DIY-"এসো নিজে করি"সপ্তাহ"||আমার হাতের তৈরি-"খেজুরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল"

আসসালামু আলাইকুম



হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rezaul-420 বাংলাদেশের নাগরিক।

আজ - ২৬ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ |শুক্রবার | শরৎকাল |



আসসালামু আলাইকুম,আমি রেজাউল করিম। আমার ইউজার নাম @rezaul-420। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


নিজে করো ইভেন্টে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আমাদের মাঝে উপস্থাপনা করব খেজুরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল তৈরি। এই সূর্যমুখী ফুল আমি কিভাবে বানিয়েছি তা আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।



চলুন শুরু করা যাক


IMG_20210910_125633.jpg


উপকরণ গুলো


  • খেজুর গাছের কচি পাতা
  • একটি কেচি

IMG20210910080140.jpg


IMG20210910080411.jpg


  • প্রথমে আমি খেজুর গাছ থেকে কিছু কচি পাতা সংগ্রহ করি। আমি সেই খেজুরের পাতার পিছনের অংশ একটি কেচি দিয়ে কেটে সমান করি।

IMG20210910081302.jpg


IMG20210910081724.jpg


  • এরপর আমি পাতাগুলো মাঝে অংশ থেকে কিছুটা আলাদা করে হাতের চারটি আঙ্গুলের মধ্যে রাখি। পর্যায় ক্রমে ছবির ন্যায় রাখি।

IMG20210910081915_01.jpg


  • এখানে আমি ২০টা পাতা ব্যবহার করেছিলাম। আপনারা চাইলে ২০টা পাতার বেশি বা কম ব্যবহার করতে পারেন। আঙ্গুলের মধ্যে সাজানো হয়ে গেলে পাতাগুলোকে দুটি অংশে ভাগ করি। এরপর পাতার পিছনের অংশ সামনের অংশের মধ্যে পর্যায়ক্রমে সব গুলোর মধ্যে ঢুকাতে হবে।

IMG20210910082632.jpg


  • মাঝখানে আলাদা অংশের মধ্যে ঢোকানো হয়ে গেলে আস্তে আস্তে টানতে হবে যাতে পাতা ছিঁড়ে না যায়। টানতে টানতে একসময় সূর্যের মত হয়ে যাবে।

IMG20210910082829.jpg


IMG20210910083018.jpg


  • এরপর সূর্যের রশ্মির মতো যে লম্বা পাতা গুলো দেখছেন সেগুলোর মাঝ থেকে ঘুরিয়ে পাতার গুড়ার অংশের সাথে আটকে দিতে হবে। এরপর দেখা যাবে পূর্ণাঙ্গ একটি সূর্যমুখী ফুল হয়ে গেছে।

IMG_20210910_083326.jpg


আমি যখন খুব খুশি বোধ করি যখন কেউ আমাকে এবং আমার কাজের প্রশংসা করে। এটি আমাকে আমার কাজ সঠিকভাবে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। সবসময় আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে সমর্থন করেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।


IMG_20210523_144343_553.jpg

ধন্যবাদ সবাইকে ❤️

Sort:  
 3 years ago 

আপনার খেজুরের পাতা দিয়ে সূর্যমুখী ফুল অসাধারণ হয়েছে।এত সুন্দর কি করে তৈরি করলেন তাই ভাবছি।আপনার প্রতিভা দারুন।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সত্যি আপনার এতো সুন্দর কমেন্ট আমাকে মুগ্ধ করেছে। আপনার এতো সুন্দর কমেন্ট দেখে আমার মনে হচ্ছে পোস্টটি করে আমি সফল । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি সত্যি দারুন একটি জিনিস বানিয়েছেন। এরকম জিনিস আমি প্রথম দেখলাম। ফুলটি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি জিনিস বানিয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য এবং আমাকে উৎসাহ প্রদান করার জন্য।

 3 years ago 

খুবই চমৎকার একটি জিনিস বানিয়েছেন। খেজুর পাতা দিয়ে সূর্যমুখী ফুল বানানো এই প্রথম দেখলাম। কাজটা আপনি বেশ ভালই পারেন বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে।

আপনার মুখে প্রশংসা শুনে আমি অনেক উৎসাহ ও অনুপ্রেরণা পাইলাম ভাই।

 3 years ago 

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো diy টি সত্যিই অসাধারণ ।খেজুরের পাতার দিয়া সূর্যমুখী ফুল দারুন বানিয়েছেন ।শুভেচ্ছা রইলো অনেক।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।।
আমার পোস্টটিতে এমন মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ্ আপনি খেজুর পাতা দিয়ে অনেক সুন্দর একটি সূর্য মুখি ফুল তৈরি করেছেন,যা দেখে সত্যিই সূর্যমুখি ফুলের মতোই মনে হচ্ছে, আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

আপনার হাতের কাজ টা আমার শৈশবের স্মৃতি মনে করিয়ে দিল।আমার এক বড় ভাই ছোট বেলায় আমাকে এমন করে ফুল বানিয়ে দিত।
আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে তৈরির বর্ণনা ও ফটোগ্রাফি উপস্থাপন করেছেন।অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.32
TRX 0.12
JST 0.034
BTC 64664.11
ETH 3166.18
USDT 1.00
SBD 4.11