Club5050||Steem Bangladesh Contest : Photography

in Steem Bangladesh2 years ago

সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্ পাকের রহমতে আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর পাকের অশেষ কৃপায় ভালোই আছি। আমি আজ অজানা ফুলের ফটোগ্রাফিক সম্পর্কে উপস্থাপন করব। আশা সকলের ভালো লাগবে।

IMG_20220817_080615__01.jpg

IMG_20220817_075655__01.jpg

IMG_20220817_075827__01.jpg

IMG_20220817_080554__01.jpg

IMG_20220817_080716__01.jpg

আমাদের বাড়ির পাশে একটি জায়গা পড়ে আছে। সেখানে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছ-পালা দিয়ে একটি জঙ্গলের সৃষ্টি হয়ে। সেই জঙ্গল থেকে এই ভৃঙ্গরাজ ফুল আমাকে মুগ্ধ করে। আমি দূর থেকে হেটে এই ভৃঙ্গরাজ গাছের কাছে যাই। এসে দেখি এগুলো ছোট আকৃতির ফুল। এই গাছের ফল ও রয়েছে তা সবুজ।

আমি সেই ছোট ফুল গুলো মাইক্রো ফটোগ্রাফির মাধ্যমে ছবি গুলো ক্যাপশন করি। এই গাছটির ফল ঔষধি হিসেবে ব্যবহ্ত হয়। আমাদের গ্রামের রাস্তায় ধারে, পরিত্যক্ত জমিতে এই গাছে উদ্ভব হয়। এই গাছটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠে। গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই ভেষজ উদ্ভিদের চাষ করা হয়।

ভৃঙ্গরাজ ভেষজ হলো হালকা কটু তিক্ত । ভৃঙ্গরাজ ভেষজ উদ্ভিদের চকচকে সবুজ পাতার আড়ালে ফোটে ছোট্ট সাদা বা ধূসর ফুল। দেখতে অনেক সুন্দর। রাস্তায় বা পথের ধারে অথবা বাড়ির সামনে সৌন্দর্য বাড়াতে ভৃঙ্গরাজের জুড়ি নেই। আমরা অনেকে এই ফুলের নামই জানেন না। এই ভৃঙ্গরাজ উদ্ভিদ খুব অযত্নেই বেড়ে ওঠে।

ভৃঙ্গরাজ গাছ হলো একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। এর কান্ড সরু ও নীচের দিক থেকে শিকড় বের হয়। এর পাতা এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত লম্বা হয় । ভৃঙ্গরাজ পাতার দুই কিনারা অল্প খাঁজ কাটা। গ্রীষ্মকালে ভৃঙ্গরাজে উজ্জ্বল হলুদ রঙের ফুল ফোটে।

তবে আমরা শতকরা কম ভাগ লোক বলতে পারব যে এটি একটি ভেষজ বা ঔষধি গাছ। তাছাড়া শতকরা ৮০ভাগ লোক বলতে পারবেনা এটি ভেষজ উদ্ভিদ।

ভৃঙ্গরাজ গাছের পাতা সর্দি কাশি, চর্মরোগের জন্য ব্যবহার করা হয়। এই গাছের পাতার রস মাথায় চুল বৃদ্ধির জন্য ও চুল পড়া বন্ধের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও অনেক রোগের নিরাময় হিসেবে এই ভেষজ উদ্ভিদ ব্যবহার করা হয়।

তবে আমরা এই ঔষধি বা ভেষজ উদ্ভিদের চাষ করে তা বানিজ্যিক ভাবে অর্থ উপার্জন করতে পারি। আমাদের দেশে এই উদ্ভিদ প্রকৃতিতে বেড়ে উঠে।

ধন্যবাদ,
@riju12

Sort:  
 2 years ago 

Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .

Club StatusClub5050 ✅
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
Total words309
Delegation
#Burnsteem25


Polish_20201009_015638739.jpg

JOIN WITH US ON DISCORD SERVER:

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 76443.53
ETH 2985.60
USDT 1.00
SBD 2.65