DIY-"এসো নিজে করি ||খুব সহজেই খরগোশের চিত্র অঙ্কন||১০% লাজুক খ‍্যাঁকের জন‍্য বরাদ্দ। by @rezaul-420

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rezaul-420 বাংলাদেশের নাগরিক।

আজ - ৪ কার্তিক | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শরৎকাল |



আমি রেজাউল,আমার ইউজার নাম @rezaul-420।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আমার শিল্পের মাধ্যমে একটি খরগোশ অংকন আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।


এটি আমার শিল্পের চূড়ান্ত চেহারা


IMG_20211020_063425.jpg


প্রয়োজনীয় উপকরণ


পেন্সিল
ইরেজার
সাদা কাগজ
কালার রং


প্রথম-ধাপ


IMG20211019190229.jpg


দ্বিতীয়-ধাপ


IMG20211019191115.jpg


তৃতীয়-ধাপ


IMG20211019191651.jpg


চতুর্থ -ধাপ


IMG20211019192704.jpg


পঞ্চম -ধাপ


IMG20211019193825.jpg


চূড়ান্ত -ধাপ


IMG20211019194521.jpg


  • অতঃপর হয়ে গেলো সেই আমাদের কাঙ্ক্ষিত খরগোশের চিত্রাঙ্কন।

আমি যখন খুব খুশি বোধ করি যখন কেউ আমাকে এবং আমার কাজের প্রশংসা করে। এটি আমাকে আমার কাজ সঠিকভাবে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। সবসময় আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে সমর্থন করেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।


logo.gif


IMG_20210523_144343_553.jpg

ধন্যবাদ সবাইকে ❤️

Sort:  
 2 years ago 

আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে । আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন । ‌‌আ‌‌‍পনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু ❤️।

 2 years ago 

বাহ খুব সহজেই কতো সুন্দর একটি খরগোশের চিত্র অংকন করলেন। দেখে ভালোই লাগলো

ধন্যবাদ ভাইয়া

 2 years ago 

আসলেই খরগোশ আমাদের সকলের প্রিয় খরগোশ পেন্সিল দিয়ে এত সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করেছেন। নিজের দক্ষতা খাটিয়ে আপনি খরগোশের ছবি অঙ্কন করেছেন খুবই ভালো লাগল ।বর্ণনা খুবই ভালো ছিল আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া❤️।আমার কাজের অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 

বাহ আপনি দেখি ভালোই আর্ট করতে পারেন। খুব সহজে ধাপে ধাপে একটি খরগোশ অংকনের বর্ণনা দিয়ে দিলেন সাথে সে গাজর খাচ্ছে। আচ্ছা গাজরটি কি সে চুরি করে নিয়ে এসেছে?

ধন্যবাদ ভাইয়া, গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভালোবাসা অবিরাম

 2 years ago 

ওয়াও ভাইয়া আমার খুব প্রিয় একটি প্রাণী খরগোশ। অনেক সুন্দর করে চত্রটি অংকন
করেছেন ভইয়া।

শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

ধন্যবাদ আপু❤️।

 2 years ago 

আপনি খোরগোশ এর খুব সুন্দর অংকন চিত্র
করেছেন। দেখাতে অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া ❤️।

ওয়াও!! সেই সুন্দর আর্ট করেছেন। খরগোসটি দেখতে খুব সুন্দর লাগছে। আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। চিত্রটি সম্পর্কে সুন্দর বর্ণনা করেছেন। শুভকামনা রইল

ধন্যবাদ ভাইয়া, গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

নতুন হিসাব আপনি বেশ ভালই এঁকেছেন। তবে আপনারা কালার গুলো ভালোভাবে ফুটে উঠে নাই। যদি কালার গুলো ভালোভাবে ফুটে উঠত তাহলে আরো সুন্দর দেখাতো ড্রয়িং টি। ঢাকার একটু চেষ্টা করতে হবে। শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া, আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 2 years ago 

দেখে ভালো লাগলো ভাইয়া প্রিয় লাজুক খ‍্যাঁকের গাজর খাওয়ার দৃশ্য অঙ্কন করেছেন। কোন তুলনাই হয়না। ধন্যবাদ ভাইয়া।

ধন্যবাদ আপনাকে গঠনমূলক মন্তব্য করার জন্য।

 2 years ago 

খরগোশ মামার চোখ গুলো একদম ছলছল।
দেখেই মনে হচ্ছে সে যেনো এই গাজরটি পেয়ে একেবারে আবেগে আপ্লুত হয়ে আছে।
আর্টটি অনেক কিউট হয়েছে।

ধন্যবাদ আপু ❤️, সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 62837.82
ETH 3037.45
USDT 1.00
SBD 3.80