। পাহাড়ি অঞ্চলে বসবাস করা আদিবাসী গোষ্ঠীদের জীবন যাত্রার মান খুবই কঠিন। আজ আমি আদিবাসী গোষ্ঠী 'বম' মেয়েদের জীবন যাত্রার মান কিছুটা তুলে ধরার চেষ্টা করবো।

20210830_141900-01.jpeg

20210830_141857-01.jpeg


'বম' মেয়েদের জীবিকা নির্বাহ
Device: A20s
অবস্থান:https://w3w.co/parrot.sleeper.foolproof


আদিবাসী গোষ্ঠী চাকমা বারমা ও সাঁওতাল তাদের পরিবারের প্রধান মেয়েরা। মেয়েরা সংসারে সকল দায় দায়িত্ব বহন করে থাকে। তাদের থেকে বমরা কিছুটা পিছিয়ে আছে। তারা অনেক দূরে পাহাড়ের চূড়ায় বসবাস করে থাকে। সেখানে গেলেই বুঝা যায় তাদের জীবন জীবিকা কতটা কঠিন। তাদের আয়ের প্রধান উৎস হলো জুম চাষ।মেয়েরা বিভিন্ন ডিজাইনের চাদর ও পাহাড়ি পোশাক তৈরি করেও জীবিকা নির্বাহ করে থাকে। 'বম' মেয়েদের বেশিরভাগ দোকানদারি করে থাকে।

20210830_120822-01.jpeg

20210830_113328-01.jpeg


বাঁশের তৈরি মগ
Device: A20s
অবস্থান:https://w3w.co/parrot.sleeper.foolproof


বম মেয়েরা নিজের হাতে তৈরি করা জিনিস দোকান এর মাধ্যমে বিক্রি করে থাকেন।বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা সেখানে গিয়ে ভির জমায়।এসব পর্যটকদের উপর অনেকাংশ নির্ভর করে জীবন জীবিকা।তাদের নিজের হাতের তৈরি জিনিস পর্যটকরা কিনতে বেশি ইচ্ছুক হয়।সেগুলো দেখতে আমার কাছে ভালোই লাগছিল।

20210830_120923-01.jpeg

20210830_121304-01.jpeg


চাদরের দোকান
Device: A20s
অবস্থান:https://w3w.co/parrot.sleeper.foolproof


আমরা বিভিন্ন দোকানে গিয়ে তাদের হাতে বানানো জিনিস গুলো দেখছিলাম।আমাদের কাছে যেটা পছন্দ হবে সেটা কিনবো।আপনারা দোকানটির পাশে একটি বম মেয়ের দাঁড়ানো অবস্থায় দেখতে পাচ্ছেন।তিনি ঢাকার একটি স্কুলে লেখা পড়া করেন। করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি বাড়িতে এসে দোকান চালাচ্ছেন। তার কাছ থেকেই জানতে পারলাম তার মা এসব চাদর ও বিভিন্ন ধরনের জিনিস নিজেই তৈরি করে। তার দোকান থেকে অন্য একটি দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

20210830_121100-01.jpeg

20210830_121207-01.jpeg


চাদর কেনা মুহুর্তে
Device: A20s
অবস্থান:https://w3w.co/parrot.sleeper.foolproof


তার পাশে একটি দোকানে চাদর পছন্দ করতে শুরু করলাম। আমরা শহর থেকে যেসব চাদর কিনে থাকি তার থেকে অনেকটা কোয়ালিটি সম্পন্ন। হাতের তৈরি জিনিস এমনিতেই অনেকটা মজবুত হয়।নিজ হাতে বানানো বিধায় দাম একটু বেশি চাচ্ছে। আমরা তাদের সাথে দামাদামি করতে থাকলাম।একপর্যায়ে মেয়েটি আমাদের দামে রাজি হয়ে যায়। আমরা সাতজন ছিলাম প্রত্যেকে দুইটি করে চাদর নিয়েছি।মেয়েটি অনেক খুশি হয়েছিল অনেক গুলো চাদর নেওয়ার কারণে।

20210830_184228-01.jpeg

20210830_141921-01.jpeg


পাহাড়ি শাকসবজি
Device: A20s
অবস্থান:https://w3w.co/parrot.sleeper.foolproof


আবার কিছু মেয়েরা পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি শাকসবজি সংগ্রহ করে সেগুলো বাজারে বিক্রি করছিল। বিভিন্ন ধরনের শাক ও বাঁশের ফুরা এবং পাহাড়ি কলা।পাহাড়ি কলা খেয়েছি খুবই সুস্বাদু। কলার সাইজ অনেক ছোট কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বাজারের বেশির ভাগ খাবারই ছিল আদিবাসীদের খাবার। তাদের জীবন জীবিকা দেখে অনেক কিছুই বুঝতে পেরেছি। আমাদের থেকেও তাদের কঠিন পরিশ্রম করে বেঁচে থাকতে হয়। ভ্রমণ থেকে অনেক অভিজ্ঞতা লাভ করেছিলাম।যা আপনাদের সাথে শেয়ার করছি হয়তো অনেক কথাই ভুলে গিয়েছি যতটুকু মনে ছিল সেটাই তুলে ধরার চেষ্টা করেছি।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

আপনার পোস্টটা পড়ে অনেক কিছু জানতে পারলাম এবং সাধারন জ্ঞান অনেক বাড়লো। দেশের অসংখ্য নৃ গোষ্ঠীর মধ্যে বম অন্যতম। বম মেয়েরা আসলেই অনেক সৃজনী ক্ষমতার অধিকারী। কি সুন্দর হাতের কাজ তাদের। তাদের জামাকাপড় এবং অন্যান্য আসবাবপত্র আমার কাছে খুব সুন্দর লাগে। ধন্যবাদ দাদা এত তথ্যপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বাংলাদেশের অনেকটা জুড়ে রয়েছে আদিবাসীরা। চাদর শাল এগুলো এরা হাতে তৈরি করে থাকে। এথের আধুনিক কোনো যন্ত্রপাতি নেই। এরা অনেক কষ্টে জীবন ধারণা করে। এবং এই পন্য গুলোর দাম কিন্তু ওরা বেশি রাখে না। খুব ভালো লিখেছেন ভাই। ছবিগুলো অনেক সুন্দর ছিল।।

 3 years ago 

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হাতের তৈরি জিনিস এমনিতেই অনেকটা মজবুত হয়।নিজ হাতে বানানো বিধায় দাম একটু বেশি চাচ্ছে।

এটা ঠিক বলেছেন একদম।এদের হাতে তৈরি করা জিনিষ গুলো আমি খেয়াল করেছি আমাদের এখানকার জিনিষ কিনার তুলনায় অনেক বেশি টিকে। আর তার কারণ তারা জিনিষগুলো হাতে বানায় যার কারণে অনেক মজবুত হয়। আর হাতে বানানোতে খুব কষ্ট হয় ই। তাই জন্যই হয়তো দাম একটু বেশি চায়।
আপনার ঘুরাঘুরি দেখে ভালো লাগলো।

 3 years ago 

তাদের হাতের শৈল্পিকতা আমার খুব ভালো লেগেছে এজন্যই চাদর গুলো কিনেছি।

একটি গোষ্ঠীর জীবন যাত্রা, সহজে আমাদের সাথে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ দিতেই হয়।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ভাইয়া আমাদের বাংলাদেশ অনেক এলাকাতেই আদিবাসীরা বসবাস করে। তারা অবশ্য খুবই কষ্টের সাথে জীবন যাপন করে। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো এবং বম আদিবাসী সম্পর্কে কিছু জানতে পারলাম

 3 years ago 

ভ্রমণ মানেই কিছু জানতে পারা ও নতুন কিছু দেখা। পোস্ট পড়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসোলেই আদিবাসীরা অত্যন্ত দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে ।তাদের জীবন জীবিকা খুবই কষ্টময় হয় তবুও জীবন ধারনের জন্য কখন হার মানে না ।এজন্যই তাদের কাছ থেকে এমন কারুকর্ম আমরা পাই ।ধন্যবাদ ভাই ।

 3 years ago 

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বাংলাদেশের আদিবাসীরা বেশিরভাগই থাকে ও পার্বত্য চট্টগ্রাম বিভাগে বম মেয়েরা যে এত কষ্ট করে দেখে অনেক ভালো লাগলো নতুন কিছু সংস্কৃতি সম্পর্কে জানতে পারলাম অনেক অনেক শুভকামনা মামা আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

join #club5050 tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60371.26
ETH 2609.98
USDT 1.00
SBD 2.54