🏞️🍀🌾মাঠ থেকে তোলা আমার কিছু ফটোগ্রাফি//🌿🌳

হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@rezaul-420 বাংলাদেশের নাগরিক।

আজ - ২২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার| শরৎকাল |



আসসালামু আলাইকুম,আমি রেজাউল করিম। আমার ইউজার নাম @rezaul-420। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আমাদের গ্রামের মাঠ থেকে তোলা কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই গ্রামের প্রতিটি মাঠে মাঠে প্রকৃতির সৌন্দর্য খেলা করে। মাঠের যেদিকে তাকানো যায় সেদিকেই সবুজের সমাহার আর সৌন্দর্যের ভরপুর। আশা করি মাঠ থেকে তোলা এই ছবি গুলো আপনাদের অনেক ভালো লাগবে।


IMG_20210905_120531.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/laterally.automation.toboggans


এই ফুল আমরা সকলেই চিনে থাকি। এটা শাপলা ফুলের ছবি। এখন বর্ষার সময় চারিদিকে পানি থইথই করছে। মাঠে খাল-বিলে এখন প্রচুর পরিমাণ পানি রয়েছে। এই ফুলগুলো যেখানে হালকা পানি থাকে সেখানে এই শাপলা ফুল হয়। তবে বিল এলাকায় এই ফুলগুলো বেশি ফোটে।


IMG_20210905_120333.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/graph.pregnancies.eiderdown


এটি একটা কচু ক্ষেত। কচু একটি পুষ্টিকর খাবার। এখানে একজন কৃষক তার জমি থেকে কচু তুলছে। সে কচু তোলে বিকেলে বাজারে গিয়ে বিক্রি করবে।


IMG_20210905_120432.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/operating.fondest.sugarplum


উপরে যে চিত্রটি দেখতে পাচ্ছেন সেটা একটি শামুকের ছবি। এই শামুক পানিতে থাকে। এই ছবিটা আমি মাঠ থেকে তুলেছিলাম।


IMG_20210906_121614.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/makeups.straggling.pebble


উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি ধানক্ষেতে ছবি। এই ধানগুলো কিছুদিন আগে লাগানো হয়েছে। আর এখন এই বাংলার প্রতিটি গ্রামে ধানের আবাদ করা হয়। যার কারণে প্রতিটি গ্রামের সবুজের সমাহার দেখা যায়। মাঠে মাঠে সবুজ ধানক্ষেত দেখতে অনেক সুন্দর দেখায়। বাতাসে ধনের গাছগুলো খেলা করে।


IMG20210818102311.jpg


device: realme5i
What's 3 Word Location:
https://w3w.co/farmhouse.birdies.equator


উপরে যে ফুলের ছবিটি দেখতে পাচ্ছেন এই ফুল মাঠের হয়ে থাকে। ধানের জমিতে যেখানে স্বচ্ছ পানি থাকে সেখানে এই ফুল ফোটে। এই ফুল গাছ ততটা বড় হয় না। আমি আমার ফোনের ক্যামেরা জুম করে ছবিটা তুলেছিলাম।


আমি যখন খুব খুশি বোধ করি যখন কেউ আমাকে এবং আমার কাজের প্রশংসা করে। এটি আমাকে আমার কাজ সঠিকভাবে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। সবসময় আমাকে সমর্থন করার জন্য ধন্যবাদ। আপনারা যারা আমাকে সমর্থন করেন তাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ।

আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন।


IMG_20210523_144343_553.jpg

ধন্যবাদ সবাইকে ❤️

Sort:  

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে।

ফুলগুলো যেখানে হালকা পানি থাকে সেখানে এই শাপলা ফুল হয়। তবে বিল এলাকায় এই ফুলগুলো বেশি ফোটে।

আমাদের এখানে একটি বিল রয়েছে কিন্তু খুব অল্প দিনেই পানি শুকিয়ে যায়। যার কারণে শাপলা গুলো বড় হতে পারে না।

শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ফটোগ্রাফি ভাই,উপস্থাপন খুবই ভালো শাপলা ফুলের ছবিটা আমার খুবই ভালো লেগেছে

ধন্যবাদ

 3 years ago 

আপনার ফটোগ্রাফি খুবই ভালো হয়েছে। তার সঙ্গে বর্ণনা আরো ভালো হয়েছে। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। বিশেষ করে একটি ফটোগ্রাফি আমার মন কেড়ে নিয়েছে, শাপলা ফুল। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর।ছবি গুলো দেখে বুঝাই যাচ্ছে আপনি একজন ভালো ফটোগ্রাফার।
আমার কাছে আপনার তোলা সব গুলো ছবিই ভালো লেগেছে।অভিন্দন আপনাকে

আপনাকে ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

 3 years ago 

ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.034
BTC 66137.63
ETH 3161.38
USDT 1.00
SBD 4.13