মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #১৭
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত ৭ দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: সূর্যাস্তের ফোটোগ্রাফি।। । এ সপ্তাহে ৬ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহের মোট ৬ জন পার্টিসিপেট করেছে । ৬ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদের সিরিয়াল করা হয়েছে। । প্রত্যেকেই খুব ভালো ভালো ফটোগ্রাফি শেয়ার করেছেন। চলুন প্রথমে প্রত্যেকটি অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @mohinahmed
ডিভাইস- Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ-7.00 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
এই ফটোগ্রাফিটা আমি করেছিলাম নভেম্বর মাসের শেষ সপ্তাহে আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে। সূর্যাস্তের সময় সূর্য যখন রক্তিম রং ধারণ করেছিল, তখন আমি এই চমৎকার দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।
By: @bijoy1
ডিভাইস- Samsung Galaxy M34 5g
ফোকাল ল্যান্থ-7.00 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
এই ফটোগ্রাফি আমি অনেক আগে করেছিলাম৷ যখন ঘুরতে গিয়ে আসার সময় অনেক দেরি হয়ে গেল, তখন এই সুর্যাস্ত দেখলাম এবং ক্যাপচার করে নিলাম।এরপর যখন এই প্রতিযোগিতার টপিক্স দেখতে পেলাম, তখন এই ছবি অনেক খুঁজে নিয়ে আসলাম শেয়ার করার জন্য।
By: @narocky71
ডিভাইস- Samsung Galaxy S23 Ultra 5g
ফোকাল ল্যান্থ- 230 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
সূর্যাস্তের ফটোগ্রাফি। কিছুদিন আগে হঠাৎ করে আমার শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। তখন আবার আকাশের দিকে চোখ ফুটল। দেখলাম ইটভাটার পাশ দিয়ে সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর তখনই এই ফটোগ্রাফিটি করেছি। আমি আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে।
By: @mrahul40
ফোকাল ল্যান্থ:5.58mm
অ্যাপাচার:১.৮
আইএসও:১০৪
ফ্ল্যাশ:no
ইডিটেড:Snapped
সূর্য বিক্রেতা।কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এই অপরূপ দৃশ্যটি ক্যামেরা বন্দী করা হয়েছে।
By: @ah-agim
ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: সূর্যাস্ত বলতে পৃথিবীর আবর্তনের দিগন্তের নিচে সূর্যের দৈনিক অন্তর্ধান। সূর্যাস্তে নৈসর্গিক সৌন্দর্য বেশ অসাধারণ। সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মুহূর্ত দারুন হয়ে থাকে। সূর্য যখন পশ্চিম দিগন্তে হেলে পড়ে তখনই সূর্যাস্তের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। গোধূলির সময়ে আবিরে রাঙা অস্তায়মান লাল সূর্য দেখতে খুবই সুন্দর।
By: @samhunnahar
ডিভাইসঃ Wiko-T3
ফোকাল ল্যান্থঃ 4.77 mm
ফ্ল্যাশঃ ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেডঃ ইডিটেড
ছবিটি আমি নিয়েছিলাম আমাদের কক্সবাজারের বদর মোকাম সড়কের সামনে একটি নতুন ব্রিজ হয়েছে সেখান থেকে নেওয়া। পরিবারের সবাইকে নিয়ে একদিন বিকেল বেলায় ঘুরতে গিয়েছিলাম ব্রিজ দেখতে। তখন সেখানে ব্রীজের উপরে হাঁটাহাঁটি করছিলাম। এক সময় সূর্য অস্ত যাচ্ছিল। দৃশ্যটা আমার কাছে খুবই মুগ্ধকর ছিল। তাই আমি ফটোগ্রাফি করে মোবাইলের ক্যামেরায় বন্দি করে রাখছিলাম। আজকে যখন এখানে সূর্যাস্তের ফটোগ্রাফি প্রতিযোগিতার অপশন খুঁজে পেলাম তখন ছবিটি শেয়ার করেছি। আশা করি আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফি ভালো লাগবে।
উক্ত ৬ টি এন্ট্রি থেকে ৬ জনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকে অনেক ভালো ফটোগ্রাফি শেয়ার করেছে। ৬ জন পাচ্ছে নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @mrahul40 - 3 STEEM -
- 2nd Prize - @narocky71 -2 STEEM -
- 3rd Prize - @ah-agim - 2 STEEM -
- 4th Prize - @mohinahmed - 1 STEEM-
- 5th Prize - @samhunnahar - 1 STEEM-
- 6th Prize - @bijoy1 - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Congratulations, your post has been upvoted by @upex with a 0.96% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work! #upex
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অনেক বেশি ইচ্ছা ছিল। হঠাৎ করে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। ফটোগ্রাফি সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু অংশগ্রহণ করতে না পেরে সত্যি অনেক খারাপ লেগেছে। তবে আমি পরবর্তী প্রতিযোগিতা গুলোতে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা টপিক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। পরবর্তী প্রতিযোগিতার পোস্টের অপেক্ষায় থাকলাম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চেয়েছিলাম কিন্তু সে রকম আকৃষ্ট করার মতো তেমন কোনো ছবি ছিল না। যাই হোক এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন। আর পরবর্তী প্রতিযোগিতায় ইনশাল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব।
প্রতিযোগিতা ঘোষণার সময়েই আমি বলেছিলাম যে এবারে বেশ ভালো ভালো কিছু ছবি আমরা দেখতে পারবো। কারণ এবারের বিষয়বস্তু টাই এমন ছিলো! আজকে ফলাফলে আমরা বেশ দারুণ দারুণ সব ছবি গুলো দেখলাম। এবং খুব ভালো লাগলো যে সকলের ছবিই যেমন দারুণ ছিলো,তাই সকলেই পুরষ্কার লাভ করলেন। বিজয়ীদের অভিনন্দন।
এই পর্বে আমরা খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। বিশেষ করে সূর্যাস্তের ফটোগ্রাফি আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাই সবার মাধ্যমে অনেক সুন্দর ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছে। প্রতিযোগিতায় ভালো ফলাফল করতে পেরেছি অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর ভাবে যাচাই বাছাই করে ফলাফল প্রকাশ করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে সত্যি খুবই ভালো লেগেছিল। সূর্যাস্ত যাওয়ার মুহূর্তটা আমি এমনিতেই খুবই পছন্দ করি। আর বেশিরভাগ সময় সূর্যাস্তের ফটোগ্রাফি করে থাকি। আর প্রতিযোগিতার এই টপিকটা দেখার সাথে সাথেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম অবশ্যই অংশগ্রহণ করব। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করতে পেরে সত্যি অনেক বেশি ভালো লেগেছে। আর যারা যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকেও অভিনন্দন জানাই।
সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লাগে । যেটা প্রতিনিয়ত করে থাকি । যারা ফটোগ্রাফি করেছে প্রত্যেকটা ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল ।ভালো লেগেছে সবাইকে বিজয়ী করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
হায় রে কপাল। আজ করি তো কাল করতে করতে আর অংশ গ্রহণ করাই হলো না আমার। পুরুস্কার নয়। নিজেকে এমন প্রতিযোগিতায় সম্পৃক্ত করতে পারলেই একটি ভালোলাগা কাজ করে। তবুও যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে নিজেদের কে তুলে ধরতে পেরেছে সকলের জন্য রইল শুভ কামনা। ধন্যবাদ সুন্দর করে প্রতিবেদনটি তুলে ধরায়।
সূর্যাস্তের দৃশ্য দেখতে কমবেশি সবাই পছন্দ করে। তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি করতেও ভীষণ ভালো লাগে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সূর্যাস্তের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পেয়েছি। সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই বিজয়ী হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক সবাইকে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।