ক্রিকেট এর জনক

in Cric-World 🏏3 years ago



10-14-2021
THURSDAY


Hello my friends of the Cricket Community.

Hope all of the members are in good health.



আজকে আমি আপনাদেরকে ক্রিকেট এর জনকের সাথে পরিচয় করিয়ে দিব।তার নাম হল উইলিয়াম গিলবার্ট গ্রেস।
এছাড়াও সে দ্য ডক্টর, দ্য চ্যাম্পিয়ন, দ্য বিগ ইউ এন সহ আরো অনেক নামে পরিচিত। তিনি ব্যাটিং এর পাশাপাশি বোলিং ও করতেন যাকে ক্রিকেট এর ভাষায় অলরাউন্ডার বলে।




image.png

Source


তার নিকনেম হলো ডাব্লিউ.জি। তিনি মূলত একজন ইংলিশ ক্রিকেটার ছিলেন।তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন ৬সেপ্টেম্বর ১৮৮০সনে।আর শেষ টেস্ট ম্যাচ খেলেন ১লা জুন ১৮৯৯সনে।
তিনি মোট ২২ টা টেস্ট ম্যাচ খেলেন। যেখানে রান করেন ১০৯৮।তার ব্যাটিং গড় ৩২.২৯।তিনি ২টি ১০০ আর ৫ টি ৫০ করেন।তার সর্বোচ্চ রান ১৭০।
তিনি ২৬.২২ গড়ে বোলিং করে উইকেট নেন ৯ টি
তিনি ১৮জুলাই ১৮৪৮ সনে জন্মগ্রহণ করেন এবং ২৩ অক্টোবর ১৯১৫ সনে মৃত্যুবরণ করেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63626.66
ETH 2640.26
USDT 1.00
SBD 2.75