My Town in 10 Pics, 19 February 2021.My City
বাংলাদেশের একটি স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গেট এটি। এটি হলো গাজীপুরে অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স করে গ্রাজুয়েশন সম্পন্ন করে এখান থেকে।
- What3words Location Code : https://w3w.co/firebird.terminal.rags
একটি চলন্ত ট্রাকের পেছনের অংশের দৃশ্য। ছবিটি যেই মুহূর্তে আমি তুলেছি আমিও একটি চলন্ত ইজি বাইকে ছিলাম। এইজন্য ছবিটিতে সম্পূর্ণ ট্রাক দেখা যাচ্ছে না।
- What3words Location Code : https://w3w.co/beans.ditched.validated
মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গাজীপুর। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠানের। এটি গাজীপুরের ডুয়েট এর দক্ষিণ পাশে অবস্থিত।
- What3words Location Code : https://w3w.co/suitably.overtime.suspends
এটি হলো গাজীপুরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সামনের ফুটপাতে অবস্থিত একটি ফুচকার দোকান। এখানে অনেক রকম ফুচকা পাওয়া যায়। এই দোকানটি প্রতিনিয়ত এই একই স্থানে খোলা হয়। এখানে প্রচুর স্টুডেন্ট আসে ফুচকা খাওয়ার জন্য।
- What3words Location Code : https://w3w.co/dockers.approve.coasted
এটি হলো একটি ছোট পিকআপ ভ্যান। এগুলো সাধারণত মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। কিন্তু এই পিকআপ ভ্যানের পিছনে থাকা কন্টেইনারটি খুলে রাখা হয়েছে। হয়তো কোনো দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জন্য মেরামত করা হচ্ছে।
- What3words Location Code : https://w3w.co/proclaims.amended.bulb
একটি নীল কালারের পিকআপভ্যান রাস্তার ধারে পার্কিং করে রাখা হয়েছে যদিও এই ধরনের পার্কিং নিষিদ্ধ কিন্তু নিয়ম ভঙ্গ করে যত্রতত্র এভাবে গাড়ি পার্কিং করে রাখা হয় প্রায়ই ।
- What3words Location Code : https://w3w.co/proclaims.amended.bulb
একটি প্রাইভেটকার রাস্তা ধরে রেখে দেয়া হয়েছে। এ প্রাইভেটকারটি অনেক পুরনো। এটি দিয়ে শিক্ষার্থীদের গাড়ি চালানো শেখানো হয়। একই স্থানে রেখে দেওয়া দেখতে পেয়েছি অনেকদিনই।
- What3words Location Code : https://w3w.co/concluded.sweeter.garlic
ছোট ছোট প্রচুর কাঠের গুড়ি রেখে দেয়া হয়েছে রাস্তার ধারে। এগুলো সম্ভবত ইলেকট্রিক কাজে ব্যবহৃত হয়েছে। এগুলো দ্বারা কি করা হয় সেটি সঠিকভাবে আমার জানা নেই। তবে এগুলো এই একই স্থানে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকতে দেখেছি।
- What3words Location Code : https://w3w.co/costly.bonnet.opposite
বিকেল বেলার দৃশ্য। প্রায় সূর্য অস্ত চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ এক জায়গায় জড়ো করে রেখেছে ব্যবসায়ীরা। তারা এখান থেকে বাস বিক্রি করেন। যাদের প্রয়োজন, তারা ক্রয় করেন।
- What3words Location Code : https://w3w.co/windpipe.dugouts.tweeted
Facebook | Twitter| Discord
E-mail: [email protected]
JOIN WITH US ON DISCORD SERVER: