টার্গেট ডিসেম্বর সিজন-৫ পাওয়ার বৃদ্ধি ২০০ স্টিম।
টার্গেট ডিসেম্বরের নতুন সিজন ২২ সপ্তাহ আগে চালু হয়েছে । ইতিমধ্যেই আমি আমার নতুন টার্গেট সেট করে নিয়েছি । আমি আগামী ডিসেম্বর মাসের মধ্যে ১০০,০০০ স্টিম পাওয়ার বানাতে ইচ্ছুক । প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট এমাউন্টের পাওয়ার বৃদ্ধি করতে না পারলেও ধীরে ধীরে আমার টার্গেটে পৌঁছে যাব ইনশাআল্লাহ ।
এসপ্তাহে আমার ওয়ালেটে ৪৩৬ স্টিম ছিল। ৪৩৬ স্টিম থেকে ২০০ স্টিম পাওয়ার বৃদ্ধি করলাম। আজ আমি যে স্টিম পাওয়ার বৃদ্ধি করেছি সেটির পর্যায়ক্রমিক স্টেপগুলো নিম্নে দেওয়া হলঃ
এরপর ২০০ স্টিম, পাওয়ার বৃদ্ধির কাজে ব্যবহার করলাম।
অবশেষে আমার ওয়ালেটে 85,027 স্টিম-পাওয়ার পূর্ণ হলো।
১০০,০০০ স্টিম পাওয়ার পূর্ণ হতে আমার আরও 14973 স্টিম পাওয়ার প্রয়োজন। আশাকরি ডিসেম্বর মাসের মধ্যে 14973 স্টিম পাওয়ার বৃদ্ধি করতে পারবো। আপনারাও আপনাদের প্রচেষ্টা চালিয়ে যান। আমরা সবাই একসাথে আরো একবার সফল হব ইনশা আল্লাহ্।
পোস্ট থেকে প্রাপ্ত ৫০% রিওয়ার্ড এর বাইরে আমি ২১০০০ এস,পি পাওয়ার আপ করতে ইচ্ছুক। আজ ২০০ স্টিম পাওয়ার আপ করায় ২১ হাজারের টার্গেট পূরণ হতে বাকি রইল ৭৪০০ স্টিম। ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

দাদা,আপনার এই আশাও শীঘ্রই পূর্ন হয়ে যাবে।কারন আপনার পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় ও প্রচেষ্টা অনেক বেশি।যেটি আমাদের অনুপ্রাণিত করে, শুভকামনা রইলো আপনার জন্য।
ছোট ছোট পাওয়ার বৃদ্ধির মাধ্যমে ধারাবাহিক নিজের সক্ষমতা বৃদ্ধি করা যায় তাই আপনি 200 স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাচ্ছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভাইয়া।
Wow, @rex-sumon, what an inspiring commitment to powering up! I love seeing your concrete goal of reaching 100,000 SP by December and the detailed steps you're taking to get there. The screenshots clearly show your progress, making it easy to follow along and celebrate your success.
Your dedication is infectious, and your encouragement for others to pursue their goals is fantastic. Plus, committing 50% of your post rewards and an additional 21,000 SP to powering up is truly impressive! Keep up the amazing work; I'm excited to witness your journey to 100,000 SP. Readers, be sure to follow @rex-sumon and leave a comment of support! What are your Steem goals?
একাউন্টঃ @rex-sumon
পাওয়ার বৃদ্ধিঃ =0.235774%
আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ২০০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৮৫,০২৭+ এসপি তে পৌঁছে গেলেন ভাই। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য ১ লাখ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।