শৈশবের স্মৃতি //13-10-2021//

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি @rezaul-420 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৮আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ |বুধবার| শরৎকাল|



আমি রেজাউল।আমার ইউজার নাম @rezaul-420।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।

আজ আমি আপনাদের মাঝে উপস্থাপনা করবো শৈশবের স্মৃতি।ছোটবেলার কথা মনে পরলে এক পরম অনুভূতির কথা মনে পরে যায়।কারন আমাদের জীবনের রঙিন সময় শৈশব।আমাদের সবারই ইচ্ছা করে শৈশবে ফিরে যেতে।শৈশবের ফেলে আসা দিনগুলি আমার খুব মনে পরে।শৈশবের কথা মনে পরলে আমার চোখের কোনায় পানি চলে আসে।আশাকরি আপনাদের ভালো লাগবে।

চলুন শুরু করি



IMG_20210609_105750.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/laterally.automation.toboggans


ছোট বেলায় আমরা হয়তো অনেকেই এই খেলাটা সব থেকে বেশি খেলতাম। সহপাঠীরা সবাই মিলে এক সাথে হয় এই খেলায় মেতে উঠতাম।মেয়েরা মায়ের কাছে কান্না করে ফেরিওয়ালার কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের বাসন-কোসন কিনতো এবং সেই সব দিয়েই তারা রান্না করার কাজে লাগাত। যাইহোক, তারপরে সবাই মিলে অনেক কষ্ট করে মাটি সংগ্রহ করতাম সেই মাটিকে বানাতাম ভাত। মেয়েরা ইট দিয়ে চুলা বানাতো আর বাসন-কোসন-এ হতো আগুন বিহিন রান্না। কতোই না মজার ছিল সেই দিন গুলো। কতো কথা কতো স্মৃতি ফেলে এসেছি সেই ছোট বেলায়,যা চাইলেও কখনো স্মৃতির পাতা থেকে মুছে দেওয়া যাবে না।


IMG_20210601_112057.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/graph.pregnancies.eiderdown


ছোটবেলায় যখন যে খেলাধুলার কথা মনে আসতো তখন সেই খেলাটি খেলেছি। সকালে বিকেলে সবসময় খেলার মধ্যে ঢুকে থাকতাম। আমরা সবাই দল বেঁধে মজা করতাম।যখন সবাই এক সাথে খেলা করতাম বাড়ি থেকে আম্মা ডাকলেও শুনতাম না।এর জন্য বাড়ি এসে কতো বকাই না খাইছি।মানুষের জীবনের সবচেয়ে মধুর স্মৃতি হলো শৈশব।শৈশবকালে আমরা যখন ছোট থাকি বড় হলে আমাদের জন্য কতো সুখই না অপেক্ষা করছে।আসলেই কি তাই?এখন বড় হয়েছি মনে হচ্ছে আবার যেনো ছোট হয়ে যাই।কিন্তু এটা সম্ভব না।


IMG_20210523_100920.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/operating.fondest.sugarplum


IMG_20210521_052005.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/makeups.straggling.pebble


ছোট বেলায় আমরাও ঠিক এমন টাই খেলাধুলা করতাম। আর এই খেলা টা ছিলো বিরতিহীন খেলা করার সময় কিছুই মনে থাকতো না, মনে থাকতো না খাওয়ার কথা, মনে থাকতো না গোসল করার কথা এভাবেই আমরা দিন পার করতাম। তারাও এখন আমাদের মতোই তাদের ও কোন কিছু করার কথা মনে থাকে না। এদের খেলা দেখে মাঝে মাঝে আফসোস হয় কেনই বা বড় হলাম কেনই বা এতো সুন্দর একটা জীবন থেকে বের হয়ে গেলাম। আসলেই ছোট বেলাটা অনেক মজার ছিল, ছিলো না কোন দায়িত্ব ছিলো না কোন লেখাপড়ার চিন্তা।


IMG_20211012_203826.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/farmhouse.birdies.equator


ছোটবেলার খেলাধুলা গুলো কখনোই শেষ হতো না। বিরতিহীন খেলাধুলা কখনো আমরা ক্লান্ত হয়ে পরতাম না কিন্তু। এখন শৈশবকালের এই খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে। এখন মানুষ যত আধুনিকতার ছোঁয়া পাচ্ছে তত এসব খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। আমরা ছোটবেলায় যেসব খেলাধুলা করতাম এখন এসব বাচ্চাদের মধ্যে তেমন খেলাধুলা সম্পর্কে ধারণা নেই।


আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।



logo.gif

Sort:  
 3 years ago 

শৈশবের স্মৃতি গুলো মনে পড়লে আবার ফিরে যেতে মন চায় শৈশবে। শৈশবে করা খেলাধুলা গুলোর মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করতো। অনেক স্মৃতি আপনি তুলে ধরেছেন। উপস্থাপন অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া গঠনমূলক মন্তব্য করার জন্য।

 3 years ago 

ছোটবেলার স্মৃতি গুলো আসলেই মুছে ফেলার না। ভালো কিছু স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। গ্রামবাংলায় ছোটবেলায় আমারও একই ধরনের খেলাধুলা করতাম । আপনার এই পোস্টটি পড়ে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

ধন্যবাদ ভাইয়া, আমার কাজের অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

শৈশবের স্মৃতি গুলো আজও মনে পড়ে গেল। মাটি দিয়ে ভাত, ছোট ছোট লতা পাতা দিয়ে তরকারি, ফেরিওয়ালার কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের বাতিল এবং অবশেষে মিছামিছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতাম ছোটবেলায়।

শৈশবের পুরো স্তর গুলি আপনি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন

ঠিক বলছেন ভাইয়া ছোট্ট বেলার স্মৃতিগুলো মুছে ফেলার নয়। আমরা যত বড় হবো তবে স্মৃতিগুলো আমাদের মনের সাথে গেথে থাকবে। ধন্যবাদ ভাইয়া, আমার কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য।

 3 years ago 

এমন হৃদয় স্পর্শ এবং শৈশবকাল নিয়ে আরো কিছু পোস্ট করবেন সেই আশায় থাকলাম। আবারো ধন্যবাদ

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি রচনা লিখছেন শৈশবের স্মৃতি গুলো নিয়ে।অবশ্যই
ভাই শৈশবের স্মৃতি গুলো মধ্যে অন্য রকমের অনুভৃতি আমাদের মাঝে জাগিয়ে তুলে।আবার ইচ্ছে করে ফিরে যেতে ,তবে আর তো ফিরে যাওয়া সম্ভব নয়।আপনাকে অনেক ধন্যবাদ শৈশবের স্মৃতি নিয়ে পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করার জন্য

শৈশবের স্মৃতিময় দিনগুলোর কথা মনে পড়ে গেলো ভাইয়া আপনার পোস্টটি দেখে।আসলে এই স্মৃতিগুলো তো কোনদিনই ভুলে যাবার নয় শুধু একটাই আফসোস ওই জীবন আর ফিরে পাবো না।ছোটবেলায় মার্বেল খেলা,মোড়গ লড়াই, কাগজ দিয়ে ঘর বানানো কত কিছুই না করেছি।আপনার পোস্টটি এক কথায় শৈশবের স্মৃতিতে ভরপুর।ধন্যবাদ ও শুভকামনা রইলো সুন্দর একটি বিষয়বস্তুমন্ডিত পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

মানুষের জীবনের সবচেয়ে মধুর সময় যেটি, নিঃসন্দেহে তা হল আমাদের শৈশবের ফেলে আসা দিনগুলি। শৈশবকালে যখন আমরা ছোট থাকি তখন মনে করি বড় হলে না জানি কতই সুখ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে।আপনার পোস্ট দেখে শৈশবে ফিরে যেতে ইচ্ছা করছে।

ধন্যবাদ ভাইয়া, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

অসাধারন একটি পোস্ট করেছেন ভাই। পোষ্টের মাধ্যমে আমিও আমার ছোটবেলায় ফিরে গেছে এবং তখনকার অনেক স্মৃতি এবং এভাবে খেলাধুলা করার অনেক সময় কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাই এরকম একটি পোষ্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাই আপনার কমেন্টসের এখানে একটা কমেন্ট দেখলাম যেটা নিয়ে আপনি সুমন ভাইয়ের সাথে ডিসকাস করতে পারেন। না জেনে এসব লিংকে প্রবেশ করবেন না।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 60385.18
ETH 2658.57
USDT 1.00
SBD 2.47