মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #১৭

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
সূর্যাস্তের ফোটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ডিভাইস- Samsung Galaxy Note 20 Ultra 5g
ফোকাল ল্যান্থ-7.00 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড

এই ফটোগ্রাফিটা আমি করেছিলাম নভেম্বর মাসের শেষ সপ্তাহে আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট থেকে। সূর্যাস্তের সময় সূর্য যখন রক্তিম রং ধারণ করেছিল, তখন আমি এই চমৎকার দৃশ্যটি ক্যাপচার করেছিলাম।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে ভাই আপনার ফটোগ্রাফি টি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ফটোগ্রাফিটা দেখে এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সূর্যাস্ত এমন একটি বিষয়, যেটা সকলকেই মুগ্ধ করে। তাই অন্যান্য পর্বের তুলনায় এই সপ্তাহে আশা করি প্রতিযোগি সংখ্যা অনেক বেশি হবে৷ এবং আমরা সকলের দারুণ দারুণ কিছু ফটোগ্রাফি দেখতে পারবো। আমিও চেষ্টা করবো অংশগ্রহণ করার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

বাহ দারুন একটি টপিক্স সিলেক্ট করেছেন আপনি। আশা করি সবার মাধ্যমে এ ধরনের ফটোগ্রাফি পাওয়া যাবে। কারণ প্রায় সময় দেখা যায় সূর্যাস্তের ফটোগ্রাফি গুলো সবার কাছ থেকে দেখা যায়। এবারের প্রতিযোগিতায় আমিও অংশগ্রহণ করব। বেশ ভালই লেগেছে সবার মাধ্যমে সুন্দর সুন্দর সূর্যাস্তের ফটোগ্রাফি দেখতে পাবো।

 2 years ago 

বাহ্! বরাবরের মতো এবারও চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন ভাই। এবারের টপিক্সটাও দারুণ লেগেছে। সূর্যাস্ত দেখতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া সূর্যাস্তের ফটোগ্রাফি করতেও আমি ভীষণ পছন্দ করি। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সূর্যাস্তের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। যাইহোক এতো সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গতবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আমার অনেক ইচ্ছে ছিল। তবে অংশগ্রহণ করতে পারিনি, যার কারনে খুব খারাপ লেগেছিল। আর এই সপ্তাহের প্রতিযোগিতা টা দেখে তো আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে এটার টপিক্স অনেক সুন্দর। আমি অবশ্যই চেষ্টা করব এই সপ্তাহের প্রতিযোগিতাটাতে অংশগ্রহণ করার জন্য। দারুন একটা টপিক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করলেন ভাইয়া। ধন্যবাদ জানাই আপনাকে এটা শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি আমাদের মাঝে প্রতিনিয়তই সুন্দর সুন্দর প্রতিযোগিতা নিয়ে আসেন। এবারের প্রতিযোগিতার টপিকসটা আমার বেশ ভালো লেগেছে।প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে সূর্যাস্তের ফটোগ্রাফি। সূর্যাস্তের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

 2 years ago 

এত সুন্দর একটা টপিক্স নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই সপ্তাহে, এটা দেখে তো খুব ভালো লেগেছে আমার কাছে। আমি তো এই সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করব। কারণ এই প্রতিযোগিতার টপিকসটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার কাছে সূর্যাস্তের ফটোগ্রাফি করতে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব।

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 28th Feb 2024

🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

Congratulations, your post has been upvoted by @upex with a 1.14% upvote. We invite you to continue producing quality content and join our Discord community here. Keep up the good work!

 2 years ago 

প্রতিবারের মতো এবারও খুব সুন্দর একটি প্রতিযোগিতা নিয়ে এসেছেন আপনি। আজকের এই প্রতিযোগিতা টপিক্স দেখে খুব ভালো লাগলো। আশা করি এই প্রতিযোগিতার আজকের এই টপিক্সের মাধ্যমে অনেকে অনেক ধরনের ফটোগ্রাফি শেয়ার করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন৷ আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.034
BTC 115694.16
ETH 4479.72
SBD 0.86